নেটিজেনদের অনেকে হায়দ্রাবাদ পুলিশ (Hyderabad Police) বেশ কয়েকজন যুবককে আটক করার এক পুরনো ভিডিও শেয়ার করে দাবি করেন ওই ভিডিওতে পুলিশকে সম্প্রতি মুম্বইয়ের থানে জেলার মীরা রোডে (Mira Road) ঘটা সাম্প্রদায়িক সংঘর্ষের সাথে যুক্ত ব্যক্তিদের গ্রেফতার করতে দেখা যাচ্ছে।
ভাইরাল ভিডিওতে দেখা যায় বেশ কিছু পুলিশকর্মীদের লাঠি নিয়ে লোকের বাড়িতে ঢুকতে এবং কিছু ব্যক্তিদের প্রহার করতেও দেখা যায়।
২২ জানুয়ারী ২০২৪ তারিখে উত্তরপ্রদেশের অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন হয় কিন্তু তার আগের দিন অর্থাৎ ২১ জানুয়ারী রাতে রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা মিছিলে হামলার জন্য মীরা রোডের নয়া নগর এলাকায় সাম্প্রদায়িক সংঘর্ষ হয়। স্থানীয়দের অভিযোগ মিছিলটিতে উস্কানিমূলক ধর্মীয় স্লোগান ব্যবহার করা হয়। সোশ্যাল মিডিয়ায় ওই ঘটনার বেশ কয়েকটি ভিডিও ভাইরাল হয় যেখানে ভিন্ন সম্প্রদায়ের লোকজনকে রাস্তায় মারামারি করতে দেখা যায়। কিছু ভিডিওতে দেখা যায় দক্ষিণপন্থী কর্মীরা মুসলিম দোকানদারদের মারধর করছে। ঘটনার পর পুলিশ ১৯ জনকে গ্রেফতার করে।
ভাইরাল ভিডিওতে দেখা যায় বেশ কিছু পুলিশকর্মীদের লাঠি নিয়ে লোকের বাড়িতে ঢুকতে দেখা যায় এবং কিছু ব্যক্তিদের গ্রেফতার করতেও দেখা যায়।
এই ভিডিও একজন এক্স (প্রাক্তন টুইটার ব্যবহারকারীর) পোস্টে দেখা যায়। তিনি ভিডিওটি পোস্ট করে ক্যাপশনে লেখেন,"আমি এই দৃশ্য তৎক্ষণাৎ আনন্দিত হয়ে যাচ্ছি কেন? আপনারো কি তাই হচ্ছে? #MiraRoad #JusticeServed"
পোস্টটি দেখতে এখানে ক্লিক করুন।
এই ভিডিও বাংলা ক্যাপশন সহ শেয়ার হতেও দেখা যায়। দেখতে এখানে ক্লিক করুন।
তথ্য যাচাই
বুম দেখে যে ভাইরাল ভিডিওটি ২০২২ সালের আগস্ট মাসের যখন হায়দ্রাবাদ পুলিশ বিজেপি বিধায়ক টি রাজা সিংয়ের মুক্তির বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছিল, যিনি নবী মহম্মদের বিরুদ্ধে আপত্তিকর মন্তব্যের জন্য গ্রেপ্তার হয়েছিলেন।
বুম ২০২৩ সালের এপ্রিল মাসে এই একই ভিডিওর তথ্য যাচাই করে। তখনও এটি মিথ্যা দাবিসহ সোশ্যাল মিডিয়াতে শেয়ার করা হয়েছিল এবং বলা হয় এটি রাম নবমীতে সংঘর্ষ শুরু হওয়ার পরে মহারাষ্ট্রের ছত্রপতি সম্ভাজিনগরে (প্রাক্তন ঔরঙ্গাবাদ) বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়।
২৫ আগস্ট, ২০২২ তারিখে দ্য নিউজ মিনিট একটি ভিডিও পোস্ট করে। এই একই ঘটনার ওপর আমরা বহু ভিডিও এবং সংবাদ প্রতিবেদন খুঁজে পাই যার শিরোনামে লেখা হয়, "বিক্ষোভকারীরা হায়দ্রাবাদে বিজেপি বিধায়ক রাজা সিংয়ের গ্রেপ্তারের দাবি করে।" ১ মিনিট ৪৮ সেকেন্ড থেকে শুরু হওয়া ভিডিওটির অংশটি আমাদের ভাইরাল ভিডিওর সাথে মিলতে দেখা যায়।
বিজেপি বিধায়ক রাজা সিং গ্রেফতার হয় ২০২২ সালে একজন নবীর বিরুদ্ধে অবমাননাকর মন্তব্য করার জন্য কিন্তু তিনি ছাড়া পেয়ে যান পুলিশের পদ্ধতিগত ভুলের কারণে। তার মুক্তির পরে বেশ কিছু বিক্ষোভকারীরা হায়দরাবাদের ওল্ড সিটি এলাকায় প্রতিবাদ করে রাজা সিংয়ের গ্রেফতারির দাবিতে। কেন্দ্রীয় এবং স্থানীয় পুলিশ এই প্রতিবাদীদের সামলানোর চেষ্টা চালায়।
বিধায়ক সিং মুক্তি পাওয়ার পর চারমিনার, শালিবান্দা, মুঘলপুরা, খিলওয়াট এবং শহরের অন্যান্য জায়গায় ব্যাপক বিক্ষোভ শুরু হয়। নামপল্লী আদালতের বাইরে ভিড়কে সামলাতে পুলিশকে লাঠিচার্জও করতে হয়। এই আদালতে সিংকে হাজির করা হয় ২৪ আগস্ট, ২০২২ তারিখে বলে দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা যায়।