২০২২ সালের জানুয়ারি মাসে ওড়িশার (Odisha) ভদ্রকে (Bhadrak) জেলাশাসকের কার্যালয়ের সামনে বিজেপি (BJP) কর্মীদের বিক্ষোভের দৃশ্য ভুয়ো দাবি সহ সাসপেন্ড হওয়া বিজেপি মুখপাত্র নূপুর শর্মার (Nupur Sharma) বাড়ির সামনে বিক্ষোভ (Protests) বলে ছড়ানো হচ্ছে।
বিজেপি মুখপাত্র নূপুর শর্মার এক টিভি বিতর্কে পয়গম্বর মহম্মদ সম্পর্কে কুরুচিকর মন্তব্যের প্রেক্ষিতে দল তাঁকে সাসপেন্ড করে। আরেক বিজেপি নেতা দিল্লি বিজেপির মুখ্যপাত্র নবীর জিন্দালকে দল থেকে বরখাস্ত হন। মধ্যপ্রাচ্যের একাধিক ইসালামিক দেশ ভারতের রাষ্ট্রদূতদের তলব করে। দেশেজুড়ে নূপুরের মন্তব্য ঘিরে প্রতিবাদ বিক্ষোভে সামিল হয় ইসলাম ধর্মাবল্মীরা। নূপুর শর্মার বিরুদ্ধে এফআইআর দায়ের হয় বিভিন্ন রাজ্যে। নূপুর কলকাতা পুলিশের কাছেহাজিরা দিতে ৪ সপ্তাহ সময় চেয়েছেন। ভাইরাল ভিডিওটি এই প্রেক্ষিতে ছড়ানো হচ্ছে।
সোশাল মিডিয়ায় ভাইরাল হওয়া ৩ মিনিট ১৫ সেকেন্ডের ভিডিওটিতে দেখা যায় একদল ব্যক্তি নিরাপত্তাকর্মী ও পুলিশের প্রতিরোধ ভেঙে একটি প্রবেশদ্বার জোরপূর্বক ঠেলে এক বিরাট ভবনের চত্ত্বরে ঢুকে পড়ে।
ওই ভিডিওটিতে লেখা রয়েছে, "নুপুর শর্মার বাড়ি" (বানান অপরিবর্তিত)
ভিডিওটি দেখুন এখানে।
তথ্য যাচাই
বুম ভিডিওটির মূল ফ্রেমগুলি রিভার্স সার্চ করে ওড়িয়া গণমাধ্যম কলিঙ্গ টিভির একটি রিপোর্টে ভিডিওটি খুঁজে পায়। ৬ জানুয়ারি ২০২২ কলিঙ্গ টিভি ভিডিওটি ইউটিউবে আপলোড করে শিরোনাম লেখে, "বিজেপি কর্মীদের ভদ্রক জেলার জেলাশাসকের কার্যালয়ের সামনে বচসা"
কলিঙ্গ টিভির ভিডিওটিতে ৫ সেকেন্ড সময় থেকে দেখা যাবে ভাইরাল ভিডিওর একই দৃশ্য।
(মূল ইংরেজিতে শিরোনাম: BJP Workers Wreak Havoc At Collector's Office In Bhadrak Dist || KalingaTV)
ওড়িশা টিভির ৬ জানুয়ারি ২০২২ প্রকাশিত বুলেটিনে দেখা যাবে একই ভিডিও (২ মিনিট ৪৬ সেকেন্ড সময় থেকে)
বিষয়টি নিয়ে নিউজ১৮ ওড়িশার রিপোর্ট দেখুন এখানে।
ওড়িশা পোস্টের প্রতিবেদন অনুযায়ী বিজেপি কর্মীরা ওড়িশার ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে সংরক্ষণ না মানার অভিযোগ তুলে ভদ্রকের জেলাশাসকের কার্যালয়ের সামনে বিক্ষোভ ও পরে ভাঙচুর চালায়। পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ হয় বিজেপি কর্মীদের। জেলাশাসকের কার্যালয়ের কিছু দামি জিনিসপত্রও নষ্ট হয় এই ভাঙচুরের ঘটনায়।
আরও পড়ুন: জ্বলন্ত রেল কামরার ছবিটি অগ্নিপথ প্রকল্প নিয়ে বিক্ষোভের সঙ্গে সম্পর্কহীন