Explore

HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
MethodologyNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফ্যাক্ট চেকNo Image is Available
বিশ্লেষণNo Image is Available
ফাস্ট চেকNo Image is Available
আইনNo Image is Available

Explore

HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
MethodologyNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফ্যাক্ট চেকNo Image is Available
বিশ্লেষণNo Image is Available
ফাস্ট চেকNo Image is Available
আইনNo Image is Available
ফ্যাক্ট চেক

বিসিসিআই লোগো সহ ফুটবল তারকা লিওনেল মেসির জার্সির ছবি সম্পাদিত

বুম যাচাই করে দেখে লিওনেল মেসির জার্সিতে এমপিএল এবং বিসিসিআই-এর লোগো সম্পাদিত করে বসানো হয়েছে।

By - Sista Mukherjee | 16 Jan 2023 5:35 PM IST

ভারতীয় ক্রিকেটের নিয়ামক সংস্থা বিসিসিআই (BCCI) এবং এমপিএল এর লোগো যুক্ত জার্সি পরা ফুটবল তারকা লিওনেল মেসির (Lionel Messi) একটি সম্পাদিত ছবি (edited image) সোশাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে। ছবিটা সোশাল মিডিয়ায় ব্যঙ্গ করে শেয়ার করা হচ্ছে।

বুম যাচাই করে দেখে লিওনেল মেসির মূল ছবিতে অনলাইন শিক্ষা সংস্থা বাইজুস (Byju’s)-এর লোগো রয়েছে। ওই ছবিতেই বিসিসিআই (BCCI) এবং এমপিএল এর লোগো জোড়া হয়েছে। 

৪ নভেম্বর, ২০২২ শিক্ষা প্রযুক্তি সংস্থা বাইজুস ফুটবল তারকা লিওনেল মেসিকে তাদের গ্লোবাল ব্র্যান্ড অ্যাম্বাসেডর বলে ঘোষণা করে। ১১ জানুয়ারি মেসি সোশাল মিডিয়ার মাধ্যমে ইনস্টাগ্রামে একটি পোস্টের মাধ্যমে খবরটি ঘোষণা করলে এই পরিপ্রেক্ষিতেই ছবিটি সোশাল মিডিয়া শেয়ার করা হচ্ছে।

ছবিটিতে দেখা যাচ্ছে ফুটবলের মেসি হাতজোড়ো করে রয়েছেন এবং পরনে রয়েছে বাইজুস, ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই এবং অনলাইন গেমিং সংস্থা এমপিএল এর লোগো যুক্ত সাদা জার্সি।

ছবিটি ফেসবুকে শেয়ার করে ক্যাপশনে লেখা হচ্ছে, "প্রথমে ভেবেছিলাম ইন্ডিয়ার টেস্ট টিমে জায়গা পেয়েছে 🥲।"

পোস্টটি দেখতে ক্লিক করুন এখানে

ছবিটি একই ক্যাপশনসহ ফেসবুকে ভাইরাল হয়েছে:

Full View

আরও পড়ুন: সম্পাদিত ভিডিও ছড়িয়ে অমিত মালব্যের দাবি রাহুল গাঁধীর পাগড়ি পরতে অনীহা রাহুল গাঁধীকে

তথ্য যাচাই

বুম রিভার্স ইমেজ সার্চ করে দেখতে পায় বিভিন্ন সংবাদমাধ্যমের প্রকাশিত প্রতিবেদনে মেসির হাত জোড় করা ছবিটি প্রকাশ করা হয়েছে। আমরা দেখতে পাই প্রতিবেদনে প্রকাশিত ছবিতে মেসির পরনে থাকা জার্সিতে বিসিসিআই এবং এমপিএল এর লোগো নেই।

হিন্দুস্তান টাইমস-এ ১১ জানুয়ারি ২০২৩ প্রকাশিত প্রতিবেদনের ছবির ক্যাপশনে লেখা রয়েছে, "এডুকেশন ফর অল এর গ্লোবাল ব্র্যান্ড অ্যাম্বাসেডর লিওনেল মেসি (লিওনেল মেসি ইনস্টাগ্রামে ছবিটি পোস্ট করেছেন)।

বুম এই সূত্র ধরে ফুটবলার মেসির ইনস্টাগ্রাম প্রোফাইল যাচাই করলে ছবিটি খুঁজে পাই। ইনস্টাগ্রামে পোস্ট করা আসল ছবিটিতে দেখা যায় মেসির পরনে থাকা জার্সিতে শুধু মাত্র বাইজুসের লোগো রয়েছে। মেসি ছবিটি পোস্ট করে তার ক্যাপশনে লিখেছেন, "শিশুরা আমাদের ভবিষ্যৎ। প্রতিটি শিশু, তারা যেখানেই বাস করুক বা যেখানেই জন্মগ্রহণ করুক না কেন, প্রত্যেকে একটি ন্যায্য সুযোগের দাবি রাখে। প্রত্যেকের শেখার এবং বেড়ে ওঠার সমান সুযোগ পাওয়া উচিত। @byjus_app এবং তাদের বিশ্ব-পরিবর্তনকারী উদ্যোগ #EducationForAll অনুন্নত সম্প্রদায়ের শিশুদের বিশ্ব-মানের শিক্ষার সুযোগ দিয়ে সাহায্য করছে। আমি বিশ্বাস করি এই সাধারণ উদ্যোগ বিশ্বকে পরিবর্তন করার ক্ষমতা রাখে। একজন ছাত্র এক সময়ে। #BYJUS #Educationforall" (অনুদিত)

নিচে আসল ও সম্পাদিত ছবির তুলনা দেওয়া হল।

আরও পড়ুন: ২০১৯ সালে দীপিকা পাড়ুকোনের কান-এর ছবি 'পাঠান' বিতর্কের সঙ্গে জোড়া হল

Tags:

Related Stories