Explore

HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
MethodologyNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফ্যাক্ট চেকNo Image is Available
বিশ্লেষণNo Image is Available
ফাস্ট চেকNo Image is Available
আইনNo Image is Available

Explore

HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
MethodologyNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফ্যাক্ট চেকNo Image is Available
বিশ্লেষণNo Image is Available
ফাস্ট চেকNo Image is Available
আইনNo Image is Available
ফ্যাক্ট চেক

ভোটের আগে রাজ কপূরের সিনেমার গান গাইছেন মোদী? ভুয়ো দাবি ভাইরাল

বুম যাচাই করে দেখে কৃত্তিম বুদ্ধিমত্তার প্রয়োগ করে প্রধানমন্ত্রী মোদীর কণ্ঠস্বরের অনুরূপ এই গান তৈরি করা হয়েছে।

By - Srijit Das | 3 April 2024 5:29 PM IST

ক্রমশ এগিয়ে আসছে ২০২৪ লোকসভা নির্বাচন (2024 Lok Sabha Election), বেজে গিয়েছে ভোটের দামামা। 'অব কি বার ৪০০ পার' স্লোগান তুলে ইতিমধ্যেই ভোটের ময়দানে নেমে পড়েছেন ভারতীয় জনতা পার্টি তথা বিজেপির (BJP) নেতারা।

এরই মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ১৯৫৯ সালের রাজ কপূর অভিনীত বলিউড সিনেমা আনাড়ির 'কিসি কি মুসকুরাহাটো পে হো নিসার' গান গাইতে শোনা গেছে দাবি করে এক ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

বুম যাচাই করে দেখে কৃত্তিম বুদ্ধিমত্তার প্রয়োগ করে প্রধানমন্ত্রী মোদীর কণ্ঠস্বরের অনুরূপ এই গান তৈরি করা হয়েছে। আমরা এবিষয়ে আইআইটি যোধপুরের ইমেজ অ্যানালিসিস ও বায়োমেট্রিক ল্যাব দ্বারা তৈরি ওযেবসাইট itisaar.ai থেকে পাওয়া ফলাফল থেকে নিশ্চিত হই এই ভিডিওতে প্রধানমন্ত্রী মোদীর আওয়াজ শুনতে পাওয়া যায় না।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবিসমেত গানের অংশটি পোস্ট করে লেখা হয়, "মোদিজির নিজের কণ্ঠে গাওয়া গান"।


পোস্টটি দেখতে এখানে ও তার আর্কাইভ দেখতে এখানে ক্লিক করুন।

তথ্য যাচাই 

বুম ভাইরাল এই দাবি যাচাই করতে প্রধানমন্ত্রী মোদী ও উক্ত গান 'কিসি কি মুসকুরাহাটো পে হো নিসার' সংক্রান্ত কীওয়ার্ড সার্চ করে।

তবে কোনও বিশ্বাসযোগ্য নিউজ বুলেটিনে আমরা নরেন্দ্র মোদী রাজ কপূর অভিনীত বলিউড সিনেমা আনাড়ির এই গান গেয়েছেন বলে উল্লেখ পাইনি।

এছাড়াও আমরা লক্ষ্য করি বিভিন্ন ইউটিউব চ্যানেলে কৃত্তিম বুদ্ধিমত্তার প্রয়োগে প্রধানমন্ত্রী মোদীর কণ্ঠস্বর নকল করে এই গানটি প্রকাশ করা হয়েছে। 

এমনই কিছু ভিডিও এখানে ও এখানে দেখতে পাওয়া যাবে।

Full View

এছাড়াও আমরা দেখতে পাই কোনও আসল গানকে সুনির্দিষ্ট কোনও ব্যক্তির কণ্ঠস্বরে তৈরি করতে চাইলে তার সফটওয়্যার ইন্টারনেটে উপস্থিত রয়েছে। এধরণের সফটওয়্যারগুলি মূলতঃ কৃত্তিম বুদ্ধিমত্তার প্রয়োগে আসল গানটির গায়কের জায়গায় উক্ত ব্যক্তির কণ্ঠস্বর বসিয়ে এধরণের গান তৈরি করে। এমনই এক সফটওয়্যার দেখুন এখানে

এরপর আমরা বিষয়টি সম্বন্ধে নিশ্চিত হতে ভাইরাল ভিডিওতে থাকা গানের অংশটি আইআইটি যোধপুরের ইমেজ অ্যানালিসিস ও বায়োমেট্রিক ল্যাব দ্বারা তৈরী ওয়েবসাইট itisaar.এই এর মাধ্যমে পরীক্ষা করি। গানের অংশটি কৃত্তিম বুদ্ধিমত্তার তৈরি কিনা সেবিষয়ে ওই ওয়েবসাইটে করা পরীক্ষার প্রাপ্ত ফলাফলে মোদীর উক্ত কণ্ঠস্বরটি ভুয়ো বলে উল্লেখ করা যায়।

অতএব, এর থেকে নিশ্চিত হওয়া যায় সমাজমাধ্যমে ছড়ান এই ভিডিওতে শুনতে পাওয়া গান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নয়।


Tags:

Related Stories