Explore

HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
MethodologyNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফ্যাক্ট চেকNo Image is Available
বিশ্লেষণNo Image is Available
ফাস্ট চেকNo Image is Available
আইনNo Image is Available

Explore

HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
MethodologyNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফ্যাক্ট চেকNo Image is Available
বিশ্লেষণNo Image is Available
ফাস্ট চেকNo Image is Available
আইনNo Image is Available
ফ্যাক্ট চেক

পরমহংস যোগানন্দের ভিডিও নিউ ইয়র্কে স্বামী বিবেকানন্দের বলে ছড়াল

বুম যাচাই করে দেখে ভিডিও স্বামী বিবেকানন্দের নয়। ১৯২৩ সালে নিউ ইয়র্কে হিন্দু সন্ন্যাসী ও গুরু পরমহংস যোগানন্দের সফর।

By - Sk Badiruddin | 17 April 2023 5:26 PM IST

একটি ভিডিওতে হিন্দু সন্ন্যাসী ও যোগী পরমহংস যোগানন্দকে (Paramahansa Yogananda) নিউ ইয়র্কের (New York) রাস্তায় তাঁর শিষ্যদের সঙ্গে হেঁটে যেতে দেখা যাচ্ছে। সেই ভিডিও এখন এই মিথ্যে দাবি সমেত শেয়ার করা হচ্ছে যে, বিরল ভিডিওটিতে মার্কিন যুক্তরাষ্ট্র সফররত স্বামী বিবেকানন্দকে (Swami Vivekananda) দেখা যাচ্ছে।

ভিডিওটিতে ১৯২৩ সালে নিউ ইয়র্কে সফরের সময়, হিন্দু সন্ন্যাসী পরমহংস যোগানন্দকে তাঁর শিষ্যদের সঙ্গে ওই শহরের পেরশিং স্কয়ারে হাঁটতে দেখা যাচ্ছে।

ভিডিওটি ইংরেজি, তেলুগু ও তামিল ভাষায় লেখা ক্যাপশন সমেত শেয়ার করা হচ্ছে। তেমনই একটি ক্যাপশনে লেখা হয়েছে, “বিস্ময়কর কিন্তু সত্যি। সঠিক ভাবে বিবেকানন্দকে আমরা কখনওই দেখতে পাইনি। এখন আমরা বিবেকানন্দকে দেখতে পাচ্ছি। খুবই বিরল। মার্কিন যুক্তরাষ্ট্রে স্বামী বিবেকানন্দের ভিডিও।”

ভিডিওটি দেখুন এখানে




একই দাবি সমেত অন্যান্য ব্যবহারকারীরাও ভিডিওটি ফেসবুকে শেয়ার করেছেন

ভিডিওটি বুমের টিপলাইনেও (+৯১ ৭৭০০৯০৬৫৮৮) আসে যাচাইয়ের জন্য।





তথ্য যাচাই

ভিডিওটির প্রধান ফ্রেমগুলি নিয়ে বুম রিভার্স ইমেজ সার্চ করে। তার ফলে, 'আনন্দ ওয়ার্ল্ডওয়াইড' প্রকাশিত দু’টি ফেসবুক রিল আমরা দেখতে পাই।

রিলগুলি দেখুন এখানে ও এখানে



রিলের ক্যাপশনে বলা হয়, ১৯২৩ সালে নিউ ইয়র্ক সফর করার সময় স্বামী যোগানন্দ’র ওই ফুটেজ তোলা হয়। দু’টি ক্যাপশনেই আনন্দ.ওআরজি সাইটটির লিঙ্ক শেয়ার করা হয়।

ওই সাইটে গেলে, আমরা ইউটিউবে ওই ভিডিওর একটি দীর্ঘ সংস্করণ দেখতে পাই। সেটি ওই সাইটের একটি লেখার সঙ্গে দেওয়া ছিল।

ভিডিওটির আসল শিরোনাম ছিল, ‘নিউ ইয়র্ক সফরে যোগানন্দ’ (মূল ইংরেজিতে: Yogananada visits New York)। আনন্দ সংঘ ওয়ার্ল্ডওয়াইড সেটি ১৬ জুলাই, ২০২০-তে ইউটিউব-এ আপলোড করে।

ওই ভিডিওর ৩২ সেকেন্ড সময়ে, ভাইরাল ভিডিওটির দৃশ্যগুলি দেখতে পাওয়া যায়।


Full View


ওইসাইটে দেওয়া ভিডিওটির বিবরণে বলা হয়, “১৯২৩ সালে স্বামী যোগানন্দ’র নিউ ইয়র্ক সফরের আসল ভিডিও (সাইথ ক্যারোলাইনা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যৌথ উদ্যোগে) আমরা আপনাদের উপহার দিতে পেরে আনন্দ বোধ করছি।”

ওই লেখায় আরও বলা হয় যে, ফিল গোল্ডবার্গের লেখা স্বামী যোগানন্দের প্রশংসিত জীবনী, ‘দ্য লাইফ অফ যোগানন্দ: দ্য স্টোরি অফ দ্য য়োগী হু বিকেম দ্য ফার্স্ট মডার্ন গুরু, পৃষ্ঠা ১১৭-১১৮ তে”,  ওই ঘটনার উল্লেথ করেন।

কি-ওয়ার্ড দিয়ে গুগুলে সার্চ করায়, আমরা ভিডিওটি সাউথ ক্যারোলাইনা বিশ্ববিদ্যালয়ের ডিজিটাল সংগ্রহে দেখতে পাই। ৩৪ সেকেন্ডের পর থেকে আমরা যোগানন্দ’র একই ছবি দেখতে পাই।

সেটির বিবরণে বল হয়, “স্বামীজি ও তাঁর অনুগামীরা নিউ ইয়র্কের পেরশিং স্কয়ারে হাঁটছেন, সম্ভবত ১৯২৩-এ তাঁর সফর কালে”।



পরমহংস যোগানন্দ, ১৮৫৩ সালের ৫ জানুয়ারি, গোরক্ষপুরে মুকুন্দ লাল ঘোষ হিসেবে জন্মগ্রহণ করেন। ১৯২০ সালে তিনি পশ্চিমা বিশ্বে যোগ ‍ও ধ্যান সম্পর্কে অবহিত করেন ।

নীচে স্বামী যোগানন্দ ও স্বামী বিবেকানন্দ’র ছবি তুলনা করা হয়েছে। স্বামী বিবেকানন্দ নরেন্দ্রনাথ দত্ত হিসেবে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন একজন হিন্দু দার্শনিক, লেখক ও রামকৃষ্ণ পরমহংসের প্রধান শিষ্য। ১৮৯৩ সালে শিকাগোয় আয়োজিত পার্লামেন্ট অফ রিলিজিয়নস-এ তাঁর বিখ্যাত ভাষণ ও হিন্দু ধর্মের সঙ্গে পশ্চিমের পরিচয় করিয়ে দেওয়ার জন্য তিনি খ্যাতি লাভ করেন।





Tags:

Related Stories