এক ভারতীয় চিকিৎসকের (Indian doctor) জাতীয় পতাকা (national flag) প্রণাম করলে তবেই তিনি বাংলাদেশী রোগীদের (Bangladeshi patient) চিকিৎসা করবেন ঘোষণা সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি ভাইরাল হয়েছে তারই নামের অন্য এক ব্যক্তির ছবিসহ।
বুম দেখে ভাইরাল পোস্টে ইএনটি চিকিৎসক শেখর বন্দ্যোপাধ্যায়ের বদলে ইতিহাসবিদ শেখর বন্দ্যোপাধ্যায়ের ছবি ব্যবহৃত হয়েছে। ইতিহাসবিদ তার নিজস্ব ফেসবুক প্রোফাইলে তার ছবির অপব্যবহার নিয়ে একটি পোস্টও করেছেন।
সাম্প্রতিককালে সোশ্যাল মিডিয়ায় বাংলাদেশের একটি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের দ্বারা ভারতীয় পতাকা অবমাননার একটি ছবি ভাইরাল হয়েছে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে পশ্চিমবঙ্গের কিছু চিকিৎসক ও হাসপাতাল বাংলাদেশি রোগীদের চিকিৎসা না করার সিদ্ধান্ত নিয়েছেন। শিলিগুরির ইএনটি বিশেষজ্ঞ ডাঃ শেখর বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন তার কাছে চিকিৎসা করাতে হলে বাংলাদেশি রোগীদের আগে ভারতীয় জাতীয় পতাকাকে প্রণাম করে তবে, চিকিৎসা নিতে হবে।
একটি ফেসবুক পেজে চিকিৎসকের এই ঘোষণা এক ব্যক্তির ছবিসহ পোস্ট করে লেখা হয়, "ডাক্তার শেখর বন্দ্যোপাধ্যায়, বাংলাদেশী রুগীদের চিকিৎসা করার আগে ভারতের পতাকাকে প্রণাম করতে বলছেন। ভারতের পতাকাকে প্রণাম না করলে উনি চিকিৎসা করবেন না।"
পোস্টটি দেখুন এখানে, আর্কাইভ দেখুন এখানে।
একই দাবিসহ পোস্ট অন্যান্য ফেসবুক পেজেও দেখা যায়। দেখুন এখানে ও এখানে।
তথ্য যাচাইঃ ডাক্তারের বদলে ইতিহাসবিদের ছবি
বুম দেখে ইতিহাসবিদ শেখর বন্দ্যোপাধ্যায় তার নিজস্ব ফেসবুক অ্যাকাউন্টে ভাইরাল পোস্টটি শেয়ার করে তার ছবি অপব্যবহারের কথা জানিয়েছেন।
২০২৪ সালের ৪ ডিসেম্বরের পোস্টটির ক্যাপশনে তিনি লেখেন, "আমার নজরে এসছে যে আমার ছবি অবৈধভাবে একটি উত্তেজক পোস্টে ব্যবহার করা হচ্ছে। আমি এই পোস্টের বিরুদ্ধে রিপোর্ট করেছি। আমি আমার বন্ধুদেরও একই কাজ করতে অনুরোধ করব।"
পোস্টটি দেখুন এখানে।
ছবির শেখর বন্দ্যোপাধ্যায় একজন ইতিহাসবিদ এবং তে-হেরেঙ্গা ওয়াকা—ভিক্টোরিয়া ইউনিভার্সিটি অফ ওয়েলিংটনের ইতিহাসের ইমেরিটাস প্রফেসর।
ডাক্তার শেখর বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য
এরপর, আমরা ইউটিউবে ভাইরাল দাবি সম্পর্কিত কিওয়ার্ড সার্চ করে চিকিৎসক শেখর বন্দ্যোপাধ্যায়ের শিলিগুড়ি টাইমসকে ৩ ডিসেম্বর, ২০২৪-এ দেওয়া এক সাক্ষাৎকার পাই। সেখানে তার চেম্বারের সামনে ভারতীয় পতাকা লাগানো দেখা যায় এবং পাশেই তার জারি করা একটি নোটিশে লেখা দেখা যায়, "ভারতবর্ষের পতাকা আমাদের মাতৃসম এই পতাকাকে প্রণাম করে চেম্বারে প্রবেশ করবেন বিশেষত বাংলাদেশ থেকে আগত রোগীরা প্রণাম না করলে এখানে রোগী দেখা হবে না।"
ডাঃ বন্দ্যোপাধ্যায় সাক্ষাৎকারে জানান বাংলাদেশে জাতীয় পতাকার অবমাননায় তিনি মর্মাহত এবং এটি তিনি কিছুতেই মেনে নিতে পারছেন না। তিনি বলেন, "আমি যেমন অন্য দেশের পতাকাকে অপমান করার কথা চরম দুঃস্বপ্নেও ভাবতে পারি না, অন্য দেশের লোকেরাও যখন আমার কাছে আসবেন, সে বাংলাদেশ হোক বা অন্য যেকোনো দেশের হোক, তাদের কাছে আবেদন আমারা তারাও আমার দেশের জাতীয় পতাকাকে প্রণাম করে তবে ঢুকবেন।"
দেখুন এখানে।
নীচে ভাইরাল ছবির সঙ্গে ডাক্তার শেখর বন্দ্যোপাধ্যায়ের একটি তুলনা দেওয়া হল।