পুণ্যার্থীর খাদ্য বিতরণের পুরনো ছবি ইউক্রেনে ইসকনের জনসেবা বলে ভাইরাল
বুম যাচাই করে দেখে ভাইরাল ছবিটি আমেরিকার ফ্লোরিডায় আলাছুয়া হরেকৃষ্ণ মন্দিরের ওয়েবসাইটে ২০১৫ সালে আপলোড করা হয়েছিল।
সোশাল মিডিয়ায় পুণ্যার্থীদের খাদ্য (Food Distribution) বিতরণের এক পুরনো ছবি যুদ্ধদীর্ণ ইউক্রেনে ইসকনের (ISKCON) জনগণের প্রতি সেবা বলে ভুয়ো দাবি সহ ছড়ানো হচ্ছে।
বুম যাচাই করে দেখে ভাইরাল ছবিটি আমেরিকার ফ্লোরিডায় আলাছুয়া হরেকৃষ্ণ মন্দিরের ওয়েবসাইটে ২০১৫ সালে আপলোড করা হয়েছিল।
মঙ্গলবারও ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকাইভে রাশিয়ার বোমা নিক্ষেপ অব্যাহত। রাশিয়া অর্থনৈতিক বয়কটের মুখে পড়েছে পশ্চিমা ও ইউরোপীয় দেশগুলির কাছে।
ইসকন কলকাতার মুখপাত্র ও সহ-সভাপতি রাধারমণ দাস টুইট করে ২৬ ফেব্রুয়ারি, ২০২২ জানান ইউক্রেনস্থিত ইসকন জনগণের সেবায় উন্মুক্ত করে দেওয়া হয়েছে।
ফেসবুকে ভাইরাল হওয়া ছবিটিতে দেখা যায়, কয়েকজন ব্যক্তি লোকজনকে খাবার প্রদান করছেন।
ছবিটি ফেসবুকে শেয়ার করে ক্যাপশন লেখা হয়েছে, "যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেনে ISCON খাবার পরিবেশন করছে ইউক্রেন বাসীকে। সনাতনীরা এই ভাবে মানুষের সেবা করে জাত, ধর্ম না দেখে।
ISCON এর ৫৪ টা মন্দিরের দরজা খুলে দেওয়া হয়েছে সাধারণ ইউক্রেন বাসীর সেবার জন্য। জয় সনাতন ধর্মাবলম্বী"।
তথ্য যাচাই
বুম ছবিটিকে রিভার্স সার্চ করে দেখে ভাইরাল ছবিটি যুদ্ধদীর্ণ ইউক্রেনে খাবার পরিবেশনের ছবি নয়।
বুম দেখে ছবিটি ফ্লোরিডার আলাছুয়া হরেকৃষ্ণ মন্দিরের ওয়েবসাইটে ছবিটি রয়েছে।
ওয়েবসাইটের 'ইউআরএল' থেকে জানা যায় আপলোডের সময় ২০১৫ সালে। সেসময় ছবিটি আপলোড করা হয়েছিল ওই ওয়েবসাইটে।
বুম দেখে একই ছবি বিভিন্ন জায়গার ইসকন মন্দিরের ওয়েবসাইটেও ব্যবহার করা হয়েছে। বুম নিশ্চিত হয়েছে ছবিটি বর্তমানে চলা রাশিয়ার ইউক্রেন আক্রমণের সঙ্গে সম্পর্কিত নয়।
বুমের পক্ষে স্বাধীনভাবে ছবিটির উৎস যাচাই করা সম্ভব হয়নি।
আরও পড়ুন: ২০২০ সালে লেবাননে বিস্ফোরণের ভিডিও ছড়াল ইউক্রেনের কিয়েভে বিস্ফোরণ বলে