সারা শহরে আগুন লেগে গেছে, আকাশে পাক খেয়ে উঠছে ধোঁয়ার কুণ্ডলী, গগনচুম্বী সব বাড়িকে গ্রাস করেছে আগুনের লেলিহান শিখা - সম্প্রতি এমনই এক ভিডিও আমেরিকার (United States of America) বর্তমান অবস্থা দাবি করে ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে।
বর্তমানে ইতিহাসের অন্যতম ভয়াবহ দাবানলের মুখোমুখি মার্কিন যুক্তরাষ্ট্র। লস অ্যাঞ্জেলেসের বিধ্বংসী সেই দাবানল থেকে প্রাণ বাঁচিয়ে নিরাপদ আশ্রয়ের সন্ধানে ইতিমধ্যেই ঘরছাড়া কয়েক লাখ মানুষ। ইউএসএ টুডের সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী, আগুন থামাতে হিমশিম খাওয়া অগ্নিনির্বাপণকর্মীরা এখন চিন্তিত শক্তিশালী হাওয়ার প্রত্যাবর্তন নিয়ে। হাওয়া বাড়লে দাবানল আবার ছড়াতে পারে বলে আশঙ্কার প্রহর গুনছেন তারা।
তবে বুম যাচাই করে দেখে, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এই ভিডিওতে আমেরিকার লস অ্যাঞ্জেলেসের কোনও বাস্তব চিত্র ধরা পড়ে না। হাইভ মডারেশন টুলের মাধ্যমে আমরা পরীক্ষা করে নিশ্চিত হই, ভিডিওটি AI তথা কৃত্তিম বুদ্ধিমত্তা প্রয়োগে তৈরি করা হয়েছে।
এক ফেসবুক ব্যবহারকারী ৩১ সেকেন্ড দৈর্ঘ্যের সেই ভিডিও পোস্ট করে লেখেন, "আমেরিকার বর্তমান অবস্থা। লস অ্যাঞ্জেলেস ক্যালিফোর্নিয়া।"
পোস্টটি দেখতে ক্লিক করুন এখানে ও তার আর্কাইভ দেখতে এখানে।
তথ্য যাচাই
বুম ভিডিওটির সত্যতা যাচাই করতে তাকে ভালো করে পর্যবেক্ষণ করার সময় লক্ষ্য করে তাতে প্রায় ১০ সেকেন্ডের একই দৃশ্যের তিনবার পুনরাবৃত্তি করা হয়েছে।
এছাড়াও আমরা ওই ভিডিওতে এক উল্লেখযোগ্য বৈসাদৃশ্য লক্ষ্য করি যা আসল কোনও ভিডিওতে উপস্থিত থাকবে না।
আমরা দেখি, ভিডিওর যে অংশে শহরের মধ্যে দিয়ে গাড়ি চলাচলের দৃশ্য দেখতে পাওয়া যায়, সেখানে এক গাড়ি চলতে চলতে হঠাৎ দুমড়ে-মুচড়ে যাচ্ছে। নিচে ভিডিওতে থাকা সেই অংশ দেখান হল।
এই ধরণের বৈসাদৃশ্য মূলতঃ ধরা পড়ে AI এর প্রয়োগে কৃত্তিম ভাবে তৈরি করা ভিডিওগুলিতে। এর থেকে সন্দেহ হওয়ায়, ভিডিওটির ১০ সেকেন্ড অংশকে কেটে আমরা কৃত্তিম বুদ্ধিমত্তা যাচাইকারী তুলে হাইভ মডারেশনে পরীক্ষা করি। হাইভ মডারেশনে ভিডিওটি ৯৯ শতাংশ AI এর প্রয়োগে তৈরির সম্ভাবনা বলে উল্লেখ করা হয়।
তবে, ভিডিওটির সাথে থাকা শব্দ কৃত্তিম বুদ্ধিমত্তার প্রয়োগে তৈরির সম্ভাবনা নেই বলেই জানায় হাইভ মডারেশন থেকে প্রাপ্ত সেই ফলাফল।