গলাতে মালা পরা এক মহিলা ও একটি ছেলের ছবি ভাইরাল হয়েছে। সাম্প্রদায়িক ইঙ্গিতমূলক বার্তায় বলা হয়েছে যে, স্বামী মারা যাওয়ার পর, ওই সৌদি মহিলা নাকি তাঁর নিজের ছেলেকেই বিয়ে করেছেন।
ছবিটি মিথ্যে ক্যাপশন সহ হিন্দি ও ইরেজিতে শেয়ার করা হচ্ছে। ক্যাপশনে বলা হয়েছে, "মুসলমান মা তার স্বামীর মৃত্যুর পর নিজের ছেলেকে বিয়ে করেছে।"
#सऊदी की इस #मुस्लिम_महिला ने पति के #इन्तेकाल के बाद अपने ही े सगे बेटे से किया #निकाह आखिर यही तो है #इस्लाम pic.twitter.com/YpNtK8v05g
— Maulana Fuckruddin (@Fuckruchacha) February 5, 2020
(মূল হিন্দিতে ক্যাপশন: "सऊदी की इस मुस्लिम महिला ने पति के इन्तेकाल के बाद अपने ही े सगे बेटे से किया निकाह आखिर यही तो है इस्लाम")
सऊदी की इस महिला का शौहर की मौत के बाद अपने ही सगे भतीजे से निकाह कर लिया।
— Pooja Sharma (@mesharmapooja) February 9, 2020
क्या ये इस्लाम में सही है, बहुत शर्मनाक 😡 pic.twitter.com/TCI2YEMbFZ
টুইটটি আর্কাইভ করা আছে এখানে।
ফেসবুকে ভাইরাল
আমরা দেখি যে, ছবিটি একই সাম্প্রদায়িক ইঙ্গিত সহ ফেসবুকেও শেয়ার করা হয়েছে।
আরও পড়ুন: মোম আছে, তাই জ্বলছে চকোলেট? একটি তথ্য যাচাই
তথ্য যাচাই
ইয়ান্ডেক্সের সাহায্যে রিভার্স ইমেজ সার্চ করলে, ৩১ জানুয়ারি ২০২০'র একটি ফেসবুক পোস্ট বেরিয়ে আসে। সেটিকে ইংরেজিতে অনুবাদ করলে দাঁড়ায়. "আজ আমার ছেলের আল-কোরানের খতম ছিল। শেয়ার করে অভিবাদন জানান। (মূল উর্দুতে লেখা: ج میرے بیٹے کا ختم القرآن تھا, ھمیں مبارک باد دے کر کون کون شئیر کریگا)ছবিটি কোথায় তোলা হয়েছিল তা আমরা জানতে পারিনি। তবে এটা জানা যায় যে, ছেলেটি কোরান পাঠ শেষ করলে, তার মা তার পাশে দাঁড়িয়ে ছবি তোলান।
উর্দুতে "আজ আমার ছেলের আল-কোরান খতম" (মূল উর্দুতে: ج میرے بیٹے کا ختم القرآن تھا) ক্যাপশনটি লিখে ফেসবুকে সার্চ করলে বেশ কিছু ছবি উঠে আসে। সেখানে নিজের ছেলেদের কোরান পাঠের শেষে অনেক বাবা-মা একই ভাবে গলায় মালা পরে তাঁদের ছেলেদের সঙ্গে ছবি তোলার ঘটনা চোখে পড়ে। কিছু ছবির ক্যাপশনে এও বলা হয় যে, আল-কোরান খতম অনুষ্ঠানের শেষে ছবিটি তোলা হয়।
অল্ট নিউজ-এর সহ প্রতিষ্ঠাতা মহম্মদ জুবায়ের টুইটারে একটি 'থ্রেড' পোস্ট করেন। ভাইরাল ছবিটি সম্পর্কে যা যা জানতে পেরেছেন, তা উনি বিস্তারিত জানান ওই পোস্টে।