Explore

HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
MethodologyNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফ্যাক্ট চেকNo Image is Available
বিশ্লেষণNo Image is Available
ফাস্ট চেকNo Image is Available
আইনNo Image is Available

Explore

HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
MethodologyNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফ্যাক্ট চেকNo Image is Available
বিশ্লেষণNo Image is Available
ফাস্ট চেকNo Image is Available
আইনNo Image is Available
ফ্যাক্ট চেক

ভুয়ো দাবিতে ছড়াল বিজেপি সাংসদ দিলীপ ঘোষের কাশীপুরের ঘাটে তর্পণের ছবি

বুম দেখে রাজনৈতিক হিংসায় প্রাণ হারানো বিজেপি কর্মীদের আত্মার শান্তির উদ্দেশ্যে সাংসদ দিলীপ ঘোষ ২ মে ২০২২ তর্পণ করেন।

By - Srijit Das | 5 May 2022 11:36 AM GMT

রাজনৈতিক হিংসার শিকার হয়ে প্রাণ হারানো বিজেপি (BJP) কর্মীদের স্মৃতির উদ্দেশ্যে দলের সর্বভারতীয় সহ-সভাপতি ও সাংসদ দিলীপ ঘোষের (Dilip Ghosh) কাশীপুরের গঙ্গার ঘাটে তর্পন করার ছবি সোশাল মিডিয়ায় ভুয়ো দাবি সহ ছড়ানো হচ্ছে। ছবিটি পোস্ট করে নেটিজেনদের একাংশ ভুয়ো দাবি করেছেন রাজ্যের বিজেপি দলের পিন্ডদান অনুষ্ঠান করেছেন তিনি।

বুম যাচাই করে দেখে হিংসার শিকার হয়ে প্রাণ হারানো বিজেপি কর্মীদের আত্মার শান্তির উদ্দেশ্যে সাংসদ দিলীপ ঘোষ ২ মে ২০২২ তর্পণ করেন।

হিন্দু ধর্মীয় রীতিতে মৃতের আত্মার শান্তি কামনায় পিণ্ডদানের প্রথা রয়েছে। পিণ্ডদান প্রক্রিয়া সুষ্ঠভাবে সম্পন্ন হলে মৃত ব্যক্তির আত্মা মোক্ষলাভ করে বলে ধর্মমতে বিশ্বাস।

ভাইরাল ছবিটিতে দেখা যায় বিজেপি সাংসদ দিলীপ ঘোষ আরও কয়েকজন ব্যক্তি ও পুরহিতের উপস্থিতিতে তর্পণ করছেন। বিধানসভা ভোট পরবর্তী পশ্চিমবঙ্গে বিজেপির রাজনৈতিক ক্ষয়িষ্ণু অবস্থানকে কটাক্ষ করে এই ছবি কয়েকটি ব্যাঙ্গাত্মকধর্মী ফেসবুক পেজেও একই দাবি সহ পোস্ট করা হয়। ছবিটি ঘিরে নেটিজেনদের মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছে।

ছবিটি পোস্ট করে এক ফেসবুক ব্যাবহারকারী লেখেন, "আপনারা যেটা ভাবছেন তেমন কিছু না দিলু দা বঙ্গ বিজেপির পিন্ডদান করছেন।"


ফেসবুক পোস্টটি দেখতে ক্লিক করুন এখানে


পোস্টটি দেখতে ক্লিক করুন এখানে

আরও পড়ুন: না, কাঁচা বাদামের স্রষ্টা ভারতীয় রেলে চাকরি পাননি

তথ্য যাচাই

বুম ছবিটিকে রিভার্স সার্চ করে ২ মে, ২০২২ বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি ও সাংসদ দিলীপ ঘোষের এক টুইটে ছবিটিকে খুঁজে পায়।

টুইটটিতে ভাইরাল ছবির পাশাপাশি ওই অনুষ্ঠানের আরও কয়েকটি ছবি টুইট করে সাংসদ দিলীপ ঘোষ ইংরেজিতে লেখেন, "গণতন্ত্রকে হত্যা করা তৃণমূলের সংস্কৃতিতে পরিণত হয়েছে। আমাদের ২০০ জনেরও বেশি কর্মকর্তা তৃণমূলের হিংসা এবং রক্তপাতের সংস্কৃতির শিকার হয়েছেন। তাঁদের সাহসী আত্মার জন্য আমার আন্তরিক প্রার্থনা। পবিত্র আত্মার জন্য তর্পণে অংশ নিলাম। - কলকাতা, কাশীপুর সর্বমঙ্গলা ঘাট"।

একই দিনে তর্পণের ভিডিও নিজস্ব ফেসবুক প্রোফাইলে পোস্ট করে সাংসদ দিলীপ ঘোষ লেখেন, "রাজ্যের ভাবী প্রজন্মকে সুরক্ষিত রাখতে, রাজ্যের মা বোনদের তৃণমূলের অপশাসন থেকে মুক্ত করে বিজেপির মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে তৃণমূলের অত্যাচারে যে সকল কার্যকর্তারা এযাবৎ প্রাণ হারিয়েছেন তাঁদের উদ্দেশ্যে কলকাতার সর্বমঙ্গলা ঘাটে তর্পণ করে মা গঙ্গার কাছে তাঁদের আত্মার শান্তি কামনা করলাম। Blood on Mamata #PoliticalTerrorism"

Full View

বিষয়টি নিয়ে গণমাধ্যম হিন্দুস্তান টাইমস বাংলার প্রতিবেদন পড়ুন এখানে। নিচে জি ২৪ ঘন্টার রিপোর্ট দেখা যাবে।

Full View

আরও পড়ুন: বিভ্রান্তিকর দাবি সহ ফের জিইয়ে উঠল ভারতীয় মন্দিরের স্মারক মুদ্রার ছবি

Related Stories