ভাগ্নী মিরায়া বঢরার (Miraya Vadra) সঙ্গে কংগ্রেস নেতা রাহুল গাঁধীর (Rahul Gandhi) বসে থাকা একটি ছবি সোশাল মিডিয়ায় শেয়ার করে বিভ্রান্তিকর ক্যাপশন সহ কংগ্রেস দলের কন্যাকুমারী থেকে ৭ সেপ্টেম্বর শুরু হওয়া "ভারত জোড়ো যাত্রা"র (bharat jodo jatra) সঙ্গে জড়িয়ে দেওয়া হচ্ছে।
খুব স্নেহের সঙ্গে রাহুল গাঁধী ভাগ্নীর হাত ছুঁয়ে রয়েছেন, এমন একটি ছবি শেয়ার করে তামিলনাড়ু বিজেপির সোশাল মিডিয়া সেলের নেতা সিটিএন নির্মল কুমার একটি টুইট করেছেন।
টুইটটি পরে মুছে দিলেও তাতে লেখা হয়েছিল—"পাপ্পু এখন বাচ্চাদের হাতে মেহেন্দি লাগানোর খেলায় মেতেছে। যে ১০ জন ওর সঙ্গে পদযাত্রায় ভিড়েছে, তাদের কথা ভাবলে দুঃখই হয়।"
টুইটটি আর্কাইভ করা আছে এখানে। নির্মল কুমার তাঁর ফেসবুক অ্যাকাউন্টেও একই ক্যাপশন দিয়ে ছবিটি পোস্ট করেছেন।
(মূল তামিল ভাষায় ক্যাপশন: குழந்தைகளுடன் மருதாணி வைத்து விளையாடும் இந்த #pappu-வை கூட்டிக்கொண்டு யாத்திரை போகும் அந்த 10 பேரை நினைத்தால் தான் பாவமாக இருக்கிறது...)
ফেসবুকে এই পোস্টটি একই ভুয়ো দাবি সহ ব্যাপকভাবে শেয়ার হয়েছে। এই ধরনের দুটি ফেসবুক পোস্ট দেখুন এখানে এবং এখানে।
গত ১৮ সেপ্টেম্বর আলাপুঝ্ঝার হরিপাড় থেকে রাহুল গাঁধীর নেতৃত্বে কংগ্রেসের ভারত-জোড়ো পদযাত্রার একাদশ দিবসের যাত্রার সূচনা হয়l কংগ্রেসের অন্য নেতাদের সঙ্গে গত ৭ সেপ্টেম্বর এই যাত্রার সূচনা হয়েছিল কন্যাকুমারী থেকে, যা আগামী ৫ মাস ধরে ১২টি রাজ্য ও ২টি কেন্দ্রশাসিত অঞ্চল পরিক্রমা করে শ্রীনগরে শেষ হওয়ার কথা।
আরও পড়ুন: লেন্সের মুখ ঢেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর চিতার ছবি তোলার ছবি সম্পাদিত
তথ্য যাচাই
বুম এই ছবিটি গুগলে রিভার্স সার্চ করে গেট্টি ইমেজেস-এ এই ছবিটি খুঁজে পেয়েছে তাতে রাহুল গাঁধী তাঁর ভাগ্নী মিরায়া বঢরার সঙ্গে একই পোশাকে বসে রয়েছেন। মিরায়া হলেন রাহুলের বোন প্রিয়ঙ্কা গাঁধী ও ভগ্নিপতি রবার্ট বঢরার কন্যা।
গেট্টির ব্যবহৃত ছবিটির শিরোনাম ছিল, "প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গাঁধীর ৭১ তম জন্মদিনে শ্রদ্ধার্ঘ্য।" মূল ছবিটিতে তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ এবং রাহুলের ভগ্নিপতি রবার্ট বঢরা কাছাকাছি বসে থাকতে দেখা যাচ্ছে।
ছবিটার ক্যাপশনে আরও লেখা ছিল, "২০১৫ সালের ২০ অগস্ট নয়াদিল্লির বীরভূমিতে প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গাঁধীর ৭১ তম জন্মদিনের স্মরণ অনুষ্ঠানে রাহুল গাঁধীর সঙ্গে তাঁর ভাগ্নী মিরায়া বঢরা। ১৯৯১ সালের ২১ মে রাজীব নির্বাচনী প্রচার চালানোর সময় তামিলনাড়ুর শ্রীপেরুম্বুদুরে লিবারেশন টাইগার্স অফ তামিল ইলম-এর বিচ্ছিন্নতাবাদী আততায়ীদের হামলায় নিহত হন।"
এই ছবিটি তুলেছিলেন হিন্দুস্তান টাইমস পত্রিকার আলোকচিত্রী সোনু মেহতা। একই অনুষ্ঠানের অন্যান্য ছবি দেখতে ক্লিক করুন এখানে এবং এখানে ।
২০১৫ সালের ২১ অগস্ট ডেকান ক্রনিকল পত্রিকায় প্রকাশিত একটি চিত্র-কাহিনীতেও একই ছবি ছাপা হয়, যার ক্যাপশন ছিল—"প্রিয়ঙ্কা বঢরা কন্যার দুর্লভ প্রকাশ্য ছবি"।
অর্থাৎ, এই ছবিটা অন্তত ৬ বছরের পুরনো এবং রাহুল গাঁধীর নেতৃত্বে শুরু হওয়া কংগ্রেস দলের "ভারত জোড়ো যাত্রা"র সঙ্গে কোনও ভাবেই সম্পর্কিত নয়।
আরও পড়ুন: ভুয়ো দাবিতে ছড়াল কারবালা দৃশ্যের অ্যানিমেশন দেখে দর্শকদের প্রতিক্রিয়া ভিডিও