Explore

HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
MethodologyNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফ্যাক্ট চেকNo Image is Available
বিশ্লেষণNo Image is Available
ফাস্ট চেকNo Image is Available
আইনNo Image is Available

Explore

HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
MethodologyNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফ্যাক্ট চেকNo Image is Available
বিশ্লেষণNo Image is Available
ফাস্ট চেকNo Image is Available
আইনNo Image is Available
ফ্যাক্ট চেক

টেবিল টেনিসে ব্রুস লি'র খেলার ভিডিওটি আসলে নোকিয়া সংস্থার একটি বিজ্ঞাপন

বুম দেখে ভিডিওটি ২০০৮ সালে নোকিয়া কোম্পানির মোবাইল ফোনের একটি বিজ্ঞাপন, তাতে এক অভিনেতা ব্রুস লি'র ভূমিকায় অভিনয় করছে।

By - Hazel Gandhi | 27 March 2023 5:46 PM IST

দুজন প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে একা হাতে টেবিল-টেনিস (Table Tennis) খেলছে, ফাঁকে নানচাকুও ব্যবহার করছে —এ রকম একটি ভিডিও অনলাইনে ভাইরাল করে দাবি করা হয়েছে, এটি মার্শাল আর্টের অপ্রতিদ্বন্দ্বী কিংবদন্তী ব্রুস লি-র(Bruce Lee)।

বুম অবশ্য দেখে ভিডিওটি ২০০৮ সালের নোকিয়ার একটি বিজ্ঞাপনী দৃশ্য এবং ব্রুস লি-র ভূমিকায় অভিনয় করা লোকটি একজন স্টান্টম্যান, যে ব্রুস লি-র ভূমিকায় সিনেমায় নামে।

গত শতাব্দীর সত্তরের দশকে “ফিস্ট অফ ফিউরি” এবং “এন্টার দ্য ড্রাগন”-এর মতো জনপ্রিয় সিনেমার মধ্য দিয়ে হংকং ও আমেরিকার অ্যাকশন হিরো ব্রুস লি আন্তর্জাতিক খ্যাতি ও পরিচিতি অর্জন করেন।

মার্শাল আর্টের অনুরাগীদের কাছে জীবদ্দশায় অর্জিত তাঁর সেই খ্যাতি আজও অমলিন। মাত্র ৩২ বছর বয়সে তিনি মস্তিষ্কে রক্তক্ষরণ হয়ে মারা যান।

ভাইরাল হওয়া ভিডিওটির ক্যাপশন হল, “দুজন পেশাদার টেবিল-টেনিস খেলোয়াড়ের বিরুদ্ধে নানচাকু সহ একা ব্রুস লি।”


পোস্টটি দেখতে এখানে ক্লিক করুন।


এই পোস্টটি দেখতে এখানে ক্লিক করুন।


এই পোস্টটি এখানে দেখতে পারেন।

তথ্য যাচাই

বুম দেখে একটি বাণিজ্যিক বিজ্ঞাপন হিসাবে নোকিয়া কোম্পানি এই ভিডিওটি তুলেছিল ২০০৮ সালে তাদের এন-৯৬ ফোন সেটটির একটি সীমিত সংস্করণের জন্য। উদ্দেশ্য ছিল, ব্রুস লি-র ৩৫তম মৃত্যুবার্ষিকীতে তাঁকে শ্রদ্ধা জ্ঞাপন করা।

গুগল-এ খোঁজ লাগিয়ে আমরা একটি ‘লিংকডইন’ পোস্ট পাই, যাতে ওই ভিডিওটিই দেওয়া আছে। তার ক্যাপশনে স্পষ্ট উল্লেখ রয়েছে যে, এটি নোকিয়ার বিজ্ঞাপন হিসাবেই তোলা হয়েছিল।

Full View

এই তথ্যের ভিত্তিতে আমরা ভিডিওটি নিয়ে আরও অনুসন্ধান চালাই এবং নকশা ও বিজ্ঞাপনে কৃতিত্বের জন্য পুরস্কার প্রদানকারী সংস্থা ‘ডিজাইন অ্যান্ড আর্ট ডিরেকশন’-এ একটি পেজ খুঁজে পাই। ওই পেজটিতেই ব্যাখ্যা করা হয়েছে কী ভাবে ব্রুস লি-র মৃত্যুর ৩৫ বার্ষিকী উপলক্ষে তাঁকে শ্রদ্ধা জানাতে বিজ্ঞাপন সংস্থা জেডব্লিউটি (বর্তমানে নাম পাল্টে উন্ডারম্যান থমসন) তাঁদের গ্রাহক নোকিয়ার জন্য এই বিজ্ঞাপনটি তৈরি করেন।


‘এজেন্সি এশিয়া’ পত্রিকার সঙ্গে এক সাক্ষাত্কারে ওই বিজ্ঞাপন তৈরিতে ভারপ্রাপ্ত অফিসার পলি চু জানান, কী ভাবে বিজ্ঞাপন নির্মাতারা সর্বতোভাবে চেষ্টা করেন যাতে ভিডিও ফুটেজটি দেখলে সত্যিকারের ব্রুস লি-র মার্শাল আর্টের এক অনুপম ও অভূতপূর্ব প্রদর্শনী বলে বিভ্রম তৈরি হয়। এজন্য তাঁরা ব্রুস লি-র অনবদ্য শৈলী নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন এবং তাঁর মতোই প্রকৌশল ব্যবহারকারী একজন অভিনেতাকেও খুঁজে বের করেন।


Tags:

Related Stories