Explore

HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
MethodologyNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফ্যাক্ট চেকNo Image is Available
বিশ্লেষণNo Image is Available
ফাস্ট চেকNo Image is Available
আইনNo Image is Available

Explore

HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
MethodologyNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফ্যাক্ট চেকNo Image is Available
বিশ্লেষণNo Image is Available
ফাস্ট চেকNo Image is Available
আইনNo Image is Available
ফ্যাক্ট চেক

ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনকের পদত্যাগ দাবির ব্যানারের ছবি ভুয়ো

বুম দেখে ২০১৯ সালে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতিবাদ মিছিলের ব্যানার সম্পাদনা করে ভুয়ো ছবি তৈরি করা হয়েছে।

By - Sk Badiruddin | 17 Nov 2022 12:16 PM GMT

সোশাল মিডিয়ায় একটি ভুয়ো ব্যানারের (Banner) ছবি (fake image) পোস্ট করে দাবি করা হচ্ছে ঋষি সুনক (Rishi Sunak) ব্রিটেনের প্রধানমন্ত্রী হওয়ার পর তাঁর পদত্যাগের দাবিতে মিছিলে অংশ নেয় পশ্চিমবঙ্গের (West Bengal) ছাত্রছাত্রীরা।

বুম যাচাই করে দেখে মূল ছবিটিতে ২০১৯ সালে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের ছাত্র-সংসদের ঘর ভাঙচুরের প্রতিবাদে মিছিলে অংশ নিতে দেখা যায়।

২৫ অক্টোবর, ২০২২ ঋষি সুনক ব্রিটেনের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন। ভাইরাল পোস্টের ছবিটি সেই প্রেক্ষিতেই শেয়ার করা হচ্ছে।

সোশাল মিডিয়ায় ভাইরাল হওয়া ছবিটিতে দেখা যায় ব্যানার সহ মিছিলে পা মেলাচ্ছে একদল ছাত্র-ছাত্রী। ওই মিছিলে ব্যবহৃত পোস্টারটিতে লেখা রয়েছে, "আরএসএসের দালাল ঋষি সুনকের পদত্যাগ চাই।"

ফেসবুক পোস্টটিতে ক্যাপশন লেখা হয়েছে, "কমরেড ঋষি সুনককে আর একটা সুযোগ দিন প্লীজ। এত তাড়াতাড়ি তাকে সরিয়ে দেবেন না। ওর ভাগ্য এখন আপনাদেরই হাতে।"

ফেসবুকে ছবিটি ব্যাপকভাবে ভাইরাল হয়েছে। একই দাবির দুটি ফেসবুক পোস্ট দেখুন এখানে এখানে

 

আরও পড়ুন: ভুয়ো দাবি: ফুটবল তারকা দিদিয়ের দ্রোগবা ইসলাম গ্রহন করেছেন

তথ্য যাচাই

বুম সোশাল মিডিয়ায় ভাইরাল হওয়া ছবিটিকে রিভার্স সার্চ করে ২১ সেপ্টেম্বর ২০১৯ হিন্দুস্তানটাইমসের একটি প্রতিবেদনে মূল ছবিটিকে দেখতে পায়।

আসল ছবিটিতে ইংরেজিতে ভিন্ন স্লোগান লেখা রয়েছে যার অনুবাদ, "শিক্ষাক্ষেত্রে ফ্যাসিবাদী আক্রমণ রুখুন" (মূল ইংরেজিতে: "Resist Fascist Attack on Education")

হিন্দুস্তান টাইমসের ছবিটির ক্যাপশনে লেখা হয়েছে, "যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের ঘরে এবিভিপি ছাত্রদের ভাঙচুরের প্রতিবাদে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা একটি ব্যাপক প্রতিবাদ মিছিলের সময়।" হিন্দুস্তান টাইমসের পক্ষে ছবিটি তোলেন চিত্রসাংবাদিক সমীর জানা।

তদানীন্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয় বিশ্ববিদ্যালয় চত্বরে নিগৃহীত হওয়ার পর সংঘের ছাত্র সংগঠন অখিল ভারতীয় বিদ্যা পরিষদের সদস্যরা প্রতিবাদে অংশ নেয়। ছাত্র সংসদের কক্ষ ভাঙচুরের প্রতিবাদে পাল্টা প্রতিবাদে অংশ নেয় বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। মূল ছবিটি সে সময়ের।

একই ছবি দেখা যাবে সবরঙইন্ডিয়ার ওয়েবসাইটে

নিচে ভাইরাল ছবি ভুয়ো ছবি ও আসল তুলনা করা হল।

 

আরও পড়ুন: ফিলিপিন্সে ভূকম্পনের পুরনো দৃশ্য দিল্লির বলল ভারতীয় সংবাদমাধ্যম

Related Stories