Explore

HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
MethodologyNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফ্যাক্ট চেকNo Image is Available
বিশ্লেষণNo Image is Available
ফাস্ট চেকNo Image is Available
আইনNo Image is Available

Explore

HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
MethodologyNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফ্যাক্ট চেকNo Image is Available
বিশ্লেষণNo Image is Available
ফাস্ট চেকNo Image is Available
আইনNo Image is Available
ফ্যাক্ট চেক

তৃণমূল সমর্থক বলছে উন্নয়নের দরকার নেই, ভাতা পেলেই খুশি? ছড়াল AI ভিডিও

বুম যাচাই করে দেখে, গুগলের কৃত্তিম বুদ্ধিমত্তা তথা AI টুলের সাহায্যে ভাইরাল এই ভিডিওকে তৈরি করা হয়েছে।

By -  Srijit Das |

11 July 2025 4:30 PM IST

জলমগ্ন রাস্তায় আধডোবা অবস্থায় দাঁড়িয়ে এক ব্যক্তির পশ্চিমবঙ্গের শাসকদল তৃণমূল কংগ্রেসকে (Trinamool Congress) সমর্থনের এক ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

ওই ভিডিওতে ব্যক্তিটিকে 'টিএমসি' লেখা এক পতাকা হাতে বলতে শোনা যায়, জলে ডুবে গেলেও মাসিক ১০০০ টাকা করে স্ত্রী পাওয়ায় খুশি রয়েছেন তারা। তাছাড়া উন্নয়নের বদলে ভাতার পক্ষেও ভিডিওতে ওই ব্যক্তিকে সওয়াল করতে শোনা যায়।

বুম যাচাই করে দেখে, ভিডিওতে কোনও আসল ব্যক্তিকে লক্ষ্য করা যায় না। আমরা ভিডিওটি পরীক্ষা করে নিশ্চিত হই, গুগলের AI টুলের প্রয়োগে সেটি তৈরি করা হয়েছে। 

ভাইরাল দাবি 

ফেসবুকে ভিডিওটি পোস্ট করে এক ব্যবহারকারী ব্যাঙ্গাত্মক ঢঙে লেখেন, "চাকরি লাগবে না চটি চাটবো দুয়ারে দুয়ারে দীঘা প্রকল্প কোন ব্যাপার না দিদি আমাদের হাজার টাকা প্রকল্প দিলেই হবে। মাসে হাজার টাকা আমাদের কাছে অনেক হাজার টাকায় মদ খাব। আর দুয়ারে দীঘা প্রকল্পে শুয়ে থাকব।"

পোস্টটি দেখতে ক্লিক করুন এখানে ও তার আর্কাইভ দেখতে এখানে

আমরা অনসুন্ধানে কী পেলাম: AI প্রয়োগ করে বানানো হয়েছে ভুয়ো ভিডিও

১. হাতের পতাকায় তৃণমূল কংগ্রেসের দলীয় প্রতীক নেই: ভিডিওটি যাচাই করার সময় বুম প্রথমে লক্ষ্য করে, ওই ব্যক্তির হাতে থাকা পতাকায় ইংরেজ অক্ষরে 'টিএমসি'র উল্লেখ থাকলেও পতাকাটির ধরণ বা তাতে থাকা চিহ্ন তৃণমূল কংগ্রেসের থেকে একেবারেই আলাদা। এছাড়াও আমরা ভিডিওটির উৎস জানতে তার ফ্রেমগুলিকে রিভার্স সার্চ করে এক ফেসবুক পোস্ট খুঁজে পাই যেখানে এক ব্যক্তি ভিডিওটি পোস্ট করে হাসির ইমোজি দিয়ে লেখেন, "কারা বানায় এইসব"।



২. গুগলের AI যাচাইকারী টুলের নিশ্চিতকরণ: এর থেকে সন্দেহ হওয়ায় আমরা ভিডিওটি গুগলের AI যাচাইকারী টুল সিন্থআইডিতে পরীক্ষা করি। ওই পরীক্ষার ফলাফলে ভিডিওতে থাকা বেশ কিছু অংশের পরীক্ষার উল্লেখ করে বলা হয়, ভাইরাল এই ভিডিও গুগলের AI টুলের প্রয়োগে তৈরি হওয়ার নিশ্চিত প্রমাণ পাওয়া গেছে।




Tags:

Related Stories