Explore

HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
MethodologyNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফ্যাক্ট চেকNo Image is Available
বিশ্লেষণNo Image is Available
ফাস্ট চেকNo Image is Available
আইনNo Image is Available

Explore

HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
MethodologyNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফ্যাক্ট চেকNo Image is Available
বিশ্লেষণNo Image is Available
ফাস্ট চেকNo Image is Available
আইনNo Image is Available
ফ্যাক্ট চেক

রবীন্দ্রনাথের ভূমিকায় অমিতাভ? ছড়াল কৃত্তিম বুদ্ধিমত্তার তৈরি ভুয়ো ছবি

বুম যাচাই করে দেখে কৃত্তিম বুদ্ধিমত্তার প্রয়োগ করে কাল্পনিক এই ছবির পোস্টারটি তৈরি করা হয়েছে।

By - Srijit Das | 17 Aug 2023 6:42 PM IST

চিত্রপরিচালক আশুতোষ গোয়ারিকরের (Ashutosh Gowariker) নির্দেশনায় বলিউড অভিনেতা অমিতাভ বচ্চন (Amitabh Bachchan) সম্প্রতি রবীন্দ্রনাথ ঠাকুরের (Rabindranath Tagore) জীবনীতে অভিনয় করতে চলেছেন দাবি করে এক ছবির পোস্টার ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

ভাইরাল হওয়া ওই ছবির পোস্টারে অমিতাভকে কাঁধছোঁয়া লম্বা চুল, বুক পর্যন্ত দাড়ি-গোঁফ নিয়ে বসে থাকতে দেখা যায়। পোস্টারটিতে ইংরেজি অক্ষরে সিনেমার নাম 'টেগোর' এবং পরিচালক হিসেবে আশুতোষ গোয়ারিকরের নাম উল্লেখ করা হয়। 

বুম যাচাই করে দেখে রবীন্দ্রনাথের ভূমিকায় অমিতাভের এই ছবিটি আদতে কাল্পনিক। কৃত্তিম বুদ্ধিমত্তার প্রয়োগ করে এই পোস্টার তৈরি করে 'ওটিটি প্লে' নামের এক ভিডিও স্ট্রিমিং সংস্থা।

কিছুদিন আগে বলিউড অভিনেতা অনুপম খের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ভূমিকায় অভিনয় করবেন বলে ঘোষণা করলে মিশ্র প্রতিক্রিয়া হয় সমাজ মাধ্যমে। নেটনাগরিকদের একাংশ রবীন্দ্রনাথের বেশে অনুপম খেরের ছবির প্রশংসা করলেও তার এই পদক্ষেপের সমালোচনা করেন অনেক বাঙালিই। নাম না করে অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি এবিষয়ে তার আপত্তি জানিয়ে লেখেন, ‘কারোর রবি ঠাকুরের চরিত্রে অভিনয় করা উচিত নয়। মানুষটিকে একা ছেড়ে দিন।’ যদিও অনুপম এই সমালোচনার প্রশ্নে তার বিতর্কে সময় নষ্ট করার মত সময় নেই বলে জানান।

ভাইরাল ছবির পোস্টার শেয়ার করে এক ফেসবুক ব্যবহারকারী লেখেন, "রবীন্দ্রনাথ ঠাকুরের বায়োপিক করতে চলেছেন অমিতাভ বচ্চন.. কেমন মানাবে বলে মনে হয়?"

পোস্টটি দেখতে ক্লিক করুন এখানে

অন্য এক ব্যবহারকারী এই ছবির পোস্টারে অমিতাভ বচ্চনের বিষয়ে লেখেন, "'বাণপ্রস্থে বচ্চন' তবে সিরিয়াসলি বলছি, আপনি এসব না করে পাসিং শো নিলে জমজমাট হত। একদম সাচ্চা তারানাথ।"

পোস্টটি দেখতে ক্লিক করুন এখানে


তথ্য যাচাই 

বুম সম্পর্কিত কীওয়ার্ড সার্চ করে আশুতোষ গোয়ারিকরের নির্দেশনায় রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনীতে অমিতাভ বচ্চন অভিনয় করছেন বলে খবর কোনও বিশ্বাসযোগ্য সংবাদ প্রতিবেদনে খুঁজে পায়নি।

এছাড়াও আমরা বলিউডের ওই পরিচালকের প্রযোজনা সংস্থা আশুতোষ গোয়ারিকের প্রোডাকসন্সের অফিসিয়াল ফেসবুক ইনস্টাগ্রাম পেজেও এই ছবির পোস্টার বা তার বিষয়ে কোনো খবর খুঁজে পাইনি।

সব চরিত্র কাল্পনিক 

বুম ভাইরাল ছবির বামদিকের উপরের অংশে 'ওটিটি প্লে' নামের এক ভিডিও স্ট্রিমিং সংস্থার প্রতীক লক্ষ্য করে। এছাড়াও ওই ছবির নিচের অংশে হ্যাশট্যাগ ব্যবহার করে "এআইউড" লেখা হয়।

এই তথ্যকে সূত্র হিসাবে গ্রহণ করে আমরা 'ওটিটি প্লে'-এর অফিসিয়াল ইনস্টাগ্রাম পেজে গিয়ে দেখতে পাই সেখানে ছবিটি কৃত্তিম বুদ্ধিমত্তার সাহায্যে তৈরি করা হয়েছে বলে উল্লেখ করে হয়।

ওই পোস্টে কৃত্তিম বুদ্ধিমত্তার প্রয়োগে তৈরি দক্ষিণী অভিনেতা রামচরণ, বলিউড অভিনেতা অমিতাভ বচ্চন, অভিনেত্রী জিনাত আমন ও আলিয়া ভাটের কাল্পনিক কিছু সিনেমার পোস্টারের ছবি পোস্ট করে লেখা হয়, "ইতিহাসের পাতা থেকে আপনার পর্দায়, কৃত্তিম বুদ্ধিমত্তার মাধ্যমে নতুন করে ভারতের অনাদৃত মুক্তিযোদ্ধাদের গল্পগুলিকে কল্পনা করা। তাদের জগতে প্রবেশ করুন এবং তাদের সাহসিকতা আপনাকে অনুপ্রাণিত করুক। শুভ স্বাধীনতা দিবস!"

পোস্টটি দেখতে ক্লিক করুন এখানে। 


Tags:

Related Stories