Explore

HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
MethodologyNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফ্যাক্ট চেকNo Image is Available
বিশ্লেষণNo Image is Available
ফাস্ট চেকNo Image is Available
আইনNo Image is Available

Explore

HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
MethodologyNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফ্যাক্ট চেকNo Image is Available
বিশ্লেষণNo Image is Available
ফাস্ট চেকNo Image is Available
আইনNo Image is Available
ফ্যাক্ট চেক

পশ্চিমবঙ্গে আরজি কর কাণ্ডের প্রতিবাদ বলে ছড়াল বাংলাদেশের ভিডিও

বুম বাংলাদেশ ড্রোন ফুটেজটি যিনি তুলেছেন তার সাথে যোগাযোগ করলে ওই চিত্রগ্রাহক দৃশ্যটি বাংলাদেশের উত্তরার বলে জানান।

By - Srijit Das | 5 Sept 2024 7:34 PM IST

সম্প্রতি বিজেপি আইটি সেলের প্রধান অমিত মালব্য (Amit Malviya) বাংলাদেশে সংরক্ষণ বিরোধী আন্দোলনে নিহতদের স্মরণে আয়োজিত মোমবাতি প্রজ্বলন অনুষ্ঠানের একটি ভিডিও সমাজমাধ্যমে পোস্ট করে দাবি করেন তাতে কলকাতার আরজি কর হাসপাতালে (RG Kar Medical College and Hospital) হওয়া এক জুনিয়র ডাক্তারের ধর্ষণ ও খুনের ঘটনায় পশ্চিমবঙ্গে প্রতিবাদের দৃশ্য দেখা যায়।

বুম দেখে ভিডিওটি বাংলাদেশের ঢাকার উত্তরা এলাকায় তোলা হয়েছে। ড্রোনের সাহায্যে যিনি ভিডিওটি তুলেছিলেন, বুম বাংলাদেশকে তিনি এবিষয়ে নিশ্চিতও করেন।

রাতের ডিউটিতে কর্মরত ৩১ বছর বয়সী আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের জুনিয়র ডাক্তারের ধর্ষণ ও হত্যার ঘটনা জনসমক্ষে আসার এক মাস পরেও ন্যায়বিচারের দাবিতে প্রতিবাদে মুখর পশ্চিমবঙ্গ। গত ৪ সেপ্টেম্বর রাতে কলকাতার অনেকেই প্রতীকী প্রতিবাদ হিসাবে কিছু সময়ের জন্য বাড়ির সমস্ত আলো নিভিয়ে দিয়ে রাস্তায় মোমবাতি নিয়ে হওয়া জমায়েতে সামিল হন।

রাজ্যজুড়ে প্রতিবাদ-বিক্ষোভের এমন আবহে ভাইরাল এক মিনিটের সেই ড্রোন ভিডিওতে হাতে আলো নিয়ে কিছু মানুষের জমায়েত এবং তার সাথে কিংবদন্তি বাঙালি কবি দ্বিজেন্দ্রলাল রায়ের লেখা 'ধন ধান্য পুষ্পে ভরা' গানটি প্রেক্ষাপটে শোনা যায়।

ভিডিওটি শেয়ার করে একজন ফেসবুক ব্যবহারকারী লেখেন, "জাগিয়ে গেলো তিলোত্তমা, ভাঙিয়ে গেল সবার ভয়। জীবন দিয়ে শিখিয়ে গেলো, অন্যায়ের সঙ্গে আপস নয়।"


পোস্টটি দেখুন এখানে ও তার আর্কাইভ দেখুন এখানে

ভাইরাল সেই ভিডিও অন্য এক ফেসবুক পেজের তরফ থেকেও শেয়ার করে ক্যাপশনে হিসেবে লেখা হয়, "তিলোত্তমা তুমি কি দেখছ? অকাল দীপাবলি আমারা শহর কলকাতায়।"


অমিত মালব্য ভিডিওটি এক্সে পোস্ট করে দাবি করেন সেই দৃশ্য আরজি কর কান্ড নিয়ে পশ্চিমবঙ্গে হওয়া এক জমায়েতের।


পোস্টটি দেখুন এখানে ও তার আর্কাইভ দেখুন এখানে

তথ্য যাচাই: পশ্চিমবঙ্গ নয়, ভিডিওটি বাংলাদেশের

আমরা লক্ষ্য করি বেশ কয়েকজন এক্স ব্যবহারকারী অমিত মালব্যের পোস্টের জবাবে ভিডিওটি কলকাতার নয় বরং বাংলাদেশের বলে উল্লেখ করেছেন।

বুম কিওয়ার্ড সার্চ করে দেখে একজন বাংলাদেশি ইনস্টাগ্রাম ব্যবহারকারী ভিডিওটি আপলোড করেছিলেন। গত ৯ অগাস্ট, ২০২৪ তারিখে তামজিদ ইসলাম জিহান নামের একজন ভিডিওটি পোস্ট করে লেখেন দৃশ্যটি বাংলাদেশের তৎকালীন অস্থিরতার সময় উত্তরায় আয়োজিত এক মোমবাতি প্রজ্বলনের অনুষ্ঠান।

পোস্টটি দেখুন এখানে ও তার আর্কাইভ দেখুন এখানে

বাংলাদেশি এক ইনস্টাগ্রাম ব্যবহারকারীর পোস্ট করা ভিডিও 

আমরা দেখি জিহান ৯ অগাস্ট তার ফেসবুক প্রোফাইলে একই ধরনের আরও একটি ড্রোন ভিডিও শেয়ার করেছেন এবং তা উত্তরার এক মোমবাতি প্রজ্বলনের ভিডিও বলে উল্লেখ করেছেন। জিহান তার ফেসবুক বায়োতে নিজেকে রাজুক কলেজ ফটোগ্রাফি ক্লাবের একজন ড্রোন ফটোগ্রাফার হিসাবে পরিচয় দিয়েছেন। সেই ক্লাবটি ঢাকার রাজুক উত্তরা মডেল কলেজের ফটোগ্রাফি উৎসাহীদের নিয়ে গঠিত বলে সমাজমাধ্যম থেকে জানা যায়।

এছাড়াও দেখা যায়, ক্লাবটি গত ৮ অগাস্ট তাদের ফেসবুক পেজে ঢাকার উত্তরা সেক্টর ৩-এর উত্তরা ফ্রেন্ডস ক্লাব মাঠে ৯ অগাস্ট মোমবাতি মিছিল আয়োজনের ঘোষণা করে ও তার বিশদ বিবরণ প্রকাশ করে। ক্লাবটির ইনস্টাগ্রাম পেজেও সেই অনুষ্ঠানের অনুরূপ এক ভিডিও দেখতে পাওয়া যাবে।

চিত্রগ্রাহক নিশ্চিত করে জানান ভিডিওটি ঢাকার উত্তরায় তোলা হয়েছে

বুম বাংলাদেশ জিহানের সঙ্গে যোগাযোগ করলে তিনি নিশ্চিত করে জানান ঢাকার উত্তরায় তিনি ওই ভিডিও রেকর্ড করেছেন।

জিহান বলেন, 'আমি একটি ড্রোন ব্যবহার করে ভিডিওটি তুলেছি। আর এতে উত্তরা ৩ নং সেক্টর ফ্রেন্ডস ক্লাব মাঠে গত ৯ অগাস্ট শহীদদের স্মরণে হওয়া মোমবাতি প্রজ্জলনের ঘটনা দেখা যায়।"

তিনি এছাড়াও যোগ করেন, "'ধন ধান্য পুষ্পে ভরা' গানটি এডিট করে বসানো কিন্তু ঘটনা স্থলে ঠিক এই গানটিই গাইছিল সবাই।"

বাংলাদেশি সংবাদমাধ্যম এনটিভি নিউজের ৯ অগাস্ট ২০২৪ তারিখে আয়োজিত ওই অনুষ্ঠানের কভারেজটি দেখুন এখানে 

(অতিরিক্ত রিপোর্টিং: তৌসিফ আকবর, বুম বাংলাদেশ)

Tags:

Related Stories