একটি যুদ্ধবিমানের উল্লম্ব টেক অফ করার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভারতীয় প্রযুক্তিতে তৈরি যুদ্ধবিমান তেজসের (Tejas) টেক অফ করার ভিডিও দাবি করে ভাইরাল হয়েছে। ভাইরাল ভিডিওতে বিমানটিকে প্রথমে রানওয়েতে কিছুক্ষণ ধীর গতিতে চলার পর উল্লম্বভাবে টেক অফ করে আকাশে উড়তে দেখা যায়।
বুম যাচাই করে দেখে ভাইরাল দাবিটি ভুয়ো। ভাইরাল ভিডিওটি সফ্টওয়্যারের সাহায্যে তৈরি একটি গেমিং ভিডিওর দৃশ্য, যুদ্ধবিমান 'তেজস' নয়।
একক ইঞ্জিনের যুদ্ধবিমান তেজস রাষ্ট্রায়ত্ত হিন্দুস্তান এরোনোটিক্স লিমিটেড (এইচএএল) দ্বারা নির্মিত হচ্ছে। এটি দেশীয়ভাবে নির্মিত প্রথম যুদ্ধবিমান, যার ৫০ শতাংশেরও বেশি উপাদান ভারতে তৈরি করা হয়।
উল্লেখযোগ্য বিষয়, উল্লম্ব টেক অফ করার এবং অবতরণের জন্য রানওয়ের প্রয়োজন পরে না। একটি বিমান তার জায়গা থেকেই টেক অফ এবং অবতরণ করতে পারে।
একজন ফেসবুক ব্যবহারকারী ভিডিওটি শেয়ার করে ক্যাপশনে দাবি করেন, "ভারতীয় নতুন প্রযুক্তি, উল্লম্ব টেক অফ নিচ্ছে তেজস। দেখার জন্য একটি মুহূর্ত।"
পোস্টটি দেখুন এখানে, আর্কাইভ দেখুন এখানে।
জেএম ২৪ নিউজ নামক একটি ফেসবুক পেজ ভিডিওটি শেয়ার করে লেখে, "ভারতের বায়ু সেনার মোক্ষম অস্ত্র তেজস।দেখুন...তেজসের টেক অফ।tripura #indian#air# force# tejas"
পোস্টটি দেখুন এখানে, আর্কাইভ দেখুন এখানে।
তথ্য যাচাই: ভাইরাল ভিডিওর যুদ্ধবিমানটি তেজস নয়
বুম ভাইরাল ভিডিওটি পর্যবেক্ষণ করে ভিডিওর যুদ্ধবিমান এবং ভারতীয় বায়ুসেনার 'তেজস'-এর গঠনাকৃতির মধ্যে স্পষ্ট পার্থক্য লক্ষ্য করে। এছাড়াও, ভাইরাল ভিডিওতে দৃশ্যমান যুদ্ধবিমানে আমরা ভারতীয় বায়ুসেনার নাম ও লোগো কোথাও দেখতে পাইনি।
এরপর, আমরা ভাইরাল দাবিটি যাচাই করতে ভিডিওটির বিভিন্ন কিফ্রেমের গুগল রিভার্স ইমেজ সার্চ করি। সার্চের মাধ্যমে আমরা BAUS নামক একটি ইউটিউব চ্যানেলে ২১ আগস্ট, ২০২৪-এ আপলোড করা একটি ভিডিও দেখতে পাই যা ভাইরাল ভিডিওটির মূল সংস্করণ।
ভিডিওটির ক্যাপশন হিসাবে লেখা হয়ছে, "এভি-৮বি হ্যারিয়ার যুদ্ধবিমানের বিরল উল্লম্ব টেক অফ।"
ইউটিউবে আপলোড করা ভিডিওটির বিবরণ থেকে জানা যায়, "দাবি পরিত্যাগ: এটি একটি গেম সিমুলেটরের ফলাফল, কোনও প্রকৃত ঘটনা নয়। দয়া করে এই ভিডিওটি উপভোগ করুন।
ইউটিউব চ্যানেল BAUS তাদের চ্যানেলের বিবরণে জানিয়ে দিয়েছে, "সিমুলেটর গেম সম্পর্কিত সমস্ত ভিডিও শুধুমাত্র বিনোদনের জন্য তৈরি করা হয়েছে, তাদের বাস্তব জীবনের সাথে কোনও সম্পর্ক নেই। অনুষ্ঠানটি উপভোগ করুন।"
এছাড়াও, বুম সংবাদ মাধ্যম newsable.asianetnews.com -এর সঙ্গে যুক্ত প্রতিরক্ষা সাংবাদিক অনীশ সিংহের সঙ্গেও যোগাযোগ করে। তিনি জানান, "ভাইরাল ভিডিওতে যে যুদ্ধবিমানটি দেখা যাচ্ছে তা তেজস নয়। তেজস উল্লম্বভাবে উড়তে পারে না। তেজস টেক অফ করার জন্য প্রথমে রানওয়েতে দৌড়ায় এবং আকাশে ওড়ার পর উল্লম্ব হয়। ভিডিওতে যে যুদ্ধবিমানটি দেখা যাচ্ছে তা ভারতীয় বায়ুসেনার নয়।"
(অতিরিক্ত রিপোর্টিং: ঋষভ রাজ)