সোশাল মিডিয়ায় একটি ছবি শেয়ার করে দাবি করা হচ্ছে সেটি নাকি পর্যটন মন্ত্রকের একটি বিজ্ঞপ্তি। ওই বিজ্ঞপ্তিতে ১৫ অক্টোবর ২০২০ পর্যন্ত কোভিড-১৯-এর জন্য সব রেস্তোরাঁ, হোটেল ও রিসর্ট বন্ধ রাখতে বলা হয়েছ।
দাবিটি মিথ্যে। ৮ এপ্রিলে, প্রেস ইনফরমেশন ব্যুরো (পিআইবি) একটি বিবৃতিতে জানায় যে, পর্যটন মন্ত্রক সে রকম কোনও বিজ্ঞপ্তি জারি করেনি। পিআইবির টুইটে বলা হয়, "#ভুয়ো নির্দেশ সম্পর্কে সতর্ক থাকুন। দাবি করা হয়েছে যে, করোনাভাইরাস সংক্রমণের কারণে, হোটেল/রেস্তোরাঁ ১৫ অক্টোবর ২০২০ পর্যন্ত বন্ধ থাকবে।"
Be cautious of #Fake order claiming that hotels/resturants will remain closed till 15th October 2020 due to #Coronavirusoutbreak.#PIBFactCheck: The order is Fake and has NOT been issued by Ministry of Tourism.
— PIB Fact Check (@PIBFactCheck) April 8, 2020
Do not believe in rumours! pic.twitter.com/efRx3PWTj0
সার্কুলারটিতে রয়েছে অশোক স্তম্ভের চিহ্ন আর তার পাশে লেখা আছে, "মিনিস্ট্রি অফ টুরিজম, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া।" ওই লোগোর নীচে ইংরেজিতে যা লেখা আছে, তা এই রকম:
"ভারত সরকারের পর্যটন মন্ত্রকের অর্ডারের ভিত্তিতে ভারতের সব পর্যটন দপ্তর জানাচ্ছে যে, বিশ্বব্যাপী করোনাভাইরাস ছড়িয়ে পড়ার কারণে, হোটেল, রেস্তরাঁ ও রিসর্ট ১৫ অক্টোবর ২০২০ পর্যন্ত বন্ধ থাকবে। অর্ডারটি সরাসরি ভারতের পর্যটন দপ্তর থেকে এসেছে। উত্তর ভারতের সব গুরুত্বপূর্ণ হোটেল, রিসর্ট ও রেস্তরাঁ ওই তারিখ অবধি বন্ধ থাকবে। যদি কোনও গাফিলতি দেখা যায়, তা হলে হোটেলের মালিকের বিরুদ্ধে কেস করা হবে। আরও তথ্য জানতে ইন্ডিয়ানটুরিজমডটওআরজি-তে লগ অন করুন।"
আরও পড়ুন: মিথ্যে: ভিডিওতে একজন মুসলমান করোনাভাইরাস ছড়াতে পাঁউরুটিতে থুতু দিচ্ছে
সার্কুলারটি বানান ও ব্যাকরণ ভুলে ভরা। তাছাড়া অর্ডারটি 'পর্যটন মন্ত্রকের' বলে দাবি করা হলেও, বারবারই বলা হচ্ছে অর্ডারটি আসে "ভারতের পর্যটন দপ্তর থেকে।" সাধারণত এই ধরনের বিজ্ঞপ্তির ক্ষেত্রে এটা ধরেই নেওয়া হয়। আলাদা করে বলার প্রয়োজন পড়ে না। তাছাড়া, যে ওয়েবসাইটের নাম দেওয়া আছে, বুম দেখে সেটির কোনও অস্তিত্বই নেই।
ওই ভুয়ো বিজ্ঞপ্তিটি সোশাল মিডিয়া ও হোয়াটসঅ্যাপে এক সপ্তাহ ধরে ছড়াচ্ছে। বুমের হোয়াটসঅ্যাপ হেল্পলাইন নম্বরেও ওই ছবিটি আসে।