Explore

HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
MethodologyNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফ্যাক্ট চেকNo Image is Available
বিশ্লেষণNo Image is Available
ফাস্ট চেকNo Image is Available
আইনNo Image is Available

Explore

HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
MethodologyNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফ্যাক্ট চেকNo Image is Available
বিশ্লেষণNo Image is Available
ফাস্ট চেকNo Image is Available
আইনNo Image is Available
ফ্যাক্ট চেক

বাংলাদেশের রোগীদের সাথে ভারতীয়দের খারাপ আচরণের ভিডিওটি একটি নাটক

বুম যাচাই করে দেখে ভিডিওটিতে আসল নয় বরং সাজানো এক ঘটনা দেখতে পাওয়া যায়।

By -  Shrey Banerjee |

11 Dec 2023 6:03 PM IST

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এক ভিডিও ছড়িয়ে দাবি করা হয় ভিডিওটিতে বাংলাদেশী নাগরিক (Bangladeshi Citizen) হওয়ায় পশ্চিমবঙ্গের (West Bengal) চিকিৎসালয়ে রোগীদের (Patient) চিকিৎসায় বাধা দেওয়ার ঘটনা দেখতে পাওয়া যায়।

বুম দেখে এই ভিডিও সাম্প্রতিক কোন ঘটনার নয়। এই ভিডিওতে দেখতে পাওয়া গোটা ঘটনাটি আদতে এক নাটক।

ভিডিওতে কিছু ব্যক্তিদের উপস্থিতি লক্ষ্য করা যায় যার মধ্যে দেখা যায় একজন বৃদ্ধ মানুষের মুখের উপর অক্সিজেন মাস্ক পড়ানো। ওই ভিডিও অনুযায়ী, উক্ত ব্যক্তিরা চিকিৎসা করতে এসেছেন পশ্চিমবঙ্গের কোনও চিকিৎসালয়ে কারণ ভিডিওর প্রেক্ষাপটে পশ্চিমবঙ্গ সরকারের বিজ্ঞপ্তির বোর্ড দৃশ্যমান। কয়েকজন মানুষ এই ব্যক্তিদের বাংলাদেশী হওয়ার পরিচয়কে ঘিরে এক বচসা তৈরী করেন এবং তাদের চিকিৎসায় বাধা দেওয়ার চেষ্টাও করেন।

ভিডিওটি শেয়ার করে একজন ব্যবহারকারী লেখেন,"খেলাধুলা হারজিৎ থাকে, যে যাকে ইচ্ছা সাপোর্ট করবে, ভারত অস্ট্রেলিয়া খেলা কে কেন্দ্র করে, একজন বাংলাদেশী রুগী ৪০ দিন হাসপাতালে র,বাহিরে পড়ে আছে, ভর্তি নিচ্ছে না সুদু বাংলাদেশী বলে ঐ যে, ভারত অস্ট্রেলিয়া খেলা কে কেন্দ্র করে, ভারতের কিছু লোক জন এই বাংলাদেশী কে হেনস্থা করে।"

ভিডিওতে বাংলাদেশের ক্রিকেট ভক্তদের কথা বলা হয় যারা ভারতের বিশ্বকাপ ফাইনালে হারের পর উচ্ছসিত হয়ে ওঠে এবং সোশ্যাল মিডিয়ায় ভারতের ক্রিকেট দলকে 'ট্রোল' করে। 


এই ভিডিও এখানে দেখা যাবে। এই ভিডিওর আর্কাইভ দেখা যাবে এখানে। 

তথ্য যাচাই

বুম এই ধরণের আরও কিছু ভিডিও দেখতে ফেসবুকে একটি কিওয়ার্ড সার্চ করে এবং প্রথমেই লক্ষ্য করে উপস্থিত ভিডিওতে একটি বিজ্ঞপ্তি দেখা যায় যেখানে বলা হয় ভিডিওটি কেবলমাত্র বিনোদনের জন্য তৈরী করা এবং এটি বাস্তব কোনও ঘটনার নয়।

ভিডিওটি আপলোড করা হয় ৫ ডিসেম্বর ২০২৩ তারিখে যার ক্যাপশনে হিসেবে লেখা হয়,"বাঙালির সাথে ভারতীয়দের এ কেমন আচরন????" খুঁজে পাওয়া এই ভিডিওর অংশের সাথে মিল দেখা যায় সোশ্যাল মিডিয়ার পোস্টের। এই পোস্টেও অসংখ্য ব্যবহারকারীরা উত্তরে বলেন এটি এক কাল্পনিক ভিডিও এবং কোনও আসল দৃশ্য নয়।


এই ভিডিও এখানে দেখা যাবে। 

এরপর আমরা Action Drama নামক ফেসবুক চ্যানেলের একটি ভিডিও খুঁজে পাই যেখানে এই ভিডিওর একটি দীর্ঘ সংস্করণ উপস্থিত রয়েছে এবং এই ভিডিওতে বলা হয় ঘটনাটি কাল্পনিক এবং আসল দৃশ্য নয়। সম্পূর্ণ দেখার পর বোঝা যায় এটি সামাজিক শিক্ষার একটি ভিডিও। এই ফেসবুক পেজের প্রোফাইল পরিচয় থেকে আমরা বুঝতে পারি এই পেজটি বিনোদনের জন্য যারা এই ধরণের নাটকীয় ভিডিও পোস্ট করে থাকেন।  

Full View

এই ভিডিও এখানে দেখা যাবে। 

আমরা লক্ষ্য করি অন্যান্য বিনোদন সংক্রান্ত ফেসবুক পেজ Comedy Processing Unit-এও এই ভিডিও আপলোড করা হয় এবছরের ৪ ডিসেম্বর তারিখে। পেজটির প্রোফাইলে তারা কেবলমাত্র বিনোদন সংক্রান্ত ভিডিও প্রকাশিত করে বলেও উল্লেখ করা হয়।



Tags:

Related Stories