Explore

HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
MethodologyNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফ্যাক্ট চেকNo Image is Available
বিশ্লেষণNo Image is Available
ফাস্ট চেকNo Image is Available
আইনNo Image is Available

Explore

HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
MethodologyNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফ্যাক্ট চেকNo Image is Available
বিশ্লেষণNo Image is Available
ফাস্ট চেকNo Image is Available
আইনNo Image is Available
ফ্যাক্ট চেক

তামিলনাড়ুর মাদুরাইয়ে চিথিরাই উৎসবকে বলা হল পুরীর রথযাত্রার দৃশ্য

বুম যাচাই করে দেখে ভাইরাল ভিডিওটি ২০১৮ সাল থেকে অনলাইনে রয়েছে এবং তামিলনাড়ুর চিথিরাই উৎসবের দৃশ্য বলে দাবি করা হয়েছে।

By - Sk Badiruddin | 7 July 2022 9:49 AM GMT

তামিলনাড়ুর (Madurai) মাদুরাইয়ে চিথিরাই (Chithirai) থেরট্টম উৎসবের ভিডিও শেয়ার করে সোশাল মিডিয়া পোস্টে ভুয়ো দাবি করা হচ্ছে সেটি ওড়িশার পুরীতে (Puri) রথযাত্রা (Rath Yatra) উৎসবের দৃশ্য।

রথের সময় ভিডিওটি সোশাল মিডিয়ায় পোস্ট হওয়ায় নেটিজেনরা ভিডিওকে পুরীর রথ (Chariot) বলে ভুল করছেন। করোনা অতিমারির প্রেক্ষিতে দুবছর ধরে পুরীর রথের উৎসবে সমারোহে জনসমাগমের ঘাটতি পরে। এবছর চেনা ছন্দে ফিরেছে রথযাত্রা উৎসব

১৫ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায় রথের উৎসবের রাস্তায় জনতার ঢল। একটি রথ টেনে নিয়ে যাওয়া হয় রাস্তা বেয়ে।

ভিডিওটি ফেসবুকে পোস্ট করে ক্যাপশন লেখা হয়েছে, "জগন্নাথদেবের অপুরূপ রথ দর্শন জয় জগন্নাথ।" (বানান অপরিবর্তিত)

ভিডিওটি দেখুন এখানে

তথ্য যাচাই

বুম ভিডিওটির মূলফ্রেম রিভার্স সার্চ করে দেখে ২ মে ২০১৮ বালামুরুগান এন নামে এক ব্যক্তি ভাইরাল ভিডিওটির মত একই দৃশ্যের মিল সহ (৫৩ সেকেন্ডে) একটি ভিডিও ইউটিউবে আপলোড করে। ৩ মিনিট ২২ সেকেন্ডের ভিডিওটিকে "মাদুরাই চিথিরাই উৎসব বলে দাবি করা হয়েছে,"  তামিল ভাষায় থেরট্টম মানে রথ টানা।

(মূল ইংরেজিতে শিরোনাম: MEENATCHI CHITHIRAI THIRUVIZHA 2018 DAY 11. (THEROTTAM.) MADURAI MANVASAM)

'মাদুরাই চিথিরাই' কিওয়ার্ড সার্চ করে ২৮ এপ্রিল ২০১৮ ইউটিউবে আপলোড হওয়া আরেকটি ভিডিও দেখতে পাই আমরা। ১২ সেকেন্ড ২৭ মিনিট দীর্ঘ ওই ভিডিওটিতে একই ধরণের রথ দেখা যায়।

Full View

নিচে ভাইরাল ভিডিওতে দেখানো রথ ও ইউটিউবে থাকা 'মাদুরাই চিথিরাই' উৎসবের রথের মিল দেওয়া হল।

মীনাক্ষি আম্মাম মন্দিরে পতাকা উত্তোলনের মাধ্যমে শুভারম্ভ হয় বাৎসরিক চিথিরাই থিরুভিজা অনুষ্ঠানের। তামিল মাস চিথিরাইয়ে মীনাক্ষি দেবী ও সুন্দরেশ্বরের বিবাহের উদযাপনের আয়োজনে এই উৎসব। তারপর শুরু হয়, কালজাহাগর উৎসব। রথে চড়িয়ে কালজাহাগার দেবের ভাইগায় নদীতে বিগ্রহ বিসর্জনের মাধ্যমে সম্পন্ন হয় এই উৎসব। এবছর এপ্রিল মাসে পুণ্যার্থীদের ভিড়ের চাপে দুজন মারা যায়। আহত হন বেশ কিছু পুণ্যার্থী। হিন্দুস্তান টাইমস ১৬ এপ্রিল ২০২২ বিষয়টি নিয়ে প্রতিবেদন প্রকাশ করে। 

২০২২ সালের ১ জুলাই অনুষ্ঠিত পুরীতে রথযাত্রার দূরদর্শনে সম্প্রচারিত অনুষ্ঠানের দৃশ্য দেখুন এখানে

Full View

Related Stories