Explore

HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
MethodologyNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফ্যাক্ট চেকNo Image is Available
বিশ্লেষণNo Image is Available
ফাস্ট চেকNo Image is Available
আইনNo Image is Available

Explore

HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
MethodologyNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফ্যাক্ট চেকNo Image is Available
বিশ্লেষণNo Image is Available
ফাস্ট চেকNo Image is Available
আইনNo Image is Available
ফ্যাক্ট চেক

জার্মানিতে হাঙ্গামার পুরনো ভিডিও ফিফা বিশ্বকাপে অগ্নিকাণ্ড বলে ছড়াল

বুম যাচাই করে দেখে ভাইরাল ভিডিওটি হামবুর্গ স্টেডিয়ামে ফুটবল অনুগামীদের ২০১৮ সালের মে মাসে তুমুল হাঙ্গামার ঘটনা।

By - Sk Badiruddin | 3 Dec 2022 12:08 PM GMT

জার্মানির (Germany) হামবুর্গে একটি স্টেডিয়ামে দর্শকদের আগুন ছোঁড়া এবং তুমুল বিশৃঙ্খলা সৃষ্টি করার ভিডিও মিথ্যে দাবির সঙ্গে শেয়ার করা হয়েছে। ভিডিওতে মিথ্যে দাবি করা হয়েছে যে, ভিডিওটি এখন কাতারে (Qatar) চলা ২০২২ ফিফা বিশ্বকাপের (FIFA World Cup 2022)।

বুম অনুসন্ধান করে দেখতে পায় যে, ভিডিওতে দেখা যাচ্ছে একদল দর্শক আগুন ধরাচ্ছে ও ধোঁয়া আর আগুন তৈরি করে এ রকম কিছু পদার্থ মাঠের মধ্যে ছুঁড়ে দিচ্ছে। যার ফলে মাঠের মধ্যে ধোঁয়ার মেঘ তৈরি হয়েছে। ২০১৮ সালের মে মাসে একটি জার্মান ফুটবল টুর্নামেন্টে ইউরোপীয়ান চ্যাম্পিয়ন হামবুর্গার এসভি বিগত কয়েক বছরের মধ্যে প্রথম বার অবনমনের সম্মুখীন হওয়ায় অনুগামীরা স্টেডিয়ামে গণ্ডগোল পাকায়।

বিভিন্ন প্রতিবেদন অনুসারে, ২৬ নভেম্বর কাতারের লুসাইল আইল্যান্ডের একটি নির্মীয়মাণ বাড়িতে আগুন ধরে যায়। এই জায়গাটি লুসাইল স্টেডিয়াম থেকে ৩.৫ কিমি দূরে, যেখানে শনিবার সন্ধেয় বিশ্বকাপেরএকটি ম্যাচ হওয়ার কথা ছিল। এই ঘটনার পরিপ্রেক্ষিতেই ভিডিওটি শেয়ার করা হয়েছে।

ভিডিওটির সঙ্গে হিন্দিতে ক্যাপশন দেওয়া হয়েছে, "বিশ্বকাপ স্টেডিয়ামে ভয়াবহ আগুন!! এই আগুনের ভয়াবহতা ক্রমশ বাড়ছে, এবং কাতার জুড়ে রেড অ্যালার্ট জারি করা হয়েছে।"

(হিন্দিতে লেখা মূল ক্যাপশন : विश्व कप स्टेडियम में भयानक आग !!आग की गंभीरता बढ़ती जा रही है और खतरनाक होती जा रही है, पूरे कतर में रेड अलर्ट।)

ভিডিওটি দেখতে পারেন এখানে


একই ভিডিও বাংলায় লেখা ক্যাপশনের সঙ্গেও শেয়ার করা হয়েছে। ফেসবুক পোস্টটি দেখুন এখানে

আরও পড়ুন: RTI বলছে মোরবী পরিদর্শনে মোদীর খরচ ৩০ কোটি টাকা? খবরটি ভুয়ো

তথ্য যাচাই

ভাইরাল হওয়া ভিডিওটির কিফ্রেম ব্যবহার করে বুম গুগলে রিভার্স ইমেজ সার্চ করে, এবং ২০১৮ সালের এই ঘটনাটির বিষয়ে অনেকগুলি প্রতিবেদন দেখতে পায়।

২০১৮ সালের ১২ মে ন্যাশনাল নিউজ এই দুর্ঘটনার উপর একটি প্রতিবেদন প্রকাশ করে, যেখানে এই ছবিটি ব্যবহার করা হয়। ওই প্রতিবেদনের শিরোনাম দেওয়া হয়, " বুন্দেশলিগায় হামবুর্গের প্রথম বার অবনমনের পর সমর্থকরা মাঠে আগুন ধরিয়ে দেয়।"

এই ছবিটির সঙ্গে দেওয়া একটি ক্যাপসনে লেখা হয়েছে, "জার্মান বুন্দেশলীগায় হামবুর্গার এসভি এবং বোরোশিয়া মনশেনগ্লাডবাখের মধ্যে ফুটবল ম্যাচ চলার সময় এইচএসভি সমর্থকরা মাঠে আগুন ছুঁড়ে দেয়।"


এই সূত্র ধরে আমরা ইউটিউবে কিওয়ার্ড সার্চ করি এবং এই ঘটনার উপর অনেকগুলি সংবসাদ প্রতিবেদন দেখতে পাই।

ডিডব্লিউ কিক অফ এই ভিডিওটি ২০১৮ সালের ১৪ নভেম্বর আপলোড করে এবং সেটির শিরোনাম দেয়, " হামবুর্গে আগুন: অবনমনের পর দাঙ্গা বাধাল সমর্থকরা। বুন্দেশলিগা হাইলাইটস।"

Full View

এই একই ভিডিও "4S-TV" ২০১৮ সালের ১২ মে ইউটিউবে আপলোড করে।

২০১৮ সালের ১২ মে প্রকাশিত এক্সপ্রেসের প্রতিবেদনে উল্লেখ করা হয় যে, জার্মানির বিখ্যাত ফুটবল টুর্নামেন্ট বুন্দেশলিগাতে হামবুর্গ দলের অবনমনের পর সমর্থকরা হাঙ্গামা তৈরি করে। হামবুর্গার এসভির সমর্থকরা বোরোশিয়া মনশেনগ্লাডবাখের বিরুদ্ধে ম্যাচ বন্ধ করার জন্য দাঙ্গা বাধিয়ে দেয় এবং মাঠে আগুন ধরিয়ে দেয়। ফলে ভক্সপার্কস্টেডিয়নের পুরো জায়গাটা ধোঁয়ায় ভরে যায়। ভক্সপার্কস্টেডিয়ন জার্মানীর হামবুর্গের একটি ফুটবল স্টেডিয়াম এবং হামবুর্গার এসভিও এই শহরেরই দল।

ডয়েচে ভেলের প্রতিবেদন অনুসারে কিছু সমর্থক মাঠের মধ্যে পটকা ছুঁড়ে দেয়। গার্ডিয়ানের প্রতিবেদন পড়তে পারেন এখানে

Related Stories