সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় বরফে ঢাকা এক উপত্যকার মধ্যে দিয়ে ট্রেন চলার তিনটি ছবি শেয়ার করে ভুয়ো দাবি করা হয়েছে ছবিগুলিতে তুষারাবৃত কাশ্মীরের (Kashmir) মধ্যে দিয়ে বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express) চলতে দেখা যাচ্ছে।
বুম দেখে ভাইরাল দাবি ভুয়ো। ছবিগুলি কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে তৈরি করা হয়েছে।
এক ফেসবুক ব্যবহারকারী ভাইরাল ছবি তিনটি শেয়ার করে ক্যাপশনে লেখেন, "বরফে ঢাকা কাশ্মীরে বন্দে ভারত, মনমুগ্ধকর দৃশ্য!"
পোস্টটি দেখুন এখানে, আর্কাইভ দেখুন এখানে।
তথ্য যাচাই
বুম দাবিটির সত্যতা যাচাই করতে প্রথমে গুগলে সম্পর্কিত কিওয়ার্ড সার্চ করে ডেকান হেরাল্ডের ৯ জানুয়ারি, ২০২৫ তারিখের একটি প্রতিবেদন দেখতে পায়। প্রতিবেদন অনুসারে, কাটরা থেকে শ্রীনগর অবধি বন্দে ভারত এক্সপ্রেসের পরিষেবা শীঘ্রই চালু হবে।
প্রতিবেদন থেকে আরও জানা যায়, এই ট্রেন কাশ্মীরের প্রচণ্ড ঠাণ্ডার সঙ্গে মোকাবিলা করতেও সক্ষম হবে। যাত্রীদের জন্য থাকবে উন্নত মানের তাপমাত্রা নিয়ন্ত্রণ করার যন্ত্র এবং চালকের সামনের কাচের তাপমাত্রা উষ্ণ থাকবে যার ফলে সেটি ঠাণ্ডায় আবছা হয়ে যাবে না।
এছাড়াও, আমরা দেখি কেন্দ্রীয় রেল মন্ত্রী অশ্বিনি বৈষ্ণব ১১ জানুয়ারি, ২০২৫ তারিখে একটি এক্স পোস্টে কাশ্মীরের জন্য বিশেষ ভাবে তৈরি বন্দে ভারত এক্সপ্রেসের একটি ভিডিও শেয়ার করেছেন।
আমরা দেখি রেল মন্ত্রীর শেয়ার করা ভিডিওর ট্রেন সাদা ও কমলা রঙের, ভাইরাল ছবির ট্রেনটির মতো সাদা ও নীল রঙের নয়।
এই রিপোর্টটি লেখার সময় অবধি কাশ্মীরে বন্দে ভারত এক্সপ্রেস চালু হয়নি।
এরপর, আমরা ছবিগুলির নীচে Grok AI-এর জলছাপ দেখতে পাই। ইলন মাস্কের এআই চ্যাটবট হল Grok AI। এই সুত্রধরে, আমরা ভাইরাল ছবিগুলিকে কৃত্রিম বুদ্ধিমত্তা যাচাইকারী ওয়েবসাইট হাইভ মডারেশনে পরীক্ষা করে দেখি ছবিগুলি কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে তৈরি।
প্রথম ছবি
নীচে হাইভ মডারেশনে পরীক্ষা করা প্রথম ছবির ফলাফল দেওয়া হল।
দ্বিতীয় ছবি
নীচে হাইভ মডারেশনে পরীক্ষা করা দ্বিতীয় ছবির ফলাফল দেওয়া হল।
তৃতীয় ছবি
নীচে হাইভ মডারেশনে পরীক্ষা করা তৃতীয় ছবির ফলাফল দেওয়া হল।