উত্তরপ্রদেশের অযোধ্যায় তৈরি হওয়া রাম মন্দিরের (Ayodhya Ram Mandir in Uttar Pradesh) দৃশ্য দাবি করে সম্প্রতি দুটি ভিডিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়।
বুম যাচাই করে দেখে ভিডিওগুলিতে উত্তরপ্রদেশের অযোধ্যায় উদ্বোধন হতে চলা রাম মন্দিরের দৃশ্য দেখতে পাওয়া যায় না। ওই ভিডিওগুলিতে আদতে হায়দরাবাদে অবস্থিত রামোজি ফিল্ম সিটিতে বানানো সেটের দৃশ্য দেখতে পাওয়া যায়।
২২ জানুয়ারী, ২০২৪ তারিখে উত্তরপ্রদেশের অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সংবাদমাধ্যমে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, প্রধানমন্ত্রী মোদী ছাড়াও ওই অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন চলচ্চিত্র জগতের বহু তারকা, খেলোয়াড় ও রাজনৈতিক নেতারা যাদের মধ্যে কিছু উল্লেখযোগ্য ব্যক্তিত্ব হিসেবে রয়েছে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, ক্রিকেটার বিরাট কোহলি, সচিন তেন্ডুলকর, শিল্পপতি গৌতম আদানি, মুকেশ আম্বানি, রতন টাটা-সহ অন্যান্যদের।
তারকাখচিত এই উদ্বোধনের আগেই রাম মন্দিরের ভিতরের দৃশ্য দাবি করে ভাইরাল হয় এই ভিডিওগুলি।
একজন ফেসবুক ব্যবহারকারী একটি ভিডিও পোস্ট করে লেখেন,"রাম মন্দিরের দিব্য দর্শন"।
পোস্টটির আর্কাইভ এখানে দেখা যাবে।
এই ধরণের আরেকটি ভিডিও পোস্ট করে একই দাবিসহ পোস্ট করে ক্যাপশন হিসেবে লেখা হয়,"রাম মন্দির দর্শন"।
পোস্টটির আর্কাইভ দেখা যাবে এখানে।
ভাইরাল ওই দুই ভিডিওতেই রাজদরবারের অনুরূপ এক দৃশ্য দেখতে পাওয়া যায়।
তথ্য যাচাই
বুম প্রথমে একটি ভিডিওতে থাকা দৃশ্যগুলির রিভার্স ইমেজ সার্চ করে picxy.com নামক ওয়েবসাইটে এক ছবি খুঁজে পায় যার সাথে ভাইরাল সেই ভিডিওতে থাকা এক দৃশ্যের মিল খুঁজে পাওয়া যায়।
ছবিটির ক্যাপশন হিসেবে সেখানে ইংরেজিতে লেখা হয়,"হায়দরাবাদের রামোজি ফিল্ম সিটির মহাভারতের সেট"।
আমরা ওই রিভার্স সার্চের মাধ্যমে একজন ভ্রমণ ব্লগারের ইনস্টাগ্রাম পোস্টও খুঁজে পাই যেখানে তিনি রামোজি ফিল্ম সিটিকে উল্লেখ করে অনুরূপ কয়েকটি ছবি পোস্ট করে লেখেন,"প্রথম গন্তব্য হবে মহাভারত সেটটি"। এই পোস্টে থাকা ছবিগুলির সাথে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে থাকা রাজদরবারের মিল লক্ষ্য করা যায়।
এই পোস্টের লিংক এখানে দেখা যাবে।
আরেকটি ভিডিওতে থাকা দৃশ্যের একটি ফ্রেমকে রিভার্স সার্চ করে আমরা একটি প্রতিবেদন খুঁজে পাই যেখানে এই রাজদরবারের সেটের ছবির উপস্থিতি দেখা যায়। ওই প্রতিবেদনের ক্যাপশনে সেটটি এক জনপ্রিয় তেলুগু সিরিজ শ্রী ভগবতমের বলে উল্লেখ করা হয়।
প্রতিবেদনটি পড়তে ক্লিক করুন এখানে।
এই সূত্র ধরে এক সম্পর্কিত কিওয়ার্ড সার্চ করায় আমরা রামোজি ফিল্ম সিটির ইউটিউব চ্যানেলে প্রকাশিত এক ভিডিও খুঁজে পাই যার শিরোনাম হিসেবে লেখা হয়,"রামোজি ফিল্ম সিটিতে পৌরাণিক ভগবতমের সেট"। ২০১৯ সালের ২৪ জুন পোস্ট করা এই ভিডিওর সাথে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া দৃশ্যগুলির মিল দেখতে পাওয়া যায়।
এই ভিডিওর লিংক এখানে দেখা যাবে।
প্রসঙ্গতঃ, ১০ ডিসেম্বর প্রকাশিত এবিপি লাইভের এক প্রতিবেদনে অযোধ্যায় তৈরি হওয়া রামমন্দিরের কিছু ছবি প্রকাশিত হয়। ওই ছবিগুলির মধ্যে রামমূর্তিটি যেখানে স্থাপন করা হবে সেই জায়গার দৃশ্যও দেখান হয়।