সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এবিপি আনন্দের (ABP Ananda) একটি ভুয়ো গ্রাফিকে দাবি করা হয়েছে ভারতীয় জনতা পার্টির (BJP) নতুন রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যকে (Shamik Bhattacharya) নিয়ে অসন্তুষ্ট রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ (RSS) কারণ তিনি নিষিদ্ধপল্লীতে যাতায়াত করেন।
বুম দেখে এবিপি আনন্দ এই ধরণের দাবি করে কোনও গ্রাফিক প্রকাশ করেনি। এছাড়াও, এবিপি আনন্দের তরফ থেকে প্রকাশিত একটি প্রতিবেদনে ভাইরাল দাবিটি ভুয়ো বলে খণ্ডন করা হয়।
ভাইরাল দাবি
গত ২ জুলাই, শমীক ভট্টাচার্য পশ্চিমবঙ্গ বিজেপির রাজ্য সভাপতি হিসাবে নির্বাচিত হওয়ার পরপরই এবিপি গ্রাফিকটি ছড়িয়ে পড়ে। এবিপি আনন্দের লোগো ও শমীক ভট্টাচার্যের ছবি সহ গ্রাফিকে লেখা হয়, "সমীকে গররাজি সঙ্ঘ নিষিদ্ধপল্লীতে সমীকের রোজের যাতায়াত"। এক ব্যবহারকারী গ্রাফিকটি শেয়ার করে ক্যাপশনে লেখেন, "বিজেপির রাজ্য সভাপতি শমীক বাবু তুমি এগিয়ে চলো,, ও পাড়ার সবাই তোমার সাথে আছে গেরুয়া নমন কারইয়াকরতা।"
অনুসন্ধানে আমরা কী পেলাম
১. এবিপি আনন্দের ওয়েবসাইট বা সমাজমাধ্যমে গ্রাফিকটি নেই
বুম দেখে ভাইরাল গ্রাফিকটি এবিপি আনন্দের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া পেজে প্রকাশিত গ্রাফিকের মতো দেখতে। এর থেকে ইঙ্গিত নিয়ে আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে তাদের পেজগুলিতে অনুসন্ধান করি, কিন্তু ভাইরাল গ্রাফিকটি পাইনি। অনুসন্ধানে আমরা দেখি তাদের ওয়েবসাইটেও এমন কোনও খবর প্রকাশিত হয়নি। এছাড়াও, বুম লক্ষ্য করে এবিপি আনন্দ তাদের প্রকাশিত অন্যান্য গ্রাফিক এবং প্রতিবেদনে "শমীক" বানানটি ব্যবহার করেছে; অথচ, ভাইরাল গ্রাফিকে 'সমীক' লেখা ছিল।
২. ভাইরাল গ্রাফিক ভুয়ো: এবিপি আনন্দ
আমরা গুগলে কিওয়ার্ড সার্চের মাধ্যমে ২০২৫ সালের ২ জুলাই এবিপি আনন্দের প্রকাশিত একটি প্রতিবেদন পাই। প্রতিবেদনে স্পষ্ট করে এবিপি আনন্দের তরফ থেকে জানানো হয়েছে তাদের সোশ্যাল মিডিয়া গ্রাফিককে বিকৃত করে ভাইরাল গ্রাফিকটি বানানো। তারা জানিয়েছে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে বানানো এই গ্রাফিকের সঙ্গে তাদের কোনও সম্পর্ক নেই এবং তারা এই ধরণের কোনও খবর প্রকাশ করেনি। প্রতিবেদনটি দেখুন এখানে।