সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় অমৃত ভারত এক্সপ্রেসের (Amrit Bharat Express) পশ্চিমবাংলা সংক্রান্ত একটি নতুন রুট নিয়ে বিভ্রান্তিকর দাবি ছড়াতে দেখা যায়। একটি বেঙ্গালুরু-মালদহ (Bengaluru-Malda) রুটের সময়সূচি (Timetable) পোস্ট করে বলা হয় এটি নতুন অমৃত ভারত এক্সপ্রেসের।
কিন্তু, বুম যাচাই করে দেখে এই তথ্যটি ভুয়ো এবং ভারতীয় রেলের তরফে এমন কোনও তথ্য প্রকাশিত করা হয়নি। আমরা কথা বলি রেলের জনসংযোগ বিভাগের আধিকারিকদের সাথে যারা নিশ্চিত করেন এই দাবি বিভ্রান্তিকর।
বন্দে ভারত এক্সপ্রেসের পর ভারতে এবার শীঘ্রই শুরু হবে অমৃত ভারত এক্সপ্রেস নামক দূরপাল্লার ট্রেন যেটি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ৩০ ডিসেম্বর ২০২৩ তারিখে। এই ট্রেনের এর আগে নামকরণ করা হয়েছিল বন্দে সাধারণ যেটি একটি 'পুশ-পুল' প্রযুক্তির ট্রেন যার শীর্ষ গতিবেগ সম্ভবত ১৩০ কিলোমিটার প্রতি ঘন্টা। এই ট্রেনই এখন জানা যাবে 'অমৃত ভারত এক্সপ্রেস' হিসেবে এবং এর বেশ কিছু ট্রেন শীততাপ নিয়ন্ত্রিতও থাকবে।
এবার এই অমৃত ভারত ট্রেনেই একটি সময়সূচির ছবি দেখা যায় সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে ভাইরাল হতে।
একটি ফেসবুক পেজ এই সময়সূচি পোস্ট করে ক্যাপশন হিসেবে লেখেন,"#Malda #Bangaluru নতুন ট্রেন। রামপুরহাট দাড়াবে। #amritbharatexpress"।
এই পোস্টের লিংক এখানে দেখা যাবে।
এই পোস্টের একটি আর্কাইভ এখানে দেখা যাবে।
তথ্য যাচাই
বুম প্রথমেই পূর্ব রেলের সদর দপ্তরের একটি ফেসবুক পোস্ট খুঁজে পায় যেখানে তারা এই সময়সূচির একটি ছবি সহ জানায় এটি বিভ্রান্তিকর।
এই পোস্টের লিংক এখানে দেখা যাবে।
এরপর কথা বলি পূর্ব রেলের জনসংযোগ বিভাগের আধিকারিক তড়িৎ রায়চৌধুরীর সাথে যিনি বুমকে বলেন,"এটি একটি বিভ্রান্তিকর সময়সূচি। যে 'পুশ-পুল' প্রযুক্তির অমৃত ভারত এক্সপ্রেস শীঘ্রই শুরু হবে ভারতে কিন্তু এই সময়সূচি বিভ্রান্তিকর। এমন কোনও তথ্য এলে জানানো হবে কিন্তু এই মুহূর্তে এমন কোনও তথ্য আমরা পাইনি।"
পূর্ব রেলের তরফে এই একই বিষয় তাদের এক্স (প্রাক্তন টুইটার) প্রোফাইলেও একটি পোস্টের মাধ্যমে জানানো হয়।
এই টুইট দেখতে এখানে ক্লিক করুন।
যেহেতু এই রুটে বেঙ্গালুরুর উল্লেখ দেখা যায়, আমরা কথা বলি দক্ষিণ পশ্চিম রেলের জনসংযোগ বিভাগের অধিকারীদের সাথে যারা আমাদের বলেন এখনও অব্দি এই সংক্রান্ত কোনও তথ্য তাদের কাছে আসেনি। তাদের তরফে অনুশা বুমকে বলেন,"অমৃত ভারত এক্সপ্রেস চলাচল নিয়ে কোনও তথ্য এখনও আসেনি এবং এই মুহূর্তে বন্দে ভারত এক্সপ্রেসের ট্রেন চলাচলের কিছু নতুন রুটগুলি নিয়েই দক্ষিণ পশ্চিম রেল এই মুহূর্তে কাজ করছে।"