Explore

HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
MethodologyNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফ্যাক্ট চেকNo Image is Available
বিশ্লেষণNo Image is Available
ফাস্ট চেকNo Image is Available
আইনNo Image is Available

Explore

HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
MethodologyNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফ্যাক্ট চেকNo Image is Available
বিশ্লেষণNo Image is Available
ফাস্ট চেকNo Image is Available
আইনNo Image is Available
ফ্যাক্ট চেক

স্পেনে তীব্র শিলাবৃষ্টির পুরনো ভিডিওকে করোনাভাইরাস বিধ্বস্ত ইতালিতে অভিশাপের ঘটনা বলা হচ্ছে

বুম যাচাই করে দেখেছে ভিডিওটি ইতালির নয়, ২০১৭ সালের জুলাই মাসে উত্তর স্পেনের ঘটনা এটি।

By - Suhash Bhattacharjee | 27 March 2020 10:20 AM GMT

ফেসবুকে তীব্র শিলা বৃষ্টির একটি পুরোনো ভিডিও শেয়ার করে দাবি করা হয়েছে ইতালির ঘটনা সেটি। ভাইরাল হওয়া ১ মিনিট ৫৪ সেকেন্ড সময়ের ভিডিওটির শুরুতে দেখা যায়, মেঠো প্রান্তরে বেশ বড় বড় আকারের শিলের বরফ খন্ড মাটিতে আছড়ে পরছে আর টিন দিয়ে ঘেরা বেড়াতে আওয়াজ হচ্ছে। তারপর, রাস্তায় দেখা যায় একটি চলমান গাড়ি। ওই শিলের আঘাতে চৌচির হতে দেখা যায় সেই গাড়ির উইন্ডস্ক্রিন। ভিডিওটি ভেতর থেকে তোলা হয় তখন। এর পর ঝড়ো হাওয়ার সঙ্গে দেখা যায় তুষার বলের লাফালাফি। মাঠে তা জমে যেতেও দেখা যায়। জানলা দিয়ে ক্যামেরাবন্দী করা হয় সে দশ্য। হাতের তালুতে একজন বরফের বল ধরে থাকতে দেখা যায়।

শিলের ঘায়ে তার পর একটি গাড়ির কাঁচে শিলের আঘাতে গর্ত হতে দেখা যায়। পিছনে একজন মহিলা কন্ঠস্বরকে বলতে শোনা যায়, ''ও মাই গড ও মাই গড''। একটি ছবি আসে দেখা যায় কয়েকটা ভেঁড়া মরে পরে রয়েছে। তারপর দেখা যায় শিলের ঘায়ে তোবড়ানো গাড়ির বোনেট। এমনকি টিনের চালে দেখা যায় ছিদ্র। স্থিরচিত্রে হাতে একজনকে তুলনা করতে দেখা যায় বরফ গোলা ও টেনিস বলের মধ্যে।

ঈশ্বরের অভিসম্পাত বলে সোশাল মিডিয়া ব্যবহারকারীরা ঘটনাটিকে অভিহিত করেছেন। ইতালিতে কোরানাভাইরাস অতিমারিতে আক্রান্ত হয়ে মারা গেছেন সবচেয়ে বেশি মানুষ, এই প্রেক্ষিতে ভিডিওটি সবাই শেয়ার করছেন ও শিলাবৃষ্টির ঘটনাটি সত্যি বলে মনে করেছেন।

ভাইরাল হওয়া ভিডিও সহ পোস্টটিতে ক্যাপশন লেখা হয়েছে, "ইটালিতে শিলা বৃষ্টির, শিলগুলো কতবড়,আল্লাহ এ আযাব হতে আমাদেরকে রক্ষাকর।''

পোস্টটা দেখা যাবে এখানে। পোস্টটি আর্কাইভ করা আছে এখানে

Full View

ক্যাপশন দিয়ে সার্চ করলে জানা যায় একই বয়ানে ভিডিওটি ফেসবুকে ভাইরাল হয়েছে।

ফেসবুক সার্চের ফলাফল।

আরও পড়ুন: 

তথ্য যাচাই

বুম ভিডিওটির কয়েকটি মূল ফ্রেম নিয়ে রিভার্স ইমেজ সার্চ করে জানতে পারে ভিডিওটি স্পেনের—ইতালির নয়।

২০১৭ সালের জুলাই মাসে স্পেনের উত্তরাংশে এই শিলা বৃষ্টি হয়েছিল। দেশটির বিভিন্ন জায়গায় সে সময় অস্বাভাবিক রকমের শিলাবৃষ্টিতে ক্ষয়ক্ষতি হয়। তবে ভিডিওটি ঠিক কোথায় তোলা হয়েছিল বুম তা স্বাধীনভাবে যাচাই করতে পারেনি।

ভিডিওটি ১৮ জুলাই ২০১৭ তারিখে প্রকাশিত দ্য সানএক্সপ্রেস-এর প্রতিবেদনে দেখা যাবে।

১৮ জুলাই ২০১৭ তারিখ প্রকাশিত এক্সপ্রেস-এর প্রতিবেদনের স্ক্রিনশট।

'স্পেন হেইলস্টর্ম ভিডিও ২০১৭' লিখে ইউটিউবে সার্চ করলে একই ধরণের কয়েকটি ভিডিও পাওয়া যায়। ২১ জুলাই ২০১৭ আপলোড হওয়া এরকম একটি ভিডিও নিচে দেওয়া হল।

Full View

আরও পড়ুন: 

Related Stories