Explore

HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
MethodologyNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফ্যাক্ট চেকNo Image is Available
বিশ্লেষণNo Image is Available
ফাস্ট চেকNo Image is Available
আইনNo Image is Available

Explore

HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
MethodologyNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফ্যাক্ট চেকNo Image is Available
বিশ্লেষণNo Image is Available
ফাস্ট চেকNo Image is Available
আইনNo Image is Available
ফ্যাক্ট চেক

২০২৬ সালে বিজেপি সরকার চান পশ্চিমবঙ্গবাসী দাবিতে ভাইরাল AI ভিডিও

বুম দেখে ভাইরাল ভিডিওর কোনও চরিত্রই আসল নয়, ভিডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি।

By - Srijanee Chakraborty | 6 Aug 2025 5:46 PM IST

বয়স্ক একজন মহিলা এক সাংবাদিকের নেওয়া সাক্ষাৎকারে ২০২৬ সালে নির্বাচনের (2026 election) পর পশ্চিমবঙ্গে (West Bengal) বিজেপি (BJP) সরকার চাইছেন দাবিতে সম্প্রতি এক ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

বুম দেখে ভাইরাল ভিডিওর চরিত্রগুলি কোনওটাই প্রকৃত ব্যক্তির নয়; কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার করে সেটি তৈরি করা হয়েছে। 

ভাইরাল ফুটেজে একজন মহিলাকে মাইক হাতে জিজ্ঞেস করতে শোনা যায়, "আপনি ২০২৬ সালে পশ্চিমবঙ্গে কাকে দেখতে চান?" প্রশ্নের উত্তরে এক বয়স্ক মহিলা বলেন, "আমি অনেক চুরি -ডাকাতি দেখেছি; এখন পশ্চিমবঙ্গের উন্নয়নের জন্য বিজেপিকে দেখতে চাই।" প্রৌঢ়ার কথায় তার পেছনে ভিড় করে দাঁড়িয়ে থাকা মানুষজনকে হাততালি দিতে দেখা যায়। 

ভাইরাল দাবি 

একজন ফেসবুক ব্যবহারকারী ভিডিওটি পোস্ট করে ক্যাপশনে লেখেন, "পশ্চিমবঙ্গের সার্বিক উন্নয়নের জন্য বিজেপি সরকার প্রয়োজন! তাই এবার বাংলার মানুষ বলেছেন ২৬ এর নির্বাচন, তৃণমূলের বিসর্জন!"

পোস্টটি দেখুন এখানে, আর্কাইভ দেখুন এখানে। 

অনুসন্ধানে আমরা কী পেলাম: ভিডিওটি গুগলের কৃত্তিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি

১. ভিডিওতে রয়েছে লক্ষণীয় অসঙ্গতি: আমরা প্রথমে লক্ষ্য করি, মহিলার হাতে ধরে থাকা মাইকে চ্যানেলের নামের জায়গায় কতগুলি অক্ষরের সমষ্টি ছাড়া কোনও অর্থপূর্ণ লেখা দেখা যায় না। এছাড়াও ভিডিওটি জুম করে পর্যবেক্ষণ করলে দেখা যায়, পেছনে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তি পলক ফেলার সময় কেবল একটি চোখের পাতা ফেলেন এবং অন্যজনের চোখ অস্পষ্ট।

২. কৃত্রিম বুদ্ধিমত্তা যাচাইকারী সরঞ্জামে পরীক্ষা: বুম উপরোক্ত অসঙ্গতি থেকে ইঙ্গিত নিয়ে ভিডিওটিকে কৃত্রিম বুদ্ধিমত্তা যাচাইকারী ওয়েবসাইট ডিপফেক-ও-মিটারের একাধিক এআই শনাক্তকারী সরঞ্জামগুলিতে পরীক্ষা করে। এই পরীক্ষায় আমরা মিশ্র ফলাফল পাই; পাঁচটির মধ্যে দুটি টুলে এআইয়ের প্রয়োগের সম্ভাবনা ৯৯%-এর বেশি, একটিতে ৮১.৮% ও বাকি দুটিতে ৬৯.৪% এবং ৬৮% দেখা যায়। 


আমরা আরও নিশ্চিত হতে, ভাইরাল ক্লিপটি গুগলের SynthID কৃত্রিম বুদ্ধিমত্তা যাচাইকারী সরঞ্জামে পরীক্ষা করি। SynthID জানায় ভিডিওটি Google AI দিয়ে তৈরি। ফলাফল দেখুন নীচে।



Tags:

Related Stories