প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পুরনো জনসভার অনেক ছবি সোশাল মিডিয়ায় ভাইরাল করে বলার চেষ্টা হচ্ছে যে, এগুলি আসন্ন লোকসভা নির্বাচন উপলক্ষে আয়োজিত মোদীর বিভিন্ন নির্বাচনী প্রচারসভার ছবি ।
চারটি এরকম ছবি দিয়ে একটি পোস্ট শেয়ার হচ্ছে, যার হিন্দি ক্যাপশন হল—বারাণসীতে নরেন্দ্র মোদীর রোড-শোতে বিশাল জমায়েত….আরও একবার মোদী সরকার ।
পোস্টটি দেখতে এখানে এবং তার আর্কাইভ সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন ।
গণেশ রঙ্কাবত নামে একটি ফেসবুক পেজ একই ক্যাপশন সহ ছবিগুলি পোস্ট করেছে এবং সেটি এই লেখার সময় পর্যন্ত ৩২০০ জন শেয়ার করেছে এবং ১১০০টি প্রতিক্রিয়া পেয়েছে । পোস্টটিতে যেসব মন্তব্য রয়েছে সেগুলি হল— "আবার নমো", "হর-হর মোদী ঘর-ঘর মোদী", "জয় হো নমো নমো, ২০১৯-এ আবার মোদী সরকার" ।
ফেসবুক পেজটি ১২ হাজার লাইক পেয়েছে, ২২২০০ জন অনুগামীও, আর পোস্টে ভারতীয় জনতা পার্টির প্রতীকও ব্যবহার করা হয়েছে । পেজটিতে কেবল বিজেপি বিষয়ক কথাই পোস্ট করা হয় ।
বুম ওই ক্যাপশন দিয়ে ফেসবুক ও টুইটারে খোঁজ করে দেখেছে, একই ক্যাপশন সহ বহু অ্যাকাউন্ট একই ছবি ও ক্যাপশন শেয়ার করেছে ।
একই ছবি শেয়ার করা লোকেদের তালিকা দেখুন এখানে ।
টুইটারেও আমরা একই পোস্ট দেখেছি । সেখানে পোস্টটি এতটা ভাইরাল হয়নি বটে, তবে একই বিভ্রান্তিকর ব্যাখ্যা জুড়ে ছবিগুলি বারাণসীর রোড-শোর ছবি বলে চালানো হয়েছে ।
পোস্টটি দেখতে এবং তার আর্কাইভ বয়ান দেখতে এখানে ক্লিক করুন ।
বুম প্রতিটি ছবিরই খোঁজখবর করে দেখেছে, চারটি ছবিই বিভিন্ন স্থানে আয়োজিত জনসভার পুরনো ছবি ।
প্রথম ছবি
এই ছবিটিকে বারাণসীর রোড-শোর ছবি বলে চালানো হয়েছে, কিন্তু আমরা গুগল-এ খোঁজ করে দেখলাম, এটি ২০১৩ সালে বিহারের পাটনায় আয়োজিত হুংকার জমায়েত -এর ছবি ।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি ওয়েবসাইটেও একটি প্রতিবেদনে এই ছবিটি রয়েছে, যেখানে দাবি করা হয়েছে হুংকার জমায়েতের একটা ঐতিহাসিক গুরুত্ব রয়েছে এবং তা ভারতের ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করেছে ।
মোদীর বক্তৃতা শুরু হওয়ার ঠিক আগেই সভাস্থলে অনেকগুলি বিস্ফোরণ ঘটে, যাতে ৮৩ জন আহত হন, যাদের মধ্যে দু জনের আঘাত গুরুতর, রিপোর্ট করে দ্য হিন্দু পত্রিকা ।
দ্বিতীয় ছবি
ফুলে ঢাকা একটি ট্রাকের উপর নরেন্দ্র মোদীর এই ছবিটি বারাণসীর রোড-শোয়েরই ছবি, তবে সেটি ২০১৪ সালের, যখন মোদী ওই লোকসভা কেন্দ্র থেকে তাঁর মনোনয়নপত্র পেশ করেন । সে সময় এমন রিপোর্টও প্রকাশ হয়েছিল যে, মোদীর এই রোড-শোর জন্য সভাস্থলে লোক ভাড়া করে আনতে হয় ।
তৃতীয় ছবি
তৃতীয় ছবিটিও দ্বিতীয়টিরই মতো, একই জনসভার । মোদী বারাণসী লোকসভা নির্বাচন কেন্দ্রে তাঁর মনোনয়ন পেশের পরেই এই ছবিটি তোলা হয় ।
বুম খোঁজখবর চালিয়ে একটি ব্লগ -এর সন্ধান পায়, যাতে এই ছবির প্রায় সব দিকই তুলে ধরা হয়েছে, সঙ্গে একটি ব্যানারও, যাতে লেখা—"আচ্ছে দিন আনেওয়ালে হ্যায়" বা সুদিন আসতে চলেছে । ট্রাকের সামনে-সামনে যাওয়া গাড়িটিও একই ।
চতুর্থ ছবি
একটি গাড়ি থেকে জনতার উদ্দেশে প্রধনমন্ত্রীর হাত নাড়ার এই ছবিটিও বারাণসীর রোড-শোয়েরই, তবে এটি ২০১৭ সালের, যখন উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনের প্রচার করতে গিয়ে তিনি ব্যাখ্যা করেন, কীভাবে তদানীন্তন সরকার রাজ্যের উন্নয়ন আটকে রেখেছে ।
দুটি ছবিতেই নরেন্দ্র মোদী আলাদা-আলাদা পোশাক পরে রয়েছেন । ২০১৯ সালের ফেব্রুয়ারিতে তিনি বারাণসী সফরে এসে ২৯০০ কোটি টাকার উন্নয়ন কর্মসূচি ঘোষণা করেন l আসন্ন নির্বাচনেও তিনি বারাণসী থেকেই প্রতিদ্বন্দ্বিতা করবেন ।