সাম্প্রতিক আমেরিকার ভয়াবহ দাবানলে পুড়ে গেছে বিশ্বের অন্যতম স্থাপত্য 'স্ট্যাচু অফ লিবার্টি' (Statue Of Liberty) দাবিতে সম্প্রতি এক ছবি ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে।
বুম যাচাই করে দেখে, আসল কোনও দৃশ্য ভাইরাল ছবিতে দেখতে পাওয়া যায় না। হাইভ মডারেশন টুলের মাধ্যমে আমরা ছবিটি পরীক্ষা করে নিশ্চিত হই, কৃত্তিম বুদ্ধিমত্তার প্রয়োগ করে ছবিটিকে তৈরি করা হয়েছে।
এবছরের জানুয়ারির প্রথমভাগ থেকেই ভয়াবহ দাবানলের কবলে আমেরিকা। বিধ্বংসী সেই আগুনের গ্রাস ইতিমধ্যেই গিলে খেয়েছে বহু ঘরবাড়ি, প্রাণ বাঁচাতে জিনিসপত্র ফেলে রেখেই ঘরছাড়া হয়েছেন বহু মানুষ। আমেরিকার লস অ্যাঞ্জেলেসে হওয়া সেই দাবানলের সাথে জুড়েই সম্প্রতি দাবি করা হয় আগুনের সেই গ্রাস থেকে রক্ষা পায়নি ১৮৮৬ সালে উন্মোচন হওয়া স্থাপত্য তথা আমেরিকার স্বাধীনতার প্রতীক 'স্ট্যাচু অফ লিবার্টি'ও।
ছবিটি পোস্ট করে একজন ফেসবুক ব্যবহারকারী লেখেন, "দাবানলের আগুনে পুরছে। " Statue Of Liberty " স্ট্যাচু অব লিবার্টি যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের লিবার্টি আইল্যান্ডে হাডসন নদীর তীরে অবস্থিত একটি সুবিশাল মূর্তি।"
পোস্টটি দেখতে ক্লিক করুন এখানে।
অন্য এক ব্যবহারকারী এই একই ছবি পোস্ট করে লেখেন, "স্ট্যাচু অব লিবার্টি এ গ্রেট লাই তাই আল্লাহ্ পুড়িয়ে করছেন ছাই। ----- নাজমুল।"
পোস্টটি দেখতে ক্লিক করুন এখানে।
তথ্য যাচাই
বুম প্রথমে সম্পর্কিত কীওয়ার্ড সার্চ করে কোনও বিশ্বাসযোগ্য প্রতিবেদনে সাম্প্রতিক দাবানলের কারণে আমেরিকার 'স্ট্যাচু অফ লিবার্টি'তে আগুন লেগে যাওয়ার খবর বা তার কোনও ছবি খুঁজে পায়নি।
লস অ্যাঞ্জেলেস টাইমসের সাম্প্রতিক এক প্রতিবেদনে বলা হয়, এবছরের ১৯ জানুয়ারি অবধি পাওয়া তথ্য অনুযায়ী ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসের প্যালিসাডেসে হওয়া সেই অগ্নিকান্ডে পুড়ে গিয়েছে ২৩,৭১৩ একর এলাকা।
অতঃপর, আমরা গুগল ম্যাপসে লস অ্যাঞ্জেলেস থেকে আমেরিকার নিউ ইয়র্কে অবস্থিত 'স্ট্যাচু অফ লিবার্টি'র ভৌগোলিক দূরত্ব দেখার চেষ্টা করি। দেখা যায়, ওই দুই স্থানের মধ্যে নূন্যতম দূরত্ব ২,৭৭৩ মাইলের।
এছাড়াও আমরা ভাইরাল ছবির সাথে আসল স্ট্যাচু অফ লিবার্টির ছবির তুলনা করে তার মাথার অংশে কিছু উল্লেখযোগ্য পার্থক্য দেখতে পাই। নিচে সেই তুলনা দেখতে পাওয়া যাবে।
এর থেকে সন্দেহ হওয়ায়, আমরা ছবিটিকে AI শনাক্তকারী টুল হাইভ মডারেশনে পরীক্ষা করি। ওই পরীক্ষা থেকে প্রাপ্ত ফলাফলে জানা যায়, কৃত্তিম বুদ্ধিমত্তার প্রয়োগে ছবিটি তৈরি হওয়ার সম্ভাবনা ৯৯.৯ শতাংশ।