সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ফেসবুক পোস্টে ভিডিও শেয়ার করে দাবি করা হয়েছে, সেটি ভারতের সমর ট্রাকের ভিডিও। ভিডিওটিতে প্রথমে একটি বড় মাপের ট্রাক ও পরে আরেকটি ছোট গাড়িকে বাধা বিপত্তি সহ খানা-খন্দ পেরতে দেখা যাচ্ছে।
পোস্টটিতে ক্যাপশন লেখা হয়েছে ‘‘ভারতীয় সেনার Truck এব Jeep’’
এই প্রতিবেদন লেখার সময় পর্যন্ত পোস্টটি লাইক করেছেন ৩৮,০০০ জনের বেশি। শেয়ার করেছেন ২,৯০০ জনের বেশি। পোস্টটি দেখা যাবে এখানে। পোস্টটি আর্কাইভ করা আছে এখানে।
তথ্য যাচাই
ভালোভাবে লক্ষ করলে দেখা যাবে ওই গাড়ি দুটির চালক বসে রয়েছে গাড়িটির বাম দিকে। ভারতে কোনও গাড়িতে বাম দিকে চালক বসেনা। বাম দিকে চালকের আসনে বসা পশ্চিমী দুনিয়ার রীতি।
বুম একটি গাড়িটিতে থাকা লোগো কে চিহ্নিত করতে সক্ষম হয়েছে। সেটি রাশিয়ার।
গুগুলে রাশিয়ান মিলিটারি ট্রাক লিখে সার্চ করলে এরকম অনেক সমর ট্রাকের মহড়া দেখা যাবে।
বুম ওই ভিডিওটিকেও ইউটিউবে খুঁজে পেয়েছে। নীচে দেওয়া হল।
দুটি ই-বানিজ্য ওয়েবসাইটে এরকম লোগো রয়েছে। যা দেখা যাবে এখানে ও এখানে।