২০১৯-এর ৫ মার্চ পাকিস্তানি সংবাদ-চ্যানেল আব তক দাবি করল, ২১ নম্বর শিখ রেজিমেন্ট নাকি ভারতের হয়ে লড়াই করতে অস্বীকার করেছে ।
রিপোর্ট করার সময় আব তক জনৈক টুইটার ব্যবহারকারী গুরমিত কাউরকে উদ্ধৃত করে জানায়, ২১ নম্বর শিখ রেজিমেন্ট ভারতের হয়ে লড়তে অসম্মত হয়েছে, সঙ্গে রিপাবলিক টিভিতে প্রচারিত হয়েছে বলে একটি ছবির স্ক্রিনশটও দেয় .
ছবিটি দেখুন
?s=20">এখানে , আর তার আর্কাইভ সংস্করণ এখানে ।
টুইটটি সঙ্গে-সঙ্গে ভাইরাল হয় এবং পাকিস্তানের সোশাল মিডিয়া ব্যবহারকারী অনেকেই সেটি শেয়ারও করে ।
টুইটটি দেখুন
?s=20">এখানে এবং তার আর্কাইভ বয়ান এখানে ।
তথ্য যাচাই
বুম স্ক্রিনশটটি বিশ্লেষণ করে দেখেছে, ছবিটি ফোটোশপ করা হয়েছে এবং লেখাগুলি ছবির উপর চাপিয়ে দেওয়া হয়েছে । তা ছাড়া, ২০১৯-এর ৩ মার্চ বা ৪ মার্চ বিকেল ৪টে ৪৯ মিনিটে রিপাবলিক টিভি এ ধরনের কোনও খবরই সম্প্রচার করেনি । রিপাবলিক টিভির রণনীতি বিষয়ক উপদেষ্টা-সম্পাদক অবসরপ্রাপ্ত মেজর গৌরব আর্য টুইটার মারফত জানালেন, এই স্ক্রিনশটটি সম্পূর্ণ ভুয়ো ।
প্রতিবেদন মুছে দেওয়া হয়েছে
বুম এটাও লক্ষ্য করেছে যে, টুইটার ব্যবহারকারীরা ওই ভুয়ো স্ক্রিনশটের ধাপ্পাবাজি ধরে ফেলার পরই আব তক প্রতিবেদনটি মুছে দিয়েছে, সেটি আর পাওয়া যাচ্ছে না ।