Explore

HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
MethodologyNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফ্যাক্ট চেকNo Image is Available
বিশ্লেষণNo Image is Available
ফাস্ট চেকNo Image is Available
আইনNo Image is Available

Explore

HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
MethodologyNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফ্যাক্ট চেকNo Image is Available
বিশ্লেষণNo Image is Available
ফাস্ট চেকNo Image is Available
আইনNo Image is Available
ফ্যাক্ট চেক

আহমেদনগরে হওয়া একটি নিরাপত্তা মহড়াকে নাগপুরে জঙ্গি হামলা বলে চালানো হচ্ছে

বুম আহমেদনগর পুলিশের সঙ্গে যোগাযোগ করলে তারা বলেন যে, সেটি ৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত হওয়া একটি মহড়ার ভিডিও।

By - Saket Tiwari | 12 Sept 2019 8:03 PM IST

সম্প্রতি মহারাষ্ট্রের আহমেদনগরের বাসস্ট্যান্ডে অনুষ্ঠিত একটি নিরাপত্তা মহড়ার দুটি ভিডিও ভাইরাল হয়েছে। আর মিথ্যে দাবি করা হয়েছে যে, নাগপুরের বাসস্ট্যান্ডে সন্ত্রাসবাদীদের গ্রেপ্তার হতে দেখা যাচ্ছে ভিডিওগুলিতে।

এই দাবি প্রধানত হোয়াটসঅ্যাপ আর ফেসবুকে ভাইরাল হয়েছে।

ভিডিওগুলিতে দেখা যাচ্ছে কম্বাট পোষাক পরা এক দল লোককে একটি বাসস্ট্যান্ড ঘিরে ফেলতে। তারা বাসে উঠে যায়। এবং ভিডিওর শেষের দিকে একজনকে ধরে নিয়ে যেতে দেখা যায়। ভিডিও ক্লিপ দুটি নীচে দেখা যাবে।

ফেসবুক ও হোয়াটসঅ্যাপে বিভিন্ন দাবি সমেত এই বিষয়ে বেশ কিছু পোস্ট করা হয়েছে। এরকম একটি পোস্ট আর্কাইভ করা আছে এখানে

Full View
হোয়াটসঅ্যাপে ভাইরাল হওয়া ভুয়ো ভিডিও।

তথ্য যাচাই

বুম গুগুলে কয়েকটি কি-ওয়ার্ড দিয়ে সার্চ করে। তার ফলে, 'নেশন টেক্সট' নামে নাগপুরের একটি স্থানীয় কাগজের একটি রিপোর্ট সামনে আসে। তাতে বলা হয় যে, নাগপুর পুলিশের কথা অনুযায়ী, ঘটনাটি ওই শহরে ঘটেনি। আমরা নাগপুর পুলিশের সঙ্গে যোগাযোগ করলে, আমাদেরও একই কথা বলেন তাঁরা। ওই ভিডিওগুলি সম্পর্কে তাঁদের কাছে কোনও খবর ছিল না।

আমরা জানতে পারি যে, ওই ঘটনাটি ঘটেছিল আহমেদনগর বাসস্ট্যান্ডে। নেশন টেক্সটের ইউটিউব ভিডিওতে সে কথাই বলা হয়।

Full View

আহমেদনগর পুলিশের অপরাধ দমন শাখার ইন্সপেক্টর দীলিপ পাওয়ারের সঙ্গে যোগাযোগ করে বুম।

পাওয়ার বুমকে জানান,"ওটা মহড়া হয়েছিল ৩ সেপ্টেম্বর।"

উনি আরও বলেন, "এখনও পর্যন্ত কোনও রকম সন্ত্রাসী কার্যকলাপ নেই এখানে। উৎসবের সময় আমরা ওই ধরনের মহড়া করে থাকি।"

"ওই মহড়ায় আমরা জেলা রিজার্ভ পুলিশ ফোর্স, জেলা পুলিশ, এবং জেলার অন্যান্য বাহিনীর সদস্যদের ব্যবহার করি। কারণ, ওই ধরনের পরিস্থিতির মোকাবিলা করা তাদের কাজ," বলেন পাওয়ার।

উনি আরও বলেন যে, এখন উৎসবের সময়। তাই পুলিশ এখন বেশি সতর্ক।

কোনও কেন্দ্রীয় ইন্টেলিজেন্স এজেন্সি সস্ত্রাসী তৎপরতা সম্পর্কে তাঁদের সাবধান করেছিল কিনা, এই প্রশ্নের উত্তরে পাওয়ার বলেন "তেমন কোনও বার্তাই ছিল না। পুরোটাই ছিল এক নিয়মমাফিক রিহার্সাল।"

Tags:

Related Stories