
অমিত শাহের নাতনিকে প্রধানমন্ত্রী মোদীর হামির ছবি বিকৃত করে ছড়াল
বুম যাচাই করে দেখে ২৩ এপ্রিল ২০১৯ গুজরাতের আমদাবাদে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নাতনিকে চুম্বন করেছিলেন নরেন্দ্র মোদী।

২০১৯ সালে লোকসভা ভোটের সময় গুজরাতের আমদাবাদে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Amit Shah) নাতনিকে (granddaughter) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) 'হামি' (kiss) দেওয়ার আসল ছবিকে বিকৃত (Morphed) করে সোশাল মিডিয়ায় ভুয়ো (fake claims) দাবি সহ শেয়ার করা হচ্ছে।
ফেসবুকে ভাইরাল হওয়া ছবিটিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এক ব্যক্তিকে চুমু খাওয়ার ভঙ্গিমায় দেখা যায়।
ছবিটি ফেসবুকে শেয়ার করে ক্যাপশন লেখা হয়েছে, "সোনার বাংলা গড়ব পরে আগে কিছু (চুমু) খেয়ে নি।"
ফেসবুক পোস্টটি দেখা যাবে এখানে। পোস্টটি আর্কাইভ করা আছে এখানে।
তথ্য যাচাই
বুম ছবিটিকে রিভার্স সার্চ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর চুমু খাওয়ার আসল ছবিটিকে খুঁজে পায়। ২৩ এপ্রিল ২০১৯ গুজরাতের আমদাবাদে তৎকালীন বিজেপি সভাপতি অমিত শাহের নাতনিকে চুম্বন করেছিলেন তিনি।
গেট্টি ইমেজেস-এ মূল ছবিটির ক্যাপশন লেখা হয়, "ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিজেপি সভাপতি অমিত শাহের নাতনিকে চুমু খাচ্ছেন। অমিত শাহ সাধারণ নির্বাচনের তৃতীয় দফায় আমদাবাদের ভোটগ্রহণ কেন্দ্রে ভোট দিতে এসেছেন ২৩ এপ্রিল ২০১৯। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ব্যালটে ভোট দেওয়া ১১০ কোটি ভারতীয়দের একজন। ভারতে আয়োজিত ম্যারাথন নির্বাচনী প্রক্রিয়ায় 'সুপার মঙ্গলবার'।" এএফপির তরফে ছবিটি তোলেন আমিত পরাঞ্জপে।"
অমিত শাহের নাতনিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আদর করার ছবিটি দেখা যাবে ২৪ এপ্রিল ২০১৯ প্রকাশিত ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে।
ইন্ডিয়া টুডের রিপোর্টের ৪ মিনিট ২৫ সেকেন্ড সময়ের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অমিত শাহের নাতনিকে আদর করার মুহূর্তটি দেখা যাবে।
নিচে ভাইরাল হওয়া ভুয়ো ছবি ও আসল ছবির তুলনা করা হল।
Claim : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক ব্যক্তিকে চুমু খাচ্ছেন
Claimed By : Facebook Post
Fact Check : False
Next Story