কংগ্রেস এবং বিজেপির আমলে গঙ্গা নদীর অবস্থার তুলনা বোঝাতে পরস্পরের সঙ্গে সম্পর্কহীন দুটি ছবি ফেসবুকে ভাইরাল হয়েছে ।
দুটি ফোটোগ্রাফ নিয়ে তৈরি এই কোলাজ বেশ কয়েকটি পেজ শেয়ার করেছে, যার একটি ছবিতে প্রিয়ঙ্কা গান্ধীর ছবি জুড়ে দিয়ে তাঁকে পরিষ্কার গঙ্গার জল আঁজলায় ভরে খেতে দেখা যাচ্ছে । ছবিটির উপরে বাংলায় লেখা রয়েছে—“মেদীর আমলে গঙ্গা” ।
কোলাজের অন্য ছবিটি (নীচে দেখুন) দূষিত গঙ্গার, যার জলে ভাসছে আবর্জনা এবং যার উপরে বাংলায় লেখা রয়েছে—“কংগ্রেস আমলে গঙ্গা” ।
এই লেখার সময় পর্যন্ত পোস্টটি ৫০০০ বার শেয়ার হয়ে গেছে ।
পোস্টগুলি দেখতে এখানে এবং এখানে ক্লিক করুন এবং সেগুলির আর্কাইভ সংস্করণ দেখতে এখানে এবং এখানে ।
তথ্য যাচাই
দুটি ছবিরই তল্লাশি চালিয়ে বুম দেখেছে, এই দুটিই বিজেপি সরকার ক্ষমতায় আসার অনেক আগে ২০১৪ সালের মে মাসে তোলা হয়েছে ।
বুম পরিস্রুত গঙ্গার ছবিটিকে দুটি অংশে কেটে নিয়ে আলাদা-আলাদা করে খোঁজ লাগিয়েছে । তাতে দেখা যাচ্ছে, পরিস্রুত গঙ্গার ছবিটির সময়সীমা পুনর্নির্ণয় করা হয়েছে ‘২০১৪ সালের আগে’ বলে, যখন নরেন্দ্র মোদী ক্ষমতায় আসেননি ।
খুঁজতে-খুঁজতে আমরা জোডি সার্ফাস নামে কলোরাডোর এক ভ্রমণ-লেখিকার ওয়েবসাইটের হদিশ পাই, যিনি ২০১২ সালে তাঁর হৃষিকেশ সফরের কথা নথিভুক্ত করেছিলেন । জোডির সেই ভ্রমণকাহিনীর মধ্যেই আমরা ছবিটির আরও বড় এবং আদি রূপটি শনাক্ত করতে পারি ।
বুম দেখেছে, পরবর্তী কালে এই ছবিটিই অনেক সংবাদ-রিপোর্টে গঙ্গার প্রতিনিধিত্বমূলক ছবি হিসাবে ব্যবহৃত হয়েছে ।
আর প্রিয়ঙ্কা গান্ধী ভদ্রর যে ছবিটি বোকার মতো ফোটোশপ করে জোড়া হয়েছে, সেটা অনেক পরেকার, ২০১৯ সালের, যখন এই কংগ্রেস নেত্রী মার্চ মাসে প্রয়াগের সঙ্গম সফরে আসেন ।
কংগ্রেস আমলে গঙ্গার ছবি
বুম এই ছবিটিরও সন্ধান চালিয়ে দেখেছে, এটি ২০০৯ সালে তোলা ছবি । আন্তর্জাতিক ফোটো-ভাণ্ডারের ওয়েবসাইট গেট্টি ইমেজেস-এ ছবিটি আপলোড করা আছে । এটি তুলেছিলেন আলোকচিত্রী প্রকাশ সিং ।