উত্তরপ্রদেশের রায়বেরিলিতে বয়লার বিস্ফোরণে হতাহতদের আত্মীয়দের সঙ্গে রাহুল গান্ধীর দেখা হওয়ার ২০১৭ সালের একটি ভিডিও ভুয়ো দাবি সহ ফেসবুকে ভাইরাল করা হয়েছে ।
২০ সেকেন্ডের ওই ভিডিও ক্লিপটিতে কংগ্রেস সভাপতিকে দেখা যাচ্ছে ব্যথিত লোকজন পরিবৃত হয়ে এক বৃদ্ধা মহিলাকে সান্ত্বনা দিতে ।
ভিডিওটি একটি ভুয়ো বিবরণী সহ শেয়ার করা হচ্ছে যে, লোকসভা ভোটে রাহুল গান্ধীর পরাজয়ের পর এই লোকেরা উত্তরপ্রদেশের আমেথি থেকে দিল্লিতে তাঁর সঙ্গে দেখা করতে এসে কান্নায় ভেঙে পড়ছেন ।
২০১৯-এর সাধারণ নির্বাচনে সবচেয়ে বড় ধাক্কা হল আমেথি কেন্দ্রে বিজেপির প্রার্থী স্মৃতি ইরানির কাছে রাহুল গান্ধীর পরাজয়, যে-আমেথি ছিল গান্ধী পরিবারের একেবারে নিজস্ব ঘাঁটি । রাহুল অবশ্য এবার দু-দুটি আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন এবং কেরালার ওয়াইনাদের আসনটি তিনি রেকর্ড ভোটের ব্যবধানে জেতেনও ।
বেশ কয়েকটি ফেসবুক পেজ থেকে ভিডিওটি ভাইরাল হয়েছে l তার আর্কাইভ সংস্করণটি এখানে এবং এখানে দেখা যাবে ।
ভিডিওর একটি ক্যাপশনে লেখা—“আমেথি থেকে দিল্লিতে রাহুল গান্ধীর সঙ্গে দেখা করতে আসা লোকেরা কান্নায় ভেঙে পড়েন । নির্বাচনে তাঁর পরাজয় হয়েছে মিথ্যা এবং ছল-চাতুরির কাছে, কিন্তু আমেথির জনতার ভালবাসা তিনি হারাননি” ।
(Hindi: अमेठी से दिल्ली आए लोगों से मिलने जब राहुल गांधी जी पहुंचे .. तब वे लोग उन्हें देखकर भावुक हो गए और फूट फूट कर रोने लगे … झूठ और छल-कपट की विचारधारा के चलते अमेठी से चुनाव हारे हैं, प्यार और अपनापन नहीं। )
তথ্য যাচাই
অনুসন্ধান চালিয়ে বুম দেখেছে, ভাইরাল হওয়া ভিডিওটি ২০১৭ সালের ।
এমনকী কংগ্রেস দলের সরকারি টুইটার হ্যান্ডেলও ২০১৭ সালের ২ নভেম্বর এই ভিডিওটি শেয়ার করে ক্যাপশন দিয়েছিল—“কংগ্রেস সহ-সভাপতি রাহুল গান্ধী এনটিপিসি-র (ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন) সদর-দফতরে গিয়ে বিস্ফোরণ-কবলিতদের ও তাদের পরিবারবর্গের সঙ্গে দেখা করছেন” ।
২০১৭ সালের ১ নভেম্বর রাতে রায়বেরিলিতে এনটিপিসি-র একটি বয়লার ফেটে ২৬ জন নিহত ও ২০০ জন আহত হন । পরদিনই ২ নভেম্বর রাহুল গান্ধী তাঁর মা সনিয়া গান্ধীর নির্বাচনী কেন্দ্র রায়বেরিলিতে গিয়ে বিস্ফোরণে হতাহতদের পরিবারবর্গের সঙ্গে সাক্ষাৎ করেন ।
এনটিপিসি-র ওই বিস্ফোরণ সম্পর্কে আরও জানতে এখানে পড়ুন ।