সোশাল মিডিয়ায় ভাইরাল হওয়া কারচুপি করা ছবিতে দাবি করা হয়েছে জম্মু-কাশ্মীরের সচিবালয়ে ভারতের জাতীয় পতাকা নতুন করে উত্তোলন করা হল। ছবিটি এমন এক সময়ে ছড়ানো হচ্ছে যখন কেন্দ্রীয় মন্ত্রীসভা ও রাষ্ট্রপতির সম্মতিক্রমে সম্প্রতি রাজ্যটির বিশেষ মর্যদা ৩৭০ ও ৩৫-এ বিলুপ্তি করে প্রশাসনিক পুনর্বিন্যাস করা হয়েছে।
ভাইরাল হওয়া পোস্টে জম্মু-কাশ্মীরের সচিবালয়ের দুটি তুলনামূলক ছবি দেখা যাচ্ছে। একটিতে লেখা হয়েছে ‘কালকের ছবি’। সে ছবিটিতে একটি ক্ষুদ্রাকার পতাকা দেখা যাচ্ছে।
‘আজকের ছবি’ বলে তারই নীচে শেয়ার করা একই ধরনের ছবিতে ভারতের জাতীয় পতাকা দেখা যাচ্ছে।
উল্লেখ্য, এতদিন জম্মু-কাশ্মীরের নিজস্ব পতাকা ছিল। এছাড়াও বর্তমানে নাগাল্যান্ড ও কর্নাটকের রাজ্যের নিজস্ব পতাকা রয়েছে।
ওই ফেসবুক পোস্টটিতে ক্যাপশন লেখা হয়েছে ‘‘জম্মু-কাশ্মীরে জাতীয় পতাকা উঠলো।’’
এই প্রতিবেদন লেখার সময় পর্যন্ত পোস্টটি ১,২০০ জন লাইক ও ২৭১ জন শেয়ার করেছে। পোস্টটি দেখা যাবে এখানে। পোস্টটি আর্কাইভ করা আছে এখানে।
কুস্তিবিদ গীতা ফোগটও টুইট করে একই ধরনের ছবি শেয়ার করেছেন। এপর্যন্ত ৭,৪৫১ জন লাইক ও ৭২০ জন রিটুইট করেছেন। টুইটটি আর্কাইভ করা আছে এখানে।
তথ্য যাচাই
ছবিটি দেখে অনেকই তাদের সন্দেহ প্রকাশ করেছেন। রিপ্লাইও দিয়েছেন কয়েকজন ওই ফেসবুক পোস্টটিতে।
ছবি দুটি তুলনা করলেই বোঝা যায় এটি একই ছবির ফটোশপ করা রূপান্তর।
বুম মূল ছবিটি খুঁজে পেয়েছে। ২০১৬ সালের ৭ নভেম্বর ছবিটি কাশ্মীর নিউজ অবর্জারভারে প্রকাশিত হয়েছিল।
এবিপি নিউজের সাংবাদিক সচিবালয়ের সাম্প্রতিক ছবি টুইট করে গুজব কান না দিতে অনুরোধ করেছেন।