Explore

HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
MethodologyNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফ্যাক্ট চেকNo Image is Available
বিশ্লেষণNo Image is Available
ফাস্ট চেকNo Image is Available
আইনNo Image is Available

Explore

HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
MethodologyNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফ্যাক্ট চেকNo Image is Available
বিশ্লেষণNo Image is Available
ফাস্ট চেকNo Image is Available
আইনNo Image is Available
ফ্যাক্ট চেক

দুর্গম সংকীর্ণ রাস্তায় বাসের 'ইউ'-টার্নের ভিডিওটি কম্পিউটারে সম্পাদিত

বুম দেখে ভিডিওটি বাস্তবে কোনও চালকের দুর্গম রাস্তায় বাস চালানোর দৃশ্য নয়। কৃত্রিমভাবে কম্পিউটারে তৈরি করা।

By - Suhash Bhattacharjee | 16 Jun 2020 8:35 PM IST

কম্পিউটারে কৃত্রিমভাবে তৈরি দুর্গম পাহাড়ি রাস্তায় বাসের 'ইউ'-টার্ন নেওয়ার একটি ভিডিও সোশাল মিডিয়ায় বিভ্রান্তিকর দাবি সহ শেয়ার করা হচ্ছে। নেটিজেনরা ভিডিওটি ফেসবুকে শেয়ার করে চালকের গাড়ি চালানোর প্রশিক্ষণ শেখার স্কুলের ব্যাপারে কৌতুহল প্রকাশ করেছেন।

৫৩ সেকেন্ডের এই ভিডিওর শুরুতে দেখা যায় পাহাড়ি সরু একটি রাস্তায় ডান দিকে দিয়ে একটি বাস আসছে। ছোট্ট কালো রঙের আরেকটি কার সেই বাসকে বিপরীত দিক থেকে অতিক্রম করে। এরপর বাসটি আচমকা খালি রাস্তার মধ্যে 'ইউ'-টার্ন নিতে শুরু করে। এমনকি রাস্তায় ধারে বিপজ্জনক ভাবে চলে আসে। রাস্তায় পাশেই দেখা যায় গভীর খাদ। আগু-পিছু করতে গিয়ে বাসটি ভারসাম্য হারিয়ে দুলতে শুরু করে। এক সময় পিছনের ঝোঁপে ধাক্কা মারে। তার পর অক্ষত হয়ে আবার বাসটি যে দিক থেকে আসছিল সেদিকেই ফিরে যায়।

ফেসবুকে ভিডিওটি শেয়ার করে ক্যাপশনে লেখা হয়েছে, "ড্রাইভার ভদ্রলোক কোথা থেকে লাইসেন্স পেয়েছে খুব জানতে ইচ্ছা করছে।"

ফেসবুক পোস্টটি দেখা যাবে এখানে। আর্কাইভ করা আছে এখানে
Full View
বুম দেখে ইংরেজি ক্যাপশন সহ এই ভিডিওকে ফেসবুকে অনেকেই শেয়ার করেছেন। পোস্টটিতে লেখা ইংরেজি ক্যাপশনের অনুবাদ করলে দাঁড়ায়, "ঈশ্বর জানেন কোন স্কুল খেকে সে (চালক) ড্রাইভিং শিখেছে।"
(ইংরেজিতে মূল ক্যাপশন: "God knows from which driving school he learned driving"

টুইটারেও শেয়ার করা হয়েছে ভিডিওটি। টুইটটি আর্কাইভ করা আছে এখানে
বুম যাচাই করে দেখে ভিডিওটি কম্পিউটারে কৃত্রিমভাবে তৈরি। ভিডিওটির সঙ্গে বাস্তবের কোনও যোগ নেই।
বুম "ইউ-টার্ন' বাস লিখে ইউটিউবে কিওয়ার্ড সার্চ করে দেখে "সেভেন কার্ডস" নামে একটি ইউটিউব চ্যানেলে ভিডিওটি ২৯ মার্চ ২০২০ আপলোড করেছে। ভিডিওটিতে শিরোনাম লেখা হয়েছে, "ইতিহাসে সবচেয়ে উন্মত্ত ইউ-টার্ন।" মূল ইংরেজিতে শিরোনাম, "Craziest U-turn in history"
Full View
ভিডিওটি ভালোভাবে খেয়াল করলেই বোঝা যায় ভিডিওটি ক্যামেরায় তোলা দৃশ্য নয়, কম্পিউটারে কৃত্রিমভাবে তৈরি।
  • ১. বাসটি পিছিয়ে এসে ঝোঁপে ধাক্কা দেওয়ার পর এগিয়ে এলেও ঝোঁপঝাঁড়গুলি অক্ষত থাকে।
  • ২. বাসটি পিছিয়ে এলে দেখা যায় গাছের ডালপালা গুলি বাসের ছাদের উপরে স্থির হয়ে রয়েছে।

 নীচে ছবিতে বৃত্তাকার চিহ্নিত অংশে কৃত্রিম ভিডিওটির অসঙ্গতি তুলে ধরা হলো।

Delete Edit
বুমের পক্ষে ভিডিওটির উৎস স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। 
বুম জানতে পারে এই ধরণের বিভিন্ন কম্পিউটার প্রোগ্রামিং করা ভিডিও-গেম রয়েছে। যেমন- বিম এনজি ড্রাইভ এবং ইউরো ট্রাক সিমুলেটর ২। এগুলির মাধ্যমে ভার্চুয়াল জগতে বেপরোয়া গাড়ি চালানোর আস্বাদ উপভোগ করা যায়। নীচে ইউরো ট্রাক সিমুলেটর ২-এর বাস মোডে ড্রাইভিং-এর ভিডিও দেওয়া হল।
Full View

Tags:

Related Stories