পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনকড়ের জোড়াতালি-দেওয়া ছবিতে তাঁকে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঙ্ঘের (আরএসএস) প্রধান সরসংঘচালক মোহন ভগবতের সঙ্গে দেখা যাচ্ছে। এই ছবিটি সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সেই সঙ্গে দাবি করা হয়েছে যে, ধনকড় হিন্দু জাতীয়তাবাদী সংগঠনটির ঘনিষ্ঠ, এবং সেই কারণে বিজেপি প্রভাবিত।
ছবিটিতে রাজ্যপাল ধনকড় ও মোহন ভগবতকে আরএসএস -এর পোশাকে দেখা যাচ্ছে।
বুম দেখে ধনকড়ের মুখমণ্ডলকে একটি অন্তত ছ'বছরের পুরনো ছবিতে বসিয়ে দেওয়া হয়েছে।ভাইরাল ছবিটির রিভার্স ইমেজ সার্চ করে বুম দেখে যে, ছবিটি ফটোশপে জোড়াতালি দিয়ে তৈরি করা হয়েছে। এবং আসল ছবিতে মোহন ভগবতের সঙ্গে ধনকড় ছিলেন না।
বুম বিবিসি-র একটি প্রতিবেদন খুজে পায়। সেটির শিরোনামে বলা হয়, "হিন্দু জাতীয়তাবাদীরা তাঁদের হাফ-প্যান্ট পরিত্যাগ করছেন কেন।" প্রতিবেদনটি প্রকাশিত হয় ৫ নভেম্বর ২০১৫। বিবিসি এর এই প্রতিবেদনে আলোচ্য এই ভাইরাল ছবির আসল ছবিকে রয়টর্সের স্বত্ব সহ ব্যবহার করা হয়। ২০১৪'য় আগ্রায় আরএসএস-এর একটি অনুষ্ঠানে সেটি তোলা হয়েছিল।
আসল ছবিটিকে রয়টর্সের সংগ্রহশালায় খুঁজে পাওয়া যায়। রয়টর্সের সংগ্রহে থাকা মূল ছবির ক্যাপশনে বলা হয়, "১৩ নভেম্বর ২০১৪'য় উত্তর ভারতের শহর আগ্রায় হিন্দু জাতীয়তাবাদী সংগঠন আরএসএস-এর কর্মীদের একটি প্রশিক্ষণ শিবিরে ভাষণ দেওয়ার পর বেরিয়ে আসছেন আরএসএস প্রধান মোহন ভগবত।" আসল ছবিটি এখানে দেখা যাবে।
আসল ও ভুয়ো ছবি দুটি নীচে তুলনা করা হল।
মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় যদিও আগে একবার ধনকড়কে 'আরএসএস-এর লোক' বলে অভিযুক্ত করেছিলেন। প্রতিক্রিয়ায় গত বছর, 'নিউজ ১৮'কে দেওয়া এক সাক্ষাৎকারে রাজ্যপাল ওই হিন্দু জাতীয়তাবাদী সংগঠনটি সম্পর্কে তাঁর অবস্থান স্পষ্ট করে দেন। তিনি বলেন, "ওই সংগঠনের সাথে আগে যোগ না দেওয়ার জন্য অনুশোচনা হয়।"