সোশাল মিডিয়ায় ড. মনমোহন সিংহের (Dr Manmohan Singh) নামে তৈরি 'প্যারোডি' (Parody) অ্যাকাউন্টের টুইটের 'স্ক্রিনশট' (PFI) পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া (পিএফআই) নিষিদ্ধ হওয়া সম্পর্কে প্রাক্তন প্রধানমন্ত্রীর বক্তব্য বলে ভুয়ো (fake claims) দাবি সহ ছড়ানো হচ্ছে।
সেপ্টেম্বর মাসে কেন্দ্রীয় সরকার ইসলামিক সংগঠন পিএফআই ও এর সহযোগী ৫ টি সংগঠনকে "নাশকতা যোগ" উল্লেখ করে ৫ বছরের জন্য নিষিদ্ধ ঘোষণা করে। সোশাল মিডিয়ায় এই প্রেক্ষিতেই স্ক্রিনশটটি ছড়াচ্ছে।
'@Mr_ManmohanSing' নামের টুইটার হ্যান্ডেল থেকে ইংরেজিতে করা টুইটের স্ক্রিনশটে লেখা হয়েছে, "পিএফআই-এর কখনই হিংসা ও নাশকতামূলক সংস্থার সঙ্গে যুক্ত থাকতে দেখা যায়নি, কিন্তু আরএসএসকে সর্বদা হিংসা এবং নাশকতামূলক ক্রিয়াকলাপে পাওয়া গেছে, কিন্তু সরকার পিএফআইকে নিষিদ্ধ করবে কারন, এটা সংঘ, যাকে ক্ষমতা দেওয়া হয়েছে।" (অনুবাদ)
স্ক্রিনশটটির ছবি শেয়ার করে ক্যাপশন লেখা হয়েছে, "প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ বললেন, PFI এর সাথে সন্ত্রাসী কর্মকাণ্ডের কোন যোগসূত্র নেই। বরং RSS সর্বদাই সন্ত্রাসবাদী কাজ করে। তবুও সরকার PFI নিষিদ্ধ ঘোষণা করলো কারণ এটা একটি সংঘ যা সরকারকে শক্তি জোগায়।-- মনমোহন সিংহ। (বানান সম্পাদিত)
ফেসবুক পোস্টটি দেখা যাবে এখানে। একই টুইটের স্ক্রিনশট ব্যবহার করে ভিডিও তৈরি করা হয়েছে। ভিডিওটি দেখুন এখানে।
বুম দেখে একই দাবি সহ স্ক্রিনশটটি ব্যাপকভাবে ফেসবুকে ভাইরাল হয়েছে।
আরও পড়ুন: ফারুখাবাদের বিদ্রোহী তাফাজ্জুল হুসেন খানের ছবি ছড়াল ভগৎ সিংহের বলে
তথ্য যাচাই
বুম গুগলে কিওয়ার্ড সার্চ করে পিএফআই সম্পর্কে ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ড. মনমোহন সিংহের-এর এই ধরণের কোনও বিবৃতি প্রকাশের ব্যাপারে খবর খুঁজে পায়নি।
বুম টুইটারে ড. মনমোহন সিংহের নামে যাচাই করা কোনও টুইটার অ্যাকাউন্ট খুঁজে পায়নি।
বুম স্ক্রিনশটটির বক্তব্য কিওয়ার্ড সার্চ করে দেখে ৩০ সেপ্টেম্বর ২০২২, ভাইরাল টুইটি করা হয়, '@Mr_ManmohanSing' নামের একটি 'প্যারোডি' অ্যাকাউন্ট থেকে।
টুইটটি আর্কাইভ করা আছে এখানে।
'প্যারোডি' অ্যাকাউন্ট হল কোনও বিশিষ্ট ব্যক্তি বা সংস্থার নাম ধার করে তৈরি করা কৌতুক বা নকল অ্যাকাউন্ট যা কখনওই ওই ব্যক্তি বা সংস্থাকে প্রতিনিধিত্ব করে না।