Explore

HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
MethodologyNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফ্যাক্ট চেকNo Image is Available
বিশ্লেষণNo Image is Available
ফাস্ট চেকNo Image is Available
আইনNo Image is Available

Explore

HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
MethodologyNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফ্যাক্ট চেকNo Image is Available
বিশ্লেষণNo Image is Available
ফাস্ট চেকNo Image is Available
আইনNo Image is Available
ফ্যাক্ট চেক

"ফ্রিডম মার্চের" ভিডিও বিভ্রান্তি সহ ছড়াল "ভারত জোড়ো যাত্রা" বলে

বুম দেখে ভিডিওটি "ভারত জোড়ো যাত্রা"র দৃশ্য নয়, ২০২২ সালের ১৫ অগস্ট স্বাধীনতা দিবসে কর্নাটক কংগ্রেসের "ফ্রিডম মার্চ"।

By - Towhidur Rahman | 19 Sep 2022 6:53 AM GMT

ভারতের স্বাধীনতার ৭৫ বছর উদযাপদন (Indepence Day) উপলক্ষ্যে কর্নাটকে (Karnataka) কংগ্রেস দল (Congress) আয়োজিত "ফ্রিডম মার্চের" (Freedom March) একটি ভিডিও সোশাল মিডিয়ায় শেয়ার করে বিভ্রান্তিকর দাবি করে বলা হচ্ছে ভিডিওটি "ভারত জোড়ো যাত্রার" (Bharat Jodo Yatra) তৃতীয় দিনের লোকসমাগম।

২০২২ সালের ৭ সেপ্টেম্বর তামিলনাড়ুর কন্যাকুমারী থেকে কংগ্রেস নেতা রাহুল গাঁধীর নেতৃত্বে কংগ্রেসের "ভারত জোড়ো যাত্রা" কর্মসূচি শুরু হয়। কংগ্রেস নেতারা সারা ভারত পরিভ্রমণ করে কাশ্মীরে এই যাত্রা শেষ করবেন। ভিডিওটি এই প্রেক্ষিতে সোশাল মিডিয়ায় ছড়ানো হচ্ছে।

১৭ সেকেন্ডের ভাইরাল ভিডিওতে ভারতীয় জাতীয় পতাকা ও বেলুন হাতে একদল মানুষকে রাস্তাজুড়ে হেঁটে যেতে দেখা যায়।

ভিডিওটি ফেসবুকে পোস্ট করে ক্যাপশন লিখা হয়েছে, "আজ 'ভারত জোড়ো যাত্রা'র তৃতীয় দিন...#BharatJodoYatra"


ভিডিওটি দেখুন এখানে। 

প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরীর অনুরাগী নামের ফেসবুক পেজ থেকেও ভিডিওটি একই দাবি সহ পোস্ট করা হয়।

Full View

আরও পড়ুন: পুলিশ আধিকারিকের ২০১৯ সালের ছবি ভুয়ো দাবিতে জুড়ল বিজেপির নবান্ন অভিযানের সঙ্গে

তথ্য যাচাই

বুম যাচাই করে দেখে ভিডিওটি "ভারত জোড়ো যাত্রা" কর্মসূচির তৃতীয় দিনের নয় বরং ২০২২ সালের ১৫ অগস্ট কর্নাটকে কংগ্রেসের স্বাধীনতার ৭৫ বছর উপলক্ষ্যে আয়োজিত "ফ্রিডম মার্চের" দৃশ্য।

বুম ভিডিওটির মূল ফ্রেম রিভার্স সার্চ করে নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস-এর বেঙ্গালুরুর চিত্র সাংবাদিক বিনোদ কুমার টি-এর ৪৯ সেকেন্ড-এর একটি টুইট খুঁজে পায়। ১৫ অগস্ট ২০২২-এর ওই টুুইটে তিনি লেখেন, "কংগ্রেসের স্বাদীনতা মার্চ সাঙ্গলি রায়না সার্কল থেকে ন্যাশনাল কলেজ বাসাভাঙুড়ি পর্যন্ত স্বাধীনতার ৭৫ বছর উদযাপন উপলক্ষ্যে।"

আমরা "ফ্রিডম মার্চ" কিওয়ার্ড সার্চ করে এনডিটিভিতে ১৫ অগস্ট ২০২২ প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাই। ওই প্রতিবেদন অনুযায়ী, কংগ্রেসের কর্নাটক ইউনিট ১৫ অগস্ট, ২০২২ রাজ্যের বিভিন্ন অংশ থেকে হাজার হাজার লোকের অংশগ্রহণে স্বাধীনতার ৭৫ বছর স্মরণে শহরে একটি মেগা "স্বাধীনতা মার্চ" বের করে। কর্নাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া সর্বভারতীয় কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক এবং কর্নাটকের কংগ্রেস ইনচার্জ রণদীপ সিংহ সুরজেওয়ালা, দলের রাজ্য প্রধান ডি কে শিবকুমার, তাঁর ভাই ও সাংসদ ডি কে সুরেশ এবং প্রাক্তন রাজ্য ইউনিট সভাপতি দিনেশ গুন্ডু রাও সহ দলের বরিষ্ঠ নেতারা মিছিলের নেতৃত্ব দেন।


এছাড়াও ইন্ডিয়া টুডের ইউটিউব চ্যানেলে "স্বাধীনতা দিবস ২০২২: প্রায় ৭০,০০০ জন লোক কর্ণাটক কংগ্রেসের স্বাধীনতা মার্চে যোগদানের প্রত্যাশিত" ইংরেজি শিরনামে একটি লাইভ ভিডিও আপলোড করা হয়। সেখানেও মিছিলের একই দৃশ্য দেখা যায়।

Full View

(মূল শিরোনাম ইংরেজিতে: Independence Day 2022: Nearly 70,000 People Expected To Join Karnataka Congress' Freedom March)

ওই দিন "ফ্রিডম মার্চ" নিয়ে হিন্দুস্থান টাইমস, দ্য হিন্দুনিউজ১৮ প্রতিবেদন প্রকাশ করে।

আরও পড়ুন: নিউজ ১৮, এই সময় ছড়াল পাকিস্তান বন্যায় অনিল কাপুরের অর্থদানের ভুয়ো খবর

Related Stories