ক্ষেপণাস্ত্র হানা দেখানো একটি ভিডিও গেম-এর পরিমার্জন করে তৈরি একটি পুরনো ভিডিও ভাইরাল করে দাবি করা হচ্ছে, এটি ২৬ ফেব্রুয়ারি ভোরে ভারতীয় বিমান বাহিনীর আক্রমণের ছবি ।
মঙ্গলবার, ২৬ ফেব্রুয়ারি ভোরে পাক-অধিকৃত কাশ্মীরের বালাকোটে সন্ত্রাসবাদী সংগঠন জইশ-ই-মহম্মদের ঘাঁটিতে ভারতীয় বিমানবাহিনী অতর্কিতে হানা দেয় । ভোর ৩টে ৩০ মিনিটে মিরাজ ২০০০ জঙ্গি জেট নিয়ে ওই হামলা চালানো হয় ।
তবে তা নিয়ে হোয়াট্স্যাপ, টুইটার ও ফেসবুকে যে ভিডিও ক্লিপটি দেখানো হচ্ছে, সেটি ওই বিমানহানার নয় ।
এই ভিডিওটি এখন ফেসবুকে দেখা যেতে পারে ।
বুম ভিডিওটির ফ্রেম ভেঙে-ভেঙে দেখেছে, ২০১৫ সালের ৯ জুলাই ইউ-টিউবে ভিডিওটি আপলোড করা হয়েছিল । ক্যাপশন ছিল— ‘অতি সংক্ষিপ্ত সংঘর্ষ (তালিবান)—অ্যাপাচি গানার এফএলআইআর ক্যাম # ৬—আর্মা ২’ ।
“আর্মা—২” সামরিক সংঘর্ষ দেখানো একটি ভিডিও গেম, এটা কোনও সত্যিকারের বিমান-হানার ফুটেজ নয় । শিরোনামের নীচে লেখা আছে—“মার্কিন সেনাবাহিনীর অ্যাপাচির গানারদের প্রেক্ষিত থেকে এফএলআইআর ক্যামেরায় এম ২৩০ সাউন্ড মোডে তোলা —ঠিক যেন সত্যি-সত্যিই ঘটছে l এই বাহিনীর অংশ হয়ে উঠুন, শেয়ার করুন, গ্রাহক হোন” ।
ভিডিওটির ২০ সেকেন্ডের মাথায় ভাইরাল হওয়া ক্লিপটি শুরু হয় ।
তথ্য যাচাই