সাম্প্রতিক কালে কংগ্রেস (Congress) নেতা রাহুল গান্ধীর (Rahul Gandhi) একটি সম্পাদিত ভিডিও (Edited Video) ভুয়ো দাবীসহ ভাইরাল হয় এবং বলা হয় তিনি ভারত মাতার পরিচয় তুলে অবমাননাকর মন্তব্য করেন।
বুম যাচাই করে দেখে ১৮ সেকেন্ডের আসল ভিডিওতে রাহুল গান্ধী নিজেরই একটি প্রশ্নের উত্তরে ভারত মাতা হিসেবে ভারতের মানুষদের সম্বোধন করেন।
তিনি মঞ্চ থেকে বক্তৃতায় বলেন,"সবাই এই স্লোগান তোলে। আপনারা এটা অনেক শুনেছেন...ভারত মাতার জয়! কিন্তু এই ভারত মাতা কে? এটি কি? এটা একটা প্রশ্ন।
এই ভিডিও পোস্ট করা হয় বিজেপির সোশ্যাল মিডিয়া প্রোফাইল থেকে এবং ক্যাপশন হিসেবে লেখা হয়,"কে ভারত মাতা? সে কি উপস্থিত? জিজ্ঞেস করছেন জর্জ সরসের সাক্ষিগোপাল। লজ্জাজনক!
এই পোস্ট দেখতে এখানে ক্লিক কুরুন।
এই সম্পাদিত ভিডিও বাংলা ক্যাপশন সহ পোস্ট হতে দেখা যায়।
এই পোস্টেটি দেখতে এখানে ক্লিক করুন।
এই পোস্টের আর্কাইভ এখানে দেখা যাবে।
এই ভিডিও বিজেপির অন্যান্য কিছু সোশ্যাল মিডিয়া প্রোফাইলেও পোস্ট হতে দেখা যায় যার লিংক দেখা যাবে এখানে, এখানে এবং এখানে।
তথ্য যাচাই
বুম দেখে ১৯ নভেম্বর ২০২৩ তারিখে রাজস্থানের বুন্ডিতে এক জনসমাবেশে উপস্থিত ছিলেন রাহুল গান্ধী এবং তখন তিনি এই বক্তৃতা দেন। রাহুল গান্ধীর নিজস্ব ইউটিউব চ্যানেল থেকেও এই ভিডিওটি এইদিন সম্প্রচার করা হয়।
ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন।
এই সমাবেশের ভিডিওর ৫৫-তম সেকেন্ডে রাহুল গান্ধী একই লাইনগুলি বলেন,"চন্দনা জি আজ 'ভারত মাতা কি জয়' স্লোগান তোলান। অনেকেই বহুবার এই স্লোগান তোলেন এবং অনেকবার 'ভারত মাতা কি জয়' শোনা যায়। কিন্তু কে এই 'ভারত মাতা'? এটা একটা প্রশ্ন। আমি এবং আমরা সকলে, কার জন্য এই স্লোগান তুলি? ভারত মাতা তো আসলে এই মাটি? হ্যা বা না?"
এই বক্তৃতায় রাহুল গান্ধী আরও বলেন,"এই ভারত মাতা আসলে অন্তর্ভুক্ত করে আমাদের ভাই, বোন, মাতাপিতা-সকলকে, গরিব, বড়লোক, যারাই এই স্লোগান তোলেন 'ভারত মাতা'। তাইতো?" এই একই বক্তৃতার অংশ পোস্ট করা হয় কংগ্রেসের এক্স (প্রাক্তন টুইটার) প্রোফাইলেও।
এই পোস্ট এখানে দেখা যাবে।
তিনি বক্তৃতার পরের অংশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে অভিযোগ তুলে বলেন প্রধানমন্ত্রী মোদী গৌতম আদানির স্বার্থে কাজ করেন এবং দেশে জাতিগত বৈষম্য পরিচালনা করতে ব্যর্থ হয়েছেন। রাহুল গান্ধী আরো উল্লেখ করেন যে কংগ্রেস ক্ষমতায় এলে দেশে এই জাতিগত বৈষম্য পরিচালনা করবে।