একটি শিশু ডানার সাহায্যে উড়ছে, এ রকম একটি ফরাসি কল্প সিনেমার দৃশ্য শেয়ার করে দাবি করা হচ্ছে, বাচ্চাটি সত্যিই উড়তে পারে।
৩ মিনিটের এই ক্লিপিংটি চিনা ভাষায় ডাব করা এবং এর ক্যাপশনে লেখা, “এই বাচ্চাটি ডানা নিয়েই জন্মেছে, যার সাহায্যে সে উড়তে পারে। প্রকৃতি সত্যিই আশ্চর্যজনক!”
বুম-এর হোয়াটসঅ্যাপ হেল্পলাইন নম্বরেও (৭৭০০৯০৬১১১) এই ভিডিওটি পাঠিয়ে জানতে চাওয়া হয়েছে এটির সত্যতা।
ফেসবুক পোস্ট
এই একই ভিডিও ফেসবুকেও একই ক্যাপশন সহ ভাইরাল হয়েছে।
পোস্টটি দেখা যাবে এখানে। পোস্টটি আর্কাইভ করা আছে এখানে।
ইউটিউব
ইউ-টিউবেও ভিডিওটি একই ভুয়ো দাবি সহ আপলোড হয়েছে, যার ক্যাপশন হিন্দিতে দেওয়া হয়েছে, "উড়ন্ত বাচ্চা"
(মূল হিন্দিতে লেখা: हवा में उड़ने वाला बच्चा )
তথ্য যাচাই
আমরা ভিডিওটিকে মূল ফ্রেমে ভেঙে রুশ সার্চ ইঞ্জিন ইয়ানডেক্স-এর মাধ্যমে খোঁজ চালিয়ে দেখি, এটি একটি সিনেমার দৃশ্য থেকে নেওয়া।
ক্লিপটি ২০০৯ সালে ফরাসি পরিচালর ফ্রসোঁয়া ওজন-এর ‘রিকি’ নামক চলচ্চিত্র থেকে নেওয়া হয়েছে।
চলচ্চিত্রটির বিবরণে রয়েছে, রিকি একটি বাচ্চা, যার পিঠে একজোড়া ডানা গজিয়েছে, আর তার বাবা-মা এই অদ্ভূত অস্বাভাবিকতার সঙ্গে কী ভাবে মানিয়ে নেবে, তা নিয়েই এই ছবি।
তুলনা
ভাইরাল হওয়া ভিডিওর সঙ্গে চলচ্চিত্রের সংশ্লিষ্ট দৃশ্যের তুলনা করলে দেখা যায়, দুটিতেই একই অভিনেতারা অভিনয় করছে এবং দৃশ্যগুলোও একই।
বুম চলচ্চিত্রটির পরিচালকের প্রতিক্রিয়া জানতে চেয়েছে, তা জানামাত্র এই প্রতিবেদনটি সংস্করণ করা হবে।