২০১৮ সালে গাজায় ইজরায়েলি বোমা বর্ষণ ভিডিও ইউক্রেনে রুশ হামলা বলে ছড়াল
বুম যাচাই করে দেখে ভাইরাল ভিডিওটি প্যালেস্তাইনের পশ্চিম গাজায় ২০১৮ সালের অগস্ট মাসে ইজরায়েলি বোমা বর্ষণের ভিডিও।
প্যালেস্তাইনের গাজা (Gaza) ভূখণ্ডে ইজরায়েলের (Israel) বোমা নিক্ষেপের (Airstrikes) ২০১৮ সালের দৃশ্য সোশাল মিডিয়ায় ভুয়ো দাবি সহ ইউক্রেনে (Ukraine Russia Conflicts) রাশিয়ার বোমা হামলা বলে ছড়ানো হচ্ছে।
ইউক্রেনে রাশিয়ার আক্রমণ সপ্তম দিন অতিক্রান্ত। নরওয়ে ও জার্মানি ইউক্রেনের পাশে দাঁড়িয়ে মিসাইল সহায়তার কথা ঘোষণা করেছে। ইউক্রেনের শহর, জনপদ কিংবা রেল স্টেশন রাশিয়ার বোমা হানায় এই মুহূর্তে যুদ্ধদীর্ণ। ভিডিওটি এই প্রেক্ষিতে সোশাল মিডিয়ায় শেয়ার করা হচ্ছে।
সোশাল মিডিয়ায় ভাইরাল হওয়া ৩ মিনিট ৫০ সেকেন্ডের ভিডিওটিতে বোমা নিক্ষেপের পর অট্টালিকার পাশ বেয়ে ধোঁয়া উদ্গীর্ণ হতে দেখা যায়।
ভিডিওটি ফেসবুকে শেয়ার করে ক্যাপশন লেখা হয়েছে, "ইউক্রেনের ওপর রাশিয়ার হামলার দৃশ্য।"
বুম দেখে একই দাবি সহ ভিডিওটি ফেসবুকে ব্যাপকভাবে ভাইরাল হয়েছে।
তথ্য যাচাই
বুম রিভার্স ইমেস সার্চ করে তুর্কির গণমাধ্যম হাবেরলারে ২০১৮ সালের ৯ অগস্ট প্রকাশিত প্রতিবেদনে ভিডিওটির স্ক্রিনগ্রাবের বিভিন্ন মুহূর্তের ছবি দেখতে পায়। পশ্চিম গাজায় একটি যুদ্ধ বিমান থেকে একটি বাড়ি লক্ষ্য করে ১০ টি মিশাইল ছোঁড়া হয় বলে জানানো হয় ওই প্রতিবেদনে।
ইরানি গণমাধ্যমে 'এ হেবার' একটি ভিডিও টুইট করে ১০ অগস্ট ২০১৮। ওই টুইটের ক্যাপশন লেখা হয়, "ইজরায়েলের অমানুষিক আক্রমণ অব্যাহত।" ভিডিওটির ৫ থেকে ১৩ সেকেন্ড ও ২৫ থেকে ৩০ সেকেন্ড সময়ে বর্তমানে ভাইরাল ভিডিওর দৃশ্য দেখা যায়।
তুর্কি গণমাধ্যম বিয়াজ গেজেটিও সংবাদ সংস্থা আনাদলুওকে উদ্ধৃত করে ভিডিও সহ সংবাদ প্রকাশ করে ৯ অগস্ট ২০১৮। গাজাতে ইজরায়েলের এই মিশাইল হানা সম্পর্কে আনাদলুও পরে আরও ধ্বংসস্তূপের ছবি সহ সংবাদ প্রকাশ করে।
আরও পড়ুন: ২০২০ সালে লেবাননে বিস্ফোরণের ভিডিও ছড়াল ইউক্রেনের কিয়েভে বিস্ফোরণ বলে