একটি ছবি, যাতে দেখানো হয়েছে যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও ভারতীয় জনতা পার্টির সভাপতি অমিত শাহ বিপুল সংখ্যক লোকের ভিড়ের সামনে বসে আছেন,সেটি আসলে ফোটোশপকরা।
বুম ছবিটি পায় তাদের হেল্প লাইন নম্বরে (৭৭০০৯০৬১১১)।ছবিটি আসল কিনা তা জানতে চাওয়া হয়েছিলো।
‘ভারতীয় জনতা পার্টি- বিজেপি বেলারি’ নামের একটি ফেসবুক পেজ থেকে ছবিটি শেয়ার করা হয়েছে সঙ্গে ক্যাপশন:‘এখানে ভালবাসা ও বিশ্বাস আছে এবং বিশ্বাসই সবথেকে ভাল।’
পোস্টটি দেখার জন্য এখানে ক্লিক করুন ও আর্কাইভ দেখার জন্য এখানে ক্লিক করুন
আরেকটি ফেসবুক পোস্ট -
পোস্টটি দেখার জন্য এখানে ক্লিক করুন ও আর্কাইভ দেখার জন্য এখানে ক্লিক করুন।
ফোটোটি বিজয় দত্ত নামে এক ব্যক্তির ফেসবুক পেজ থেকেও শেয়ার করা হয়েছে, সাথে ক্যাপশন: “পৃথিবীর চ্যাম্পিয়ন নরেন্দ্র মোদীর সমর্থনে…সুনামি শুরু হয়েছে…প্রবল উচ্ছ্বাসের সঙ্গে…আবার নমো# দয়া করে ভারতের সব মানুষের সঙ্গে শেয়ার করুন।”
তথ্য যাচাই
বুম প্রথমে রিভার্স ইমেজ সার্চ করে কোনও ফল পায়নি।
পরে যখন আমরা ছবিটির নীচের অংশটিকে আলাদা করে নিয়ে রিভার্স ইমেজ সার্চ করি, তখন দেখতে পাই যে ছবিটি আসলে রেডিটে এক বছর আগে পোস্ট করা হয়েছিল।
রেডিট পোস্টটি দেখার জন্য এখানে ক্লিক করুন ।
আসল ছবিটির উপরের অংশটি একেবারে অন্যরকম,এবং তা থেকেই বোঝা যায় যে সম্প্রতি শেয়ার করা ছবিটি জাল, ফটোশপে তৈরি।
এই ছবিটি যে মিথ্যা, অল্ট নিউজ আগেই তা প্রমাণ করেছে।
যে চেয়ারে নরেন্দ্র মোদী ও অমিত শাহ বসে আছেন সেগুলি একই, এবং কমলা রঙের মালা, এমনকি তাঁদের পোশাকের রঙও একই।
ফোটোগুলি আসলে ২৭ ডিসেম্বর, ২০১৭ তারিখের, যে দিন হিমাচলপ্রদেশের মুখ্যমন্ত্রী জয়রাম ঠাকুরের শপথগ্রহণ অনুষ্ঠানে নরেন্দ্র মোদী ও অমিত শাহ দুজনকে একই মঞ্চে দেখা গিয়েছিল।
একই ছবির সঙ্গে বিজেপি লাইভ টুইট করে: প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী শিমলায় হিমাচলপ্রদেশ সরকারের মন্ত্রীদের শপথগ্রহণ অনুষ্ঠানে।
একই ছবি দিয়ে এএনআই টুইট করে: বীরেন্দ্র কানয়ার ও বিক্রম সিং হিমাচলপ্রদেশ সরকারের মন্ত্রী হিসাবে শপথগ্রহণ করলেন।