অভিনেতা থেকে রাজনীতিক হয়ে ওঠা প্রকাশ রাজের চার্চ সফরের একটি ছবি তাঁকে সোশাল মিডিয়ার সন্ধানী আলোয় এনে ফেলেছে, যেখানে একটি পোস্টে দাবি করা হয়েছে, তিনি খ্রিস্টান হয়ে গেছেন ।
অন্য কয়েকটি পোস্টে দাবি করা হয়েছে, এটা তাঁর ভণ্ডামি, যেহেতু ইতিপূর্বে তিনি নাকি দাবি করেছিলেন যে, তিনি আয়াপ্পা দেবকে দেবতা বলেই মানেন না ।
তথ্যঃ
প্রকাশ রাজ রবিবার বেঙ্গালুরুর বেথেল এজি চার্চে গিয়েছিলেন । এই সফর ছিল রাজনীতিক হিসাবে বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের মন জয় করার জন্য তাঁর প্রয়াস । তবে সোশাল মিডিয়ায় যেমনটা দাবি করা হয়েছে, সেভাবে তিনি কিন্তু শুধু একটি চার্চ সফর করেননি, বরংএকই সঙ্গে একটি মন্দির, একটি মসজিদ এবং একটি গুরুদ্বারেও গিয়েছিলেন । আসলে তনি সব ধর্মের মানুষকে নিয়েই চলতে চান, এই বার্তা দিতে চেয়েছিলেন।
কিন্তু তাঁর চার্চ সফরকে বিচ্ছিন্ন করে দেখানো হয় এটা প্রমাণ করতে যে, তিনি খ্রিস্টান হয়ে গেছেন । বুম সেই ঘটনাটিরও ভিডিও সংগ্রহ করেছে, যা দেখিয়ে ষড়যন্ত্রকারীরা আয়াপ্পা দেব সম্পর্কে তাঁর অবিশ্বাসের তত্ত্ব খাড়া করেছে ।
ভিডিওটিতে প্রকাশ রাজকে বলতে শোনা যাচ্ছে, যে-কোনও দেবতা যদি তাঁর মন্দিরে নারীর প্রবেশের অধিকার নিষিদ্ধ করেন, তবে তাঁকে তিনি দেবতা মানতে রাজি নন । তাঁর এই বক্তব্য ছিল শাবরীমালা মন্দিরে প্রবেশ করার অধিকার চেয়ে আন্দোলনরত মহিলাদের প্রতি সংহতি-সূচক ।