২০১৮ সালের নভেম্বরে দিল্লীতে সংগঠিত হওয়া কৃষক মার্চের ছবিকে সাম্প্রতিক কৃষি সংস্কার বিলের বিরুদ্ধে হওয়া কৃষক আন্দোলনের ছবি বলে ফেসবুকে মিথ্যে দাবি সহ শেয়ার করা হচ্ছে। ওই ফেসবুক পোস্টে দাবি করা হয়েছে ছবিটি দিল্লির রাজপথের দৃশ্য।
অন্যদিকে, বিরোধী দল ও কৃষক সংগঠনগুলির দাবি এতে কৃষক জমির উপর মালিকানা হারিয়ে কয়েকটি পুঁজিপতি গোষ্ঠীর কাছে উৎপন্ন ফসল বিক্রি করতে বাধ্য হবে। হরিয়ানা, পাঞ্জাব, উত্তরপ্রদেশ সহ একধিক রাজ্যে এই বিল পাশের বিরুদ্ধে ব্যাপক আন্দোলনে নেমছে কৃষকসংগঠনগুলি।
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর অল ইন্ডিয়া কিষাণ সংঘর্ষ সমন্বয় সমিতির ব্যানারে ২৫০ টির বেশি কৃষক ভারত বন্ধের ডাক দেয়। এই প্রেক্ষিতেই ছবিটিকে শেয়ার করা হচ্ছে।
আরও পড়ুন: ভুয়ো দাবি সহ ছড়াল স্বামী আত্মস্থানন্দের সঙ্গে মোদীর ২০১৫ সালের ছবি