সেনাকর্মীর প্রেয়সীকে আলিঙ্গনের ২০১৫ সালের ছবি ইউক্রেনে যুদ্ধ বলে ছড়াল
বুম দেখে সেনার প্রেমিকাকে আলিঙ্গনের ছবিটি ইউক্রেনের রাজধানী কিয়েভে ১৭ জানুয়ারি, ২০১৫ সংবাদসংস্থা রয়টর্সের তোলা।
সেনা পোশাকে থাকা এক সামরিক স্বেচ্ছাসেবকের তাঁর প্রেয়সীকে আলিঙ্গন করার ২০১৫ সালের ছবি ইউক্রেনে (Ukraine) রাশিয়ার (Russia Invasion) আগ্রাসনের প্রেক্ষিতে বিভ্রান্তিকর দাবিতে ছড়ানো হচ্ছে।
রাশিয়ার শুরু করা সামরিক অভিযানের প্রতিবাদে ইউক্রেন দ্য হেগে আন্তর্জাতিক আদালতের দ্বারস্থ হয়েছে। রাজধানী কেভ অভিমুখে আগ্রাসনের চেষ্টা করছে রুশ সামরিক বাহিনী।
সোশাল মিডিয়ায় ভাইরাল হওয়া ছবিটিতে দেখা যায় এক সেনার পোশাকে থাকা ব্যক্তিকে তাঁর প্রেয়সীকে আলিঙ্গন করছেন।
ছবিটি পোস্ট করে ফেসবুকে ক্যাপশন লেখা হয়েছে, "আবার কবে হবে দেখা? - যুদ্ধ থেমে গেলে। - যুদ্ধ কবে থামবে? - যখন দেখা হবে! কিয়েভ, ইউক্রেন"।
পোস্টটি দেখতে ক্লিক করুন এখানে।
আরও পড়ুন: ইউক্রেনের আকাশে রুশ প্যারাট্রুপার দাবিতে ছড়াল ২০১৬ সালের ভিডিও
তথ্য যাচাই
বুম ছবিটিকে রিভার্স সার্চ করে ২০১৫ সালের ২০ জানুয়ারি প্রকাশিত টাইম ম্যাগাজিনের এক প্রতিবেদনে ছবিটিকে খুঁজে পায়।
ওই প্রতিবেদনে ছবিটির ক্যাপশন লেখা হয়, "ইউক্রেনের স্বরাষ্ট্র মন্ত্রকের আজভ ব্যাটালিয়নের একজন নতুন স্বেচ্ছাসেবক ১৭ জানুয়ারী, ২০১৫ অন্যান্য স্বেচ্ছাসেবকদের সঙ্গে পূর্ব ইউক্রেনের মধ্য কিয়েভের ফ্রন্টলাইনে যাওয়ার আগে তাঁর বান্ধবীকে আলিঙ্গন করে।"
ছবি সৌজন্য দেওয়া হয় সংবাদসংস্থা রয়টর্সের তরফে গ্লেব গারানিচকে।
এই সূত্র ধরে কিওয়ার্ড সার্চ করে রয়টর্সের ফোটো গ্যালারিতে ছবিটিকে খুঁজে পাওয়া যায়। ছবিটির বিষয়ে সেখানেও একই তথ্যের উল্লেখ করা হয়। বিচ্ছিন্নবাদী ডোনেক্স অঞ্চলে বিদ্রোহের প্রেক্ষিতে ইউক্রেন অশান্ত হয়ে ওঠে সে সময়। নিচে দেখুন ছবিটি।
আরও পড়ুন: 'মাথ্রুভূমি' রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বলে দেখাল ভিডিও গেম আর্মা-৩-এর দৃশ্য