Explore

HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
MethodologyNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফ্যাক্ট চেকNo Image is Available
বিশ্লেষণNo Image is Available
ফাস্ট চেকNo Image is Available
আইনNo Image is Available

Explore

HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
MethodologyNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফ্যাক্ট চেকNo Image is Available
বিশ্লেষণNo Image is Available
ফাস্ট চেকNo Image is Available
আইনNo Image is Available
ফ্যাক্ট চেক

না, ভাটিন্ডায় গুলিচালনায় নিহত ৪ জওয়ান ‘১৮ নং হর্স রেজিমেন্ট’-এর নন

ভারতীয় সেনাবাহিনীর এক মুখপাত্র বুমকে জানান ভাটিন্ডায় নিহত জওয়ানরা ‘৮০ নং গোলন্দাজ রেজিমেন্ট’-এর সদস্য।

By - Srijit Das | 18 April 2023 6:28 PM IST

ভাটিন্ডায় সেনা ছাউনিতে (Bhatinda Military Cantonment) ১২ এপ্রিল গুলিচালনায় নিহত ৪ জওয়ান ‘অষ্টাদশ ঘোড়সওয়ার বাহিনী’র (18 horse regiment) বলে যে খবর টুইট হয়েছে, সেটি ভুয়ো।

ভারতীয় সেনাবাহিনীর এক মুখপাত্র নিশ্চিত করেছেন যে, নিহত ৪ জওয়ানই ৮০ নম্বর গোলন্দাজ রেজিমেন্টের সদস্য। উপরন্তু, আমরা এটাও নিশ্চিতভাবে জেনেছি যে, ‘১৮ নং ঘোড়সওয়ার রেজিমেন্ট’টি আসলে পাকিস্তানি ফৌজের অংশ।

১২ এপ্রিল দেশের অন্যতম বৃহত্তম সামরিক ক্যান্টনমেন্ট পাঞ্জাবের ভাটিন্ডায় গুলিচালনায় ৪ জন ভারতীয় জওয়ান নিহত হন। সেনা শিবিরের ব্যারাকে ভোর ৪টে ৩৫ মিনিটে ঘটনাটি ঘটে। পাঞ্জাব পুলিশ রয়টর্সকে জানায়, এটি কোনও সন্ত্রাসবাদী হামলা নয়। সেনাবাহিনীর তরফে বলা হয়েছে, বুধবার তারা একটি অ্যাসল্ট রাইফেল উদ্ধার করেছে, যেটি এই হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়ে থাকতে পারে। নিহত ৪ সৈনিক হলেন যোগেশ কুমার, সাগর বান্নে, কমলেশ আর এবং সন্তোষ নাগরাল, যাঁদের সকলেরই বয়েস ২৪-২৫ বছর। পরে জানা যায় শারীরিক নিগ্রহের বদলা নিতে এই ঘটনা ঘটায় অভিযুক্ত। ভারতীয় সেনা এবং পুলিশ যৌথভাবে এব্যাপারে তদন্ত চালাচ্ছে।

গেরুয়া ডায়রি নামের একটি টুইটার হ্যান্ডেল থেকে প্রচার করা হচ্ছে—“একজন শিখ সৈন্য নাকি অষ্টাদশ ঘোড়সওয়ার রেজিমেন্টের ৪ জন হিন্দু জওয়ানকে গুলি করে হত্যা করেছে বলে ভারতীয় ফৌজের সূত্রে খবর।”


টুইটটি দেখুন এখানে

এই একই দাবি সহ ফেসবুকে বাংলায় ক্যাপশন দিয়ে খবরটি ভাইরাল করা হয়েছে।


ফেসবুক পোস্টটি দেখুন এখানে। 



তথ্য যাচাই

বুম সর্বাগ্রে ভাটিন্ডা ক্যান্টনমেন্টে গুলিচালনার ঘটনায় পাঞ্জাব পুলিশের দাখিল করা এফআইআর খতিয়ে দেখে। এটি ১২ এপ্রিল তারিখে দাখিল করা হয়েছিল ‘৮০ নং মিডিয়াম রেজিমেন্ট’-এর মেজর আশুতোষ শুক্লর বয়ানের ভিত্তিতে যা দাখিল হয়। নীচে সেই এফআইএর-এর বয়ান দেওয়া হল।



মেজর শুক্ল জানান, ১২ এপ্রিল গোলন্দাজ দেশাই মোহন তাঁকে ভোর সাড়ে ৪টেয় ব্যারাকের মেসে ঘটে যাওয়া গুলিচালনার কথা জানান। গোলন্দাজরা যেখানে ছিল, সেখান থেকে দুজন অজ্ঞাতপরিচয় ব্যক্তিকে বেরিয়ে আসতেও দেখেন মেজর শুক্ল। এর পরেই মেজর শুক্লা এবং একজন ক্যাপ্টেন নিহত গোলন্দাজদের রক্তাক্ত দেহগুলি উদ্ধার করেন।

ভাইরাল পোস্টে যে দাবি করা হয়েছে, তার সত্যতা যাচাই করতে আমরা সেনাবাহিনীর মুখপাত্রের সঙ্গেও যোগাযোগ করি।

১৮ নম্বর ঘোড়সওয়ার রেজিমেন্টের জওয়ানদের বিষয়ে গুজবটিকে ভুয়ো বলে উড়িয়ে দেন কর্নেল সুধীর চামোলি, তিনি বলেন—নিহত জওয়ানরা সকলেই ৮০ নং গোলন্দাজ রেজিমেন্টের সদস্য।

১৮ নং ঘোড়সওয়ার রেজিমেন্ট পাকিস্তানি ফৌজের অংশ

অন্য দিকে আমরা ভারতীয় সেনাবাহিনীর ওয়েবসাইট তন্ন-তন্ন করে খুঁজেও কোত্থাও ১৮ নং ঘোড়সওয়ার রেজিমেন্টের হদিশ পাইনি। ওই ওয়েবসাইট অনুসারে ভারতীয় সেনাবাহিনীর রয়েছে ওয়ান হর্স, ফোর্টিন হর্স, নাইন হর্স, ফোর হর্স, সেভেন্টিন হর্স এবং সেন্ট্রাল ইন্ডিয়া হর্স রেজিমেন্ট

অষ্টাদশ হর্স রেজিমেন্ট-এর উল্লেখ আমরা পেয়েছি, তবে সেটা পাকিস্তান সরকারের গেজেট বিজ্ঞপ্তিতে। ২০২০ সালের ৩ জুন পাকিস্তানি প্রতিরক্ষা মন্ত্রকের জারি করা সেই বিজ্ঞপ্তিটি নীচে দেখে নিতে পারেন।



 



Tags:

Related Stories