Explore

HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
MethodologyNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফ্যাক্ট চেকNo Image is Available
বিশ্লেষণNo Image is Available
ফাস্ট চেকNo Image is Available
আইনNo Image is Available

Explore

HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
MethodologyNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফ্যাক্ট চেকNo Image is Available
বিশ্লেষণNo Image is Available
ফাস্ট চেকNo Image is Available
আইনNo Image is Available
ফ্যাক্ট চেক

না, অরবিন্দ কেজরিওয়াল বলেননি প্রতিবাদী কুস্তিগিরদের সমর্থনে মুখ্যমন্ত্রিত্ব ছাড়বেন

বুম যাচাই করে দেখে একটি প্যারডি টুইটার হ্যান্ডেল এই মিথ্যে দাবিটি ছড়ানো হয়।

By - Srijit Das | 1 Jun 2023 12:25 PM GMT

সোশাল মিডিয়ায় ভাইরাল হওয়া একাধিক পোস্টে মিথ্যে দাবি করা হয়েছে যে প্রতিবাদী কুস্তিগিরদের (wrestlers protest) সমর্থন জানাতে, মুখ্যমন্ত্রীর পদ ছেড়ে দেবেন বলেছেন দিল্লির মুখ্যমন্ত্রী ও আম আদমি পার্টির জাতীয় আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal)।

বুম দেখে, এই দাবিটি প্রচার করে একটি 'প্যারডি' হ্যান্ডেল। সেটির নাম ‘এএপি রাজস্থান/মিশন ২০২১/সিটস ১৫০ – প্যারডি অন টুইটার।

বিনেশ ফোগাট, সাক্ষী মালিক ও বজরং পুনিয়া সমেত আরও কুস্তিগিররা, রেস্টলিং ফেডারেশন অফ ইন্ডিয়া (ডাব্লিউএফআই) বা ভারতীয় কুস্তি সংস্থার প্রেসিডেন্ট ও উত্তরপ্রদেশ থেকে ভারতীয় জনতা পার্টির সাংসদ ব্রিজভূষণ শরণ সিংহের বিরুদ্ধে বিক্ষোভ দেখাচ্ছেন। তাঁদের অভিযোগ, সিংহ একাধিক মহিলা অ্যাথলিট বা খেলোয়াড়কে যৌন হেনস্তা করেছেন। ৩০ মে, কুস্তিগিররা ঘোষণা করেন, তাঁদের প্রতিবাদের পদক্ষেপ হিসেবে তাঁরা তাঁদের পদকগুলি গঙ্গায় ফেলে দেবেন। কিন্তু কৃষক নেতা নরেশ টিকায়েত পাঁচ দিনের মধ্যে সমাধানসূত্র বার করার প্রতিশ্রুতি দিলে, কুস্তিগিররা তাঁদের সিদ্ধান্ত স্থগিত রাখেন।

অরবিন্দ কেজরিওয়ালও কুস্তিগিরদের আন্দোলন সমর্থন করেন। তিনি দিল্লির যন্তরমন্তরে তাঁদের সঙ্গে দেখা করেন এবং সাম্প্রতিক একটি টুইটে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করেন।

দিল্লির বিজেপি নেতা কৃষণ গহলৌত, খেলোয়াড়দের সঙ্গে অরবিন্দ কেজরিওয়ালের একটি ছবি টুইট করেন। ক্যাপশনে লেখেন, “ব্রেকিং!!! কুস্তিগিরদের সমর্থনে, মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেবেন কেজরিওয়াল। তা সত্ত্বেও যদি সরকার অনড় থাকে, তাহলে উনি দেশ ছেড়েও চলে যেতে পারেন।”

(হিন্দিতে লেখা ক্যাপশন: Breaking!!! पहलवानों के समर्थन में केजरीवाल देंगे दिल्ली के CM पद से इस्तीफा। फिर भी अगर सरकार नहीं मानी तो देश छोड़ कर भी जा सकते है।)



টুইটটি দেখতে ক্লিক করুন এখানে। 

একাধিক ব্যবহারকারী ওই একই দাবি ফেসবুকেও শেয়ার করেছেন।



এই রকম দাবির একটি ফেসবুক পোস্ট দেখুন



তথ্য যাচাই

ভাইরাল দাবিটির সত্যতা যাচাই করতে, প্রাসঙ্গিক কি-ওয়ার্ড দিয়ে বুম সার্চ করে। কিন্তু কুস্তিগিরদের আন্দোলনের সমর্থনে কেজরিওয়াল তাঁর মুখ্যমন্ত্রিত্ব ত্যাগ করবেন, সেই রকম কোনও বিশ্বাসযোগ্য সংবাদ প্রতিবেদন আমরা দেখতে পাইনি।

বরং আমরা দেখি যে, প্যারডি টুইটার হ্যান্ডেল ‘এএপি রাজস্থান/মিশন ২০২১/সিটস ১৫০ – প্যারডি’ এবং ব্যবহারকারী '@18Kishann', ৩০ মে, ২০২৩ টুইটটি করেন।




টুইটটির আর্কাইভ করা আছে এখানে

হ্যান্ডেলটি সম্পর্কিত বিবরণে বলা হয়, “এএপি রাজস্থানের প্যারডি অ্যাকাউন্ট। কোনও রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নয়। সব টুইটি ‍বিদ্রুপাত্মক। কেবল মজা করার জন্য। অরবিন্দ কেজরিওয়ালের অনুরাগী।”




ভাইরাল দাবিটির সত্যতা আরও যাচাই করতে, বুম আম আদমি পার্টির সঙ্গে যোগাযোগ করে। আপ মুখপাত্র প্রিয়ঙ্কা কক্কর আমাদের নিশ্চিত করেন যে, খবরটি মিথ্যে।



Related Stories